হাভিয়ের বারদেম

স্পেনীয় অভিনেতা

হাভিয়ের আনহেল এনসিনাস বারদেম (স্পেনীয়: Javier Ángel Encinas Bardem; জন্ম: ১ মার্চ ১৯৬৯) হলেন একজন স্পেনীয় অভিনেতা। তিনি বিফোর নাইট ফলস্‌ (২০০০) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন, তিনি প্রথম স্পেনীয় হিসেবে অস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০৭ সালে কোয়েন ভ্রাতৃদ্বয়ের নো কান্ট্রি ফর ওল্ড মেন চলচ্চিত্রে গুপ্তহন্তা আন্তোন শিগুর চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কার অর্জন করেন,[] তিনি প্রথম স্পেনীয় হিসেবে অস্কার লাভ করেন। এছাড়া তিনি এই কাজের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেন। তিনি বিউতিফুল (২০১০) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার তৃতীয় একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি হামোন, হামোন (১৯৯২), বোকা আ বোকা (১৯৯৫), কার্নে ত্রেমুলা (১৯৯৭), মার আদেনত্রো (২০০৪), ভিকি ক্রিস্তিনা বার্সেলোনা (২০০৮), লোস লুনেস আল সোল চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন। তিনি জেমস বন্ড চলচ্চিত্র ধারাবাহিকের স্কাইফল (২০১২) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাফটা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

হাভিয়ের বারদেম
Javier Bardem
২০১৮ সালে কান চলচ্চিত্র উৎসবে বারদেম
জন্ম
হাভিয়ের আনহেল এনসিনাস বারদেম

(1969-03-01) ১ মার্চ ১৯৬৯ (বয়স ৫৫)[]
লাস পালমাস দে গ্রান কানারিয়া, কানারি আইল্যান্ডস, স্পেন
মাতৃশিক্ষায়তনএসকেলা দে আর্তেস ই অফিসোস
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯০-বর্তমান
দাম্পত্য সঙ্গীপেনেলোপে ক্রুজ (বি. ২০১০)[]
সন্তান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Monitor"। Entertainment Weekly (1248)। ১ মার্চ ২০১৩। পৃষ্ঠা 25। 
  2. "The lowdown on Penelope Cruz's actor husband Javier Bardem"দ্য সান (ইংরেজি ভাষায়)। ৯ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 
  3. ব্রানার, রাইসা (২৫ ফেব্রুয়ারি ২০১৯)। "Javier Bardem Had the Absolute Most Fun at the Oscars"টাইম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা