ওবি পুরস্কার
ওবি পুরস্কার বা অফ-ব্রডওয়ে থিয়েটার পুরস্কার নিউ ইয়র্ক সিটির মঞ্চ অভিনয়শিল্পী ও মঞ্চদলের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে দ্য ভিলেজ ভয়েস সংবাদপত্র কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে আমেরিকান থিয়েটার উইং যৌথভাবে এই পুরস্কার প্রদান ও পরিচালনা করে আসছে। টনি পুরস্কার যেমন ব্রডওয়ে মঞ্চনাটকগুলোকে পুরস্কৃত করে, ওবি পুরস্কার অফ-ব্রডওয়ে এবং অফ-অফ-ব্রডওয়ে মঞ্চনাটকগুলোকে পুরস্কৃত করে। আজীবন সম্মাননা পুরস্কার এবং সেরা নতুন মার্কিন মঞ্চনাটক ছাড়া নির্দিষ্ট কোন বিভাগ নেই। অভিনেতা ও অভিনেত্রীদের জন্য আলাদা কোন বিভাগ নেই, দুই পুরস্কারই একত্রে অভিনয়ের পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এই পুরস্কারের ক্ষেত্রে কোন মনোনয়ন প্রদান করা হয় না।[১]
ওবি পুরস্কার | |
---|---|
বিবরণ | অফ-ব্রডওয়ে থিয়েটারে সেরা কাজের জন্য |
অবস্থান | নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
পুরস্কারদাতা | আমেরিকান থিয়েটার উইং ও দ্য ভিলেজ ভয়েস |
প্রথম পুরস্কৃত | ১৯৫৬ |
ওয়েবসাইট | obieawards |
ইতিহাস
সম্পাদনাওবি পুরস্কার প্রবর্তন করেন দ্য ভিলেজ ভয়েস-এর সম্পাদক এডউইন (এড) ফ্যাঞ্চার। মঞ্চ সমালোচক জেরি টলমারের নির্দেশনায় ১৯৫৬ সালে প্রথমবারের মত এই পুরস্কার প্রদান করা হয়। শুরুতে শুধু অফ-ব্রডওয়ে মঞ্চনাটকগুলো এই পুরস্কারের জন্য বিবেচিত হত। ১৯৬৪ সাল থেকে অফ-অফ-ব্রডওয়ে মঞ্চনাটকগুলোকেও এই পুরস্কারের জন্য বিবেচনায় আনা হয়। প্রথম ওবি পুরস্কারের আয়োজন অনুষ্ঠিত হয় হেলেন গিস ক্যাফেতে।[২]
আজীবন সম্মাননা ও সেরা নতুন মার্কিন মঞ্চনাটক পুরস্কার ব্যতীত ওবি পুরস্কারের নির্দিষ্ট কোন বিভাগ নেই। বিজয়ী অভিনেতা ও অভিনেত্রীদের একটি বিভাগের অধীনে পুরস্কৃত করা হয়। এই পুরস্কারের জন্য কোন মনোনয়ন প্রদান করা হয় না।[৩] এখন পর্যন্ত প্রদত্ত পুরস্কারের বিভাগসমূহ ছিল অভিনয়, পরিচালক, সেরা নির্মাণ, পরিকল্পনা, বিশেষ উল্লেখ ও আজীবন সম্মাননা। প্রতি বছর সবগুলো বিভাগের জন্য পুরস্কার প্রদান করা হয় না। দ্য ভিলেজ ভয়েস নির্বাচিত মঞ্চদলকে বার্ষিক ওবি অনুদান প্রদান করে থাকে। ২০১১ সালে মেট্রোপলিটান প্লেহাউজ ও ওয়াক্কা ওয়াক্কা প্রডাকশন্সকে $২,০০০ করে অনুদান প্রদান করা হয়।[৪] এছাড়া অভিনব ও নতুন মঞ্চনাটক নিয়ে কাজ করে এমন মঞ্চদলকে রস ভেৎজস্টেওন অনুদান নামে একটি পুরস্কার প্রদান করা হয়, যা সাবেক মঞ্চ সম্পাদকের নামানুসারে রাখা হয়। এই পুরস্কারের পরিমাণ ২০০৯ সাল পর্যন্ত ছিল $২,০০০; ২০১১ সালে $১,০০০ প্রদান করা হয়।[৫]
পুরস্কারের বিভাগ
সম্পাদনা- সেরা অভিনেত্রী
- সেরা অভিনেতা
- সেরা অভিনয়শিল্পীদল
- আজীবন সম্মাননা পুরস্কার
- সেরা নতুন মার্কিন মঞ্চনাটক
- নাট্যকারের পুরস্কার
- পরিকল্পনা পুরস্কার
- বিশেষ উল্লেখ
- ওবি অনুদান
- রস ভেৎজস্টেওন পুরস্কার
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ হিলি, প্যাট্রিক (১৮ মে ২০০৯)। "'Ruined' Wins Obie Awards"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ ভিন্স, আলেট্টি (১২ অক্টোবর ২০১৪)। "Helen Gee 1919–2004"। ভিলেজ ভয়েস। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ গান্স, অ্যান্ড্রু (১৭ এপ্রিল ২০০৮)। "Camp, Harris, Merkerson, Marvel and White to Present at Obies; Passing Strange to Perform"। প্লেবিল। ২০০৮-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ গান্স, অ্যান্ড্রু (১৬ মে ২০১১)। "'Chad Deity', Ethan Hawke, Laurie Metcalf, Thomas Sadoski, Charlayne Woodard Win Obie Awards"। প্লেবিল। ২০১১-০৫-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ কক্স, গর্ডন (১৮ মে ২০০৯)। "Off Broadway event"। ভ্যারাইটি। ২০০৯-০৫-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।