ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন

মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা
(এফবিআই থেকে পুনর্নির্দেশিত)

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এটি মার্কিন আইন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। বিশ্বস্থতা, সাহস, বিশুদ্ধতা এই তিনটি লক্ষ নিয়ে কাজ করে এফবিআই। ওয়াশিংটন ডিসির জে ইজার হভার ভবনে এফবিআইয়ের প্রধান কার্যালয় অবস্থিত।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন
এফবিআই এর সিল
এফবিআই এর সিল
এফবিআই এর বিশেষ এজেন্ট ব্যাজ
এফবিআই এর বিশেষ এজেন্ট ব্যাজ
এফবিআই এর পতাকা
এফবিআই এর পতাকা
প্রচলিত নামFederal Bureau of Investigation
সংক্ষেপএফবিআই
নীতিবাক্যFidelity, Bravery, Integrity
আনুগত্য, নির্ভিকতা, শুদ্ধতা
সংস্থা পরিদর্শন
প্রতিষ্ঠাকাল১৯০৮ (ব্যুরো অব ইনভেস্টিগেশন হিসেবে)
কর্মচারী≈৩৫,০০০[১]
বার্ষিক বাজেট$৯,৭৪৮,৮২৯,০০০ (২০২১)[২]
অঞ্চল কাঠামো
যুক্তরাষ্ট্রীয় সংস্থামার্কিন যুক্তরাষ্ট্র
পরিচালনার অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্র
সাধারণ প্রকৃতি
পরিচালনামূলক কাঠামো
প্রধান কার্যালয়জে. এডগার হুভার বিল্ডিং, ওয়াশিংটন ডি সি
৩৮°৫৩′৪৩″ উত্তর ৭৭°০১′৩০″ পশ্চিম / ৩৮.৮৯৫২° উত্তর ৭৭.০২৫১° পশ্চিম / 38.8952; -77.0251
সংস্থার কার্যনির্বাহকগণ
  • ক্রিস্টোফার রে, পরিচালক
  • পল অ্যাবাটে, উপ-পরিচালক
  • জেফ্রি সালেট, সহযোগী উপ-পরিচালক
  • কোরি এলিস, বাহিনী প্রধান
মাতৃ-সংস্থাবিচার বিভাগ
জাতীয় গোয়েন্দা বিভাগ পরিচালকের কার্যালয়
ওয়েবসাইট
fbi.gov

ইতিহাস সম্পাদনা

১৯০৮ সালে ব্যুরো অব ইনভেস্টিগেশন (বিওআই) নামে প্রতিষ্ঠিত হয় এফবিআই। ১৯৫৩ সালে এ নাম পরিবর্তন হয় এবং নাম হয় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। ২০১০ সালে এফবিআইয়ের বাজেট ছিলো ৭.৯ বিলিয়ন ডলার যার মধ্যে ৬১৮ মিলিয়ন ডলার খরচ করা হয় সন্ত্রাসবাদ দমন, সাইবার ক্রাইমের বিরুদ্ধে কার্যক্রম, প্রশিক্ষন কর্মসূচি ইত্যাদি।

লক্ষ এবং অগ্রাধিকার সম্পাদনা

 
এফবিআই ব্যাজ ও পিস্তল

মূলত এফবিআইয়ের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, ফেডারেল, স্টেট, মিউনিসিপাল এবং আন্তর্জাতিক সংস্থা এবং সহযোগিদের সাহায্য করা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "How many people work for the FBI?"Federal Bureau of Investigation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৮ 
  2. "FY 2021 Authorization And Budget Request to Congress"United States Justice Department। ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৯ জানু ২০২১ 

আরও পড়ুন সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা