থেলমা রিটার

আমেরিকান অভিনেত্রী

থেলমা রিটার (ইংরেজি: Thelma Ritter; জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯০২ - ৫ ফেব্রুয়ারি ১৯৬৯) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি শ্রমিক-শ্রেণির চরিত্রে তার হাস্যরসাত্মক চরিত্র এবং তার বলিষ্ঠ নিউ ইয়র্কের উচ্চারণের জন্য সর্বাধিক পরিচিত। তিনি ছয়বার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন, যা এই বিভাগে সর্বাধিক মনোনয়নের রেকর্ড। গ্লেন ক্লোজ শ্রেষ্ঠ অভিনেত্রী ও পার্শ্ব অভিনেত্রী বিভাগে ৭টি মনোনয়ন নিয়ে তার থেকে এগিয়ে যাওয়া একমাত্র অভিনেত্রী।[] তার অস্কার মনোনীত চলচ্চিত্রসমূহ হল অল অ্যাবাউট ইভ (১৯৫০), দ্য মেটিং সিজন (১৯৫১), উইথ আ সং ইন মাই হার্ট (১৯৫২), পিকআপ অন সাউথ স্ট্রিট (১৯৫৩), পিলো টক (১৯৫৯), বার্ডম্যান অব আলকাট্রেজ (১৯৬২)। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হল হোয়াট্‌স সো ব্যাড অ্যাবাউট ফিলিং গুড? (১৯৬৮)।

থেলমা রিটার
Thelma Ritter
১৯৫০ সালে অল অ্যাবাউট ইভ ছবিতে রিটার
জন্ম(১৯০২-০২-১৪)১৪ ফেব্রুয়ারি ১৯০২
মৃত্যু৫ ফেব্রুয়ারি ১৯৬৯(1969-02-05) (বয়স ৬৬)
নিউ ইয়র্ক সিটি
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯২৬-১৯৬৮
দাম্পত্য সঙ্গীজোসেফ মোরান
(বি. ১৯২৭; মৃ. ১৯৬৯)
সন্তান

মঞ্চে তিনি নিউ গার্ল ইন টাউন নাটকে অভিনয়ের জন্য ১৯৫৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন[] এবং টেলিভিশনে গুডইয়ার টেলিভিশন প্লেহাউজ-এ অভিনয় করে ১৯৫৫ সালে একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন ও বিবাহ

সম্পাদনা

রিটার ১৯০২ সালের ১৪ই ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে জন্মগ্রহণ করেন।[][] তার পিতা চার্লস রিটার ও মাতা লুসি রিটার। তিনি তার পিতামাতার প্রথম সন্তান। ১৯০৫ সালের নিউ ইয়র্ক রাজ্যের জনশুমারি অনুযায়ী রিটারের জন্মের সময় তার পিতা একজন বইয়ের দোকানদার ছিলেন।[] রিটার কিশোর বয়সে তার অভিনয় জীবন শুরু করেন, তিনি হাই স্কুলের নাটকে ও স্টক কোম্পানিতে অভিনয় করতেন। পরবর্তী কালে তিনি আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেন।[]

রিটার ১৯২৭ সালে অভিনেতা জোসেফ মোরানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মোরান ১৯৩০-এর দশকের মাঝামাঝি সময়ে তার পেশা পরিবর্তন করেন এবং প্রথমে প্রতিনিধি ও পরে বিজ্ঞাপন নির্বাহী হিসেবে কর্মজীবন শুরু করেন।[] বিবাহ পরবর্তী সময়ে রিটার মঞ্চে সফল হতে না পেরে অভিনয় থেকে সরে গিয়ে তার দুই সন্তান মনিকা ও জো'কে লালন পালনের দিকে মনযোগী হওয়ার সিদ্ধান্ত নেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. নিসেন, এক্সেল (২০০৭)। Actresses of a Certain Character: Forty Familiar Hollywood Faces from the Thirties to the Fifties (ইংরেজি ভাষায়)। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন 9780786427468। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Tony Awards Winners and Nominees"টনি পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. The New York State Census of 1905", 16th Assembly District, Borough of Brooklyn, Kings County, State of New York, June 1, 1905.
  4. Born in 1902 as per Social Security Death Index under the name "Thelma Ritter" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুন ২০১৩ তারিখে
  5. লোবিয়াঙ্কো, লরেইন। "Thelma Ritter Profile"টার্নার ক্লাসিক মুভিজ। টাইম ওয়ার্নার কোম্পানি। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা