শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

পুরস্কার

শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা চলচ্চিত্র পরিচালককে প্রদান করা হয়। ১৯৪৪ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
বর্তমান বিজয়ী: স্টিভেন স্পিলবার্গ
বিবরণচলচ্চিত্রের সেরা পরিচালক
অবস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৪৪
সর্বশেষ পুরস্কৃত২০২৩
বর্তমানে আধৃতস্টিভেন স্পিলবার্গ
(দ্য ফেবলম্যান্স (২০২২))
ওয়েবসাইটgoldenglobes.com

এলিয়া কাজান এই পুরস্কারের সর্বোচ্চ গ্রাহক। তিনি তার চারটি মনোনয়নের চারটি পুরস্কার জিতেছেন। স্টিভেন স্পিলবার্গ সর্বোচ্চ ১১ বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং তিনবার এই পুরস্কার লাভ করেন। বারবারা স্ট্রাইস্যান্ড এই পুরস্কার বিজয়ী একমাত্র নারী পরিচালক। এই বিভাগে সবচেয়ে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী স্টিভেন স্পিলবার্গ দ্য ফেবলম্যান্স (২০২২) চলচ্চিত্র পরিচালনার জন্য এই পুরস্কার লাভ করেন।[]

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী পরিচালকদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সম্পাদনা
 
ফ্রাঙ্ক ক্যাপ্রা ইট্‌স আ ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬), মি. ডিড্‌স গোস টু টাউন, এবং ইউ কান্ট টেক ইট উইথ ইউ চলচ্চিত্রের জন্য তিনবার পুরস্কৃত হন।
 
এলিয়া কাজান জেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট (১৯৪৭), অন দ্য ওয়াটারফ্রন্ট (১৯৫৪), বেবি ডল (১৯৫৬), এবং আমেরিকা আমেরিকা (১৯৬৩)-এর জন্য চারবার পুরস্কৃত হন।
 
ফ্রেড জিনেমান ফ্রম হিয়ার টু ইটার্নিটি (১৯৫৩), এবং আ ম্যান ফর অল সিজন্স (১৯৬৬)-এর জন্য পুরস্কৃত হন।
 
ডেভিড লিন দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই (১৯৫৭), লরেন্স অব অ্যারাবিয়া (১৯৬২), এবং ডক্টর ঝিভাগো (১৯৬৫)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
 
স্যাম মেন্ডেজ অ্যামেরিকান বিউটি (১৯৯৯), এবং নাইনটিন সেভেনটিন (২০১৯)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
মার্টিন স্কোরসেজি দ্য ডিপার্টেড (২০০৬) ও হ্যুগো (২০১১)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
জুলিয়ান শ্নাবেল দ্য ডাইভিং বেল অ্যান্ড দ্য বাটারফ্লাই (২০০৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
ড্যানি বয়েল স্লামডগ মিলিয়নিয়ার (২০০৮)-এর জন্য পুরস্কৃত হন।
 
জেমস ক্যামেরন অ্যাভাটার (২০০৯)-এর জন্য পুরস্কৃত হন।
 
ডেভিড ফিঞ্চার দ্য সোশ্যাল নেটওয়ার্ক (২০১০)-এর জন্য পুরস্কৃত হন।
 
বেন অ্যাফ্লেক আর্গো (২০১২)-এর জন্য পুরস্কৃত হন।
 
আলফোনসো কুয়ারোন গ্র্যাভিটি (২০১৩), এবং রোমা (২০১৮)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
রিচার্ড লিংকলেটার বয়হুড (২০১৪)-এর জন্য পুরস্কৃত হন।
 
আলেহান্দ্রো জি. ইনারিতু দ্য রেভেন্যান্ট (২০১৫)-এর জন্য পুরস্কৃত হন।
 
ড্যামিয়েন শ্যাজেল লা লা ল্যান্ড (২০১৬)-এর জন্য পুরস্কৃত হন।
 
গিয়ের্মো দেল তোরো দ্য শেপ অব ওয়াটার (২০১৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
ক্লোই চাও নোম্যাডল্যান্ড (২০২০)-এর জন্য পুরস্কৃত হন।
 
জেন ক্যাম্পিয়ন দ্য পাওয়ার অব দ্য ডগ (২০২১)-এর জন্য পুরস্কৃত হন।

১৯৪০-এর দশক

সম্পাদনা
বছর পরিচালক চলচ্চিত্র সূত্র.
১৯৪৩ হেনরি কিং দ্য সং অব বের্নাদেতা
১৯৪৪ লিও ম্যাকেরি গোয়িং মাই ওয়ে
১৯৪৫ বিলি ওয়াইল্ডার দ্য লস্ট উইকেন্ড
১৯৪৬ ফ্রাঙ্ক ক্যাপ্রা ইট্‌স আ ওয়ান্ডারফুল লাইফ
১৯৪৭ এলিয়া কাজান জেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট
১৯৪৮ জন হিউস্টন দ্য ট্রেজার অব সিয়েরা মাদ্রি
১৯৪৯ রবার্ট রোজেন অল দ্য কিংস মেন

১৯৫০-এর দশক

সম্পাদনা
বছর পরিচালক চলচ্চিত্র সূত্র.
১৯৫০ বিলি ওয়াইল্ডার সানসেট বলেভার্ড
১৯৫১ লাজলো বেনেডেক ডেথ অব আ সেলস্‌ম্যান
১৯৫২ সেসিল বি. ডামিল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ
১৯৫৩ ফ্রেড জিনেমান ফ্রম হিয়ার টু ইটার্নিটি
১৯৫৪ এলিয়া কাজান অন দ্য ওয়াটারফ্রন্ট
১৯৫৫ জশুয়া লোগান পিকনিক
১৯৫৬ এলিয়া কাজান বেবি ডল
১৯৫৭ ডেভিড লিন দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই
১৯৫৮ ভিনসেন্ট মিনেলি জিজি
১৯৫৯ উইলিয়াম ওয়াইলার বেন-হার

১৯৬০-এর দশক

সম্পাদনা
বছর পরিচালক চলচ্চিত্র সূত্র.
১৯৬০ জ্যাক কার্ডিফ সন্স অ্যান্ড লাভার্‌স
১৯৬১ স্ট্যানলি ক্রেমার জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ
১৯৬২ ডেভিড লিন লরেন্স অব অ্যারাবিয়া
১৯৬৩ এলিয়া কাজান আমেরিকা আমেরিকা
১৯৬৪ জর্জ কিউকর মাই ফেয়ার লেডি
১৯৬৫ ডেভিড লিন ডক্টর ঝিভাগো
১৯৬৬ ফ্রেড জিনেমান আ ম্যান ফর অল সিজন্‌স
১৯৬৭ মাইক নিকোল্‌স দ্য গ্র্যাজুয়েট
১৯৬৮ পল নিউম্যান রেচেল, রেচেল
১৯৬৯ চার্লস জ্যারট অ্যানি অব দ্য থাউজেন্ট দেজ

১৯৭০-এর দশক

সম্পাদনা
বছর পরিচালক চলচ্চিত্র সূত্র.
১৯৭০ আর্থার হিলার লাভ স্টোরি
১৯৭১ উইলিয়াম ফ্রিডকিন দ্য ফ্রেঞ্চ কানেকশন
১৯৭২ ফ্রান্সিস ফোর্ড কপোলা দ্য গডফাদার
১৯৭৩ উইলিয়াম ফ্রিডকিন দ্য এক্‌সরসিস্ট
১৯৭৪ রোমান পোলান্‌স্কি চায়না টাউন
১৯৭৫ মিলশ ফরমান ওয়ান ফ্লু ওভার কুকু'স নেস্ট
১৯৭৬ সিডনি লুমেট নেটওয়ার্ক
১৯৭৭ হার্বার্ট রস দ্য টার্নিং পয়েন্ট
১৯৭৮ মাইকেল চিমিনো দ্য ডিয়ার হান্টার
১৯৭৯ ফ্রান্সিস ফোর্ড কোপলা অ্যাপোক্যালিপ্স নাউ

১৯৮০-এর দশক

সম্পাদনা
বছর পরিচালক চলচ্চিত্র সূত্র.
১৯৮০ রবার্ট রেডফোর্ড অর্ডিনারি পিপল
১৯৮১ ওয়ারেন বেটি রেড্‌স
১৯৮২ রিচার্ড অ্যাটনবারা গান্ধী
১৯৮৩ বারবারা স্ট্রাইস্যান্ড ইয়েন্টল
১৯৮৪ মিলশ ফরমান আমাডিউস
১৯৮৫ জন হিউস্টন পিৎসিস অনার
১৯৮৬ অলিভার স্টোন প্ল্যাটুন
১৯৮৭ বেরনার্দো বেরতোলুচ্চি দ্য লাস্ট এম্পেরর
১৯৮৮ ক্লিন্ট ইস্টউড বার্ড
১৯৮৯ অলিভার স্টোন বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই

১৯৯০-এর দশক

সম্পাদনা
বছর পরিচালক চলচ্চিত্র সূত্র.
১৯৯০ কেভিন কসনার ড্যান্সেস উইথ উল্‌ভস
১৯৯১ অলিভার স্টোন জেএফকে
১৯৯২ ক্লিন্ট ইস্টউড আনফরগিভেন
১৯৯৩ স্টিভেন স্পিলবার্গ শিন্ডলার্স লিস্ট
১৯৯৪ রবার্ট জেমেকিস ফরেস্ট গাম্প
১৯৯৫ মেল গিবসন ব্রেভহার্ট
১৯৯৬ মিলশ ফরমান দ্য পিপল ভার্সাস ল্যারি ফ্লিন্ট
১৯৯৭ জেমস ক্যামেরন টাইটানিক
১৯৯৮ স্টিভেন স্পিলবার্গ সেভিং প্রাইভেট রায়ান
১৯৯৯ স্যাম মেন্ডেজ অ্যামেরিকান বিউটি

২০০০-এর দশক

সম্পাদনা
বছর পরিচালক চলচ্চিত্র সূত্র.
২০০০ অ্যাং লি ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন []
২০০১ রবার্ট অল্টম্যান গসফোর্ড পার্ক []
২০০২ গ্যাংস অফ নিউ ইয়র্ক মার্টিন স্কোরসেজি []
২০০৩ পিটার জ্যাকসন দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং []
২০০৪ ক্লিন্ট ইস্টউড মিলিয়ন ডলার বেবি []
২০০৫ অ্যাং লি ব্রোকব্যাক মাউন্টেইন []
২০০৬ মার্টিন স্কোরসেজি দ্য ডিপার্টেড []
২০০৭ জুলিয়ান শ্নাবেল দ্য ডাইভিং বেল অ্যান্ড দ্য বাটারফ্লাই []
২০০৮ ড্যানি বয়েল স্লামডগ মিলিয়নিয়ার [১০]
২০০৯ জেমস ক্যামেরন অ্যাভাটার [১১]

২০১০-এর দশক

সম্পাদনা
বছর পরিচালক চলচ্চিত্র সূত্র.
২০১০ ডেভিড ফিঞ্চার দ্য সোশ্যাল নেটওয়ার্ক [১২]
ক্রিস্টোফার নোলান ইনসেপশন
টম হুপার দ্য কিংস স্পিচ
ডারেন আরোফোন্‌স্কি ব্ল্যাক সোয়ান
ডেভিড ও. রাসেল দ্য ফাইটার
২০১১ মার্টিন স্কোরসেজি হুগো [১৩]
আলেকজান্ডার পেইন দ্য ডিসেন্ডেন্ট্‌স
উডি অ্যালেন মিডনাইট ইন প্যারিস
জর্জ ক্লুনি দি আইডিজ অব মার্চ
মিশেল আজানাভিস্যুস দি আর্টিস্ট
২০১২ বেন অ্যাফ্লেক আর্গো [১৪]
অ্যাং লি লাইফ অব পাই
ক্যাথরিন বিগেলো জিরো ডার্ক থার্টি
কোয়েন্টিন টারান্টিনো জ্যাঙ্গো আনচেইন্ড
স্টিভেন স্পিলবার্গ লিংকন
২০১৩ আলফোনসো কুয়ারোন গ্র্যাভিটি [১৫]
আলেকজান্ডার পেইন নেব্রাস্কা
ডেভিড ও. রাসেল আমেরিকান হাসল
পল গ্রিনগ্রাস ক্যাপ্টেন ফিলিপস
স্টিভ ম্যাকুইন টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ
২০১৪ রিচার্ড লিংকলেটার বয়হুড [১৬]
আভা ডুভার্নি সেলমা
আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু বার্ডম্যান অর (দি আনেক্সপেক্টেড ভার্চু অব ইগনোরেন্স)
ওয়েস অ্যান্ডারসন দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
ডেভিড ফিঞ্চার গন গার্ল
২০১৫ আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু দ্য রেভেন্যান্ট [১৭]
জর্জ মিলার ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
টড হাইন্স ক্যারল
টম ম্যাকার্থি স্পটলাইট
রিডলি স্কট দ্য মার্শিয়ান
২০১৬ ড্যামিয়েন শ্যাজেল লা লা ল্যান্ড [১৮]
কেনেথ লোনারগ্যান ম্যানচেস্টার বাই দ্য সী
টম ফোর্ড নকচার্নাল অ্যানিমেলস
ব্যারি জেনকিন্স মুনলাইট
মেল গিবসন হ্যাকস রিজ
২০১৭ গিয়ের্মো দেল তোরো দ্য শেপ অব ওয়াটার [১৯]
ক্রিস্টোফার নোলান ডানকার্ক
মার্টিন মাকডনা থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি
রিডলি স্কট অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড
স্টিভেন স্পিলবার্গ দ্য পোস্ট
২০১৮ আলফোনসো কুয়ারোন রোমা [২০]
অ্যাডাম ম্যাকে ভাইস
ব্র্যাডলি কুপার আ স্টার ইজ বর্ন
পিটার ফ্যারেলি গ্রিন বুক
স্পাইক লি ব্ল্যাকক্লান্সম্যান
২০১৯ স্যাম মেন্ডেজ নাইনটিন সেভেনটিন [২১]
কোয়েন্টিন টারান্টিনো ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড
টড ফিলিপস জোকার
বং-জুন-হো প্যারাসাইট
মার্টিন স্কোরসেজি দি আইরিশম্যান

২০১০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র পরিচালক সূত্র.
২০২০ ক্লোই চাও নোম্যাডল্যান্ড [২২]
অ্যারন সর্কিন দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন
এমারেল্ড ফেনেল প্রমিসিং ইয়াং ওম্যান
ডেভিড ফিঞ্চার ম্যাংক
রেজিনা কিং ওয়ান নাইট ইন মায়ামি
২০২১ জেন ক্যাম্পিয়ন দ্য পাওয়ার অব দ্য ডগ [২৩]
কেনেথ ব্র্যানা বেলফাস্ট
দ্যনি ভিলনোভ ডিউন
ম্যাগি জিলেনহল দ্য লস্ট ডটার
স্টিভেন স্পিলবার্গ ওয়েস্ট সাইড স্টোরি
২০২২ স্টিভেন স্পিলবার্গ দ্য ফেবলম্যান্স [২৪]
জেমস ক্যামেরন অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
ব্যাজ লুরমান এলভিস
মার্টিন মাকডনা দ্য বানশিস অব ইনিশেরিন

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ 
  2. "Winners & Nominees 2001"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  3. "Winners & Nominees 2002"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  4. "Winners & Nominees 2003"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  5. "Winners & Nominees 2004"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  6. "Winners & Nominees 2005"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  7. "Winners & Nominees 2006"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  8. "Winners & Nominees 2007"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  9. "Winners & Nominees 2008"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  10. "Winners & Nominees 2009"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  11. "Winners & Nominees 2010"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  12. "Winners & Nominees 2011"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  13. "Winners & Nominees 20112"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  14. "Winners & Nominees 2013"গোল্ডেন গ্লোব। ১৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  15. "Winners & Nominees 2014"গোল্ডেন গ্লোব। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  16. "Winners & Nominees 201"গোল্ডেন গ্লোব। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  17. "Winners & Nominees 2016"গোল্ডেন গ্লোব। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  18. "Winners & Nominees 2017"গোল্ডেন গ্লোব। ৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  19. "Winners & Nominees 2018"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  20. "Winners & Nominees 2019"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯ 
  21. "Winners & Nominees 2020"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  22. "Winners & Nominees 2021"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১ 
  23. "Winners & Nominees 2022"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  24. "Winners & Nominees 2023"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা