মার্সেডিজ রুল

মার্কিন অভিনেত্রী

মার্সেডিজ জে. রুল (ইংরেজি: Mercedes Ruehl; /rl/;[১] জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৪৮) একজন মার্কিন অভিনেত্রী। তিনি একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি টনি পুরস্কার, একটি ড্রামা ডেস্ক পুরস্কার, দুটি ওবি পুরস্কার ও দুটি আউটার ক্রিটিকস সার্কেল পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

মার্সেডিজ রুল
ইংরেজি: Mercedes Ruehl
২০১৯ সালে রুল
জন্ম (1948-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৪৮ (বয়স ৭৬)
শিক্ষানিউ রোশেল কলেজ
প্যাসিফিক কনজারভেটরি অব দ্য পারফর্মিং আর্টস
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৬-বর্তমান
দাম্পত্য সঙ্গীডেভিড গাইজার (বি. ১৯৯৯; মৃ. ২০২০)
সন্তান
আত্মীয়পিটার রুল (ভাই)

রুল লস্ট ইন ইয়ঙ্কার্স (১৯৯০) মঞ্চনাটকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার ও ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন। তিনি দ্য ফিশার কিং (১৯৯১) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল বিগ (১৯৮৮), ম্যারিড টু দ্য মব (১৯৮৮), লাস্ট অ্যাকশন হিরো (১৯৯৩), রোজ্যানাস গ্রেভ (১৯৯৭) ও হাসলার্স (২০১৯)।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

রুল ১৯৪৮ সালের ২৮শে ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জন্মগ্রহণ করেন।[২] তার মাতা মার্সেডিজ জে. রুল একজন স্কুলশিক্ষিকা এবং পিতা ভিনসেন্ট রুল একজন এফবিআই প্রতিনিধি।[৩][৪] তার পিতা জার্মান ও আইরিশ বংশোদ্ভূত এবং মাতা কিউবান ও আইরিশ বংশোদ্ভূত।[৫][৬] তার পিতা ভিনসেন্টের এফবিআইয়ের কাজের সুবাদে শৈশবে তার পরিবারকে বিভিন্ন স্থানে বসবাস করতে হয়েছে এবং মেরিল্যান্ডসহ অন্যান্য অঙ্গরাজ্যেও থাকতে হয়েছে। তার ভাই পিটার রুল একজন কলাম লেখক। তিনি ও পিটার ক্যাথলিক ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেন।[৭]

রুল নিউ রোশেল কলেজে পড়াশোনা করেন[৮] এবং সেখান থেকে ১৯৬৯ সালে ইংরেজি সাহিত্য বিএ ডিগ্রি অর্জন করেন।[৪]

কর্মজীবন সম্পাদনা

তিনি ১৯৮৯ সালে জোনাথন ডেমির ম্যারিড টু দ্য মব চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট তাকে এই চলচ্চিত্রের "ওয়াইল্ড কার্ড" বলে উল্লেখ করেন।[৯] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার অর্জন করেন।[১০] তার সবচেয়ে সমাদৃত কাজ হল টেরি গিলিয়াম পরিচালিত দ্য ফিশার কিং (১৯৯১)। রোলিং স্টোন-এর পিটার ট্র্যাভার্স লিখেন, "রুল উজ্জ্বল পারদর্শিতা দেখিয়েছেন যা হৃদয়ে দাগ কাটে।"[১১] এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার[১২]গোল্ডেন গ্লোব পুরস্কার-সহ[১৩] একাধিক শীর্ষস্থানীয় সমালোচক সমিতির পুরস্কার অর্জন করেন।[১৪][১৫][১৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Say How: R"। ন্যাশনাল লাইব্রেরি সার্ভিস ফর দ্য ব্লাইন্ড অ্যান্ড প্রিন্ট ডিসেবলড। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  2. ট্রেসকট, জ্যাকলিন (২৬ মার্চ ১৯৯২)। "Mercedes Ruehl, Driven; The Manic Actress On the Road to Oscar"দ্য ওয়াশিংটন পোস্টহাইবিম রিসার্চ। অক্টোবর ২৫, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  3. "Mercedes Ruehl biography"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  4. স্টার্ক, জন; হাচিংস, ডেভিড (৫ সেপ্টেম্বর ১৯৮৮)। "Playing a Gangster's Spitfire Wife, Mercedes Ruehl Heists the Spotlight in Married to the Mob"পিপল। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  5. কর্লিস, রিচার্ড (৬ এপ্রিল ২০০২)। "That Old Feeling: The Oscar Race"টাইম। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  6. বাকলি, মাইকেল। "STAGE TO SCREENS: Mercedes Ruehl, the Macy-Mamet Connection and Remembering Brad Sullivan"প্লেবিল। ২০১৩-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  7. "Casting a new light on a dark subject - novelist Cynthia Ozick - Interview"ফাইন্ডআর্টিকেলস। আগস্ট ১৯৯৪। ১৪ ডিসেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  8. "About CNR"। নিউ রোশেল কলেজ। ২০১৩-০৫-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  9. ইবার্ট, রজার। "Married to the Mob movie review (1988) | Roger Ebert"রজারইবার্ট.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  10. "Past Awards"জাতীয় চলচ্চিত্র সমালোচক সমিতি পুরস্কার (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  11. ট্র্যাভার্স, পিটার (২০ সেপ্টেম্বর ১৯৯১)। "The Fisher King"রোলিং স্টোন। এপ্রিল ২০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  12. "The 64th Academy Awards (1992) Nominees and Winners"অস্কার্সএকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। জুলাই ৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  13. "The Fisher King – Golden Globes"গোল্ডেন গ্লোবসহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  14. "BSFC Winners: 1990s"বস্টন চলচ্চিত্র সমালোচক সমিতি। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  15. "1988-2013 Award Winner Archives"শিকাগো চলচ্চিত্র সমালোচক সমিতি। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  16. "The Annual 17th Los Angeles Film Critics Association Awards"লস অ্যাঞ্জেলেস চলচ্চিত্র সমালোচক সমিতি। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা