মিয়োশি উমেকি

জাপানি-মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী

মিয়োশি উমেকি (৮ মে ১৯২৯ - ২৮ আগস্ট ২০০৭) একজন জাপানি-মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী।[১] তিনি একটি টনি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার মনোনীত অভিনেত্রী এবং অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার বিজয়ী প্রথম পূর্ব এশীয়-মার্কিন নারী।[২]

মিয়োশি উমেকি
আনুমানিক ১৯৫৯ সালে উমেকি
জন্ম
উমেকি মিয়োশি (梅木 美代志)

(১৯২৯-০৫-০৮)৮ মে ১৯২৯
মৃত্যুআগস্ট ২৮, ২০০৭(2007-08-28) (বয়স ৭৮)
নাগরিকত্বমার্কিন
পেশাসঙ্গীতশিল্পী, অভিনেত্রী
কর্মজীবন১৯৫৩-১৯৭২
দাম্পত্য সঙ্গীওয়াইন ওপি
(বি. ১৯৫৮; বিচ্ছেদ. ১৯৬৭)

র‍্যান্ডল হুড
(বি. ১৯৬৮; মৃ. ১৯৭৬)
সন্তান
পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মিয়োশি ১৯২৯ সালের ৮ই মে হোক্কাইদোর ওতারুতে জন্মগ্রহণ। তিনি তার পিতামাতার নয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তার পিতা একটি লোহার ফ্যাক্টরির মালিক ছিলেন।[১] দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উমেকি জাপানে ন্যান্সি উমেকি নাম ধারণ করে একটি নাইটক্লাবে গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন।[৩] তিনি ঐতিহ্যবাহী কাবুকি মঞ্চ ও মার্কিন পপ সঙ্গীত থেকে অনুপ্রাণিত হয়েছিলেন।[১] পরবর্তীকালে তিনি দ্য মার্ভ গ্রিফিন শো-তে তিনি দর্শকদের তার শৈশবের প্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী বিলি একস্টিনের অভিনয় করে দেখান।

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
১৯৫৮ একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী সায়োনারা বিজয়ী
১৯৫৮ গোল্ডেন গ্লোব পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র মনোনীত
১৯৬২ শ্রেষ্ঠ অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক ফ্লাওয়ার ড্রাম সং মনোনীত
১৯৭০ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন দ্য কোর্টশিপ অব এডিস ফাদার মনোনীত
১৯৫৯ টনি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী - সঙ্গীতনাট্য ফ্লাওয়ার ড্রাম সং মনোনীত

তথ্যসূত্র সম্পাদনা

  1. বার্নস্টেইন, অ্যাডাম (৬ সেপ্টেম্বর ২০০৭)। "Miyoshi Umeki; Recorded American Pop Standards, Won Oscar for 'Sayonara'"দ্য ওয়াশিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২২ 
  2. "Oscar winner Miyoshi Umeki dies at 78"ইউএসএ টুডেঅ্যাসোসিয়েটেড প্রেস। ৫ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ৮ মে ২০২২ 
  3. লাভিয়েতেস, স্টুয়ার্ট (৬ সেপ্টেম্বর ২০০৭)। "Miyoshi Umeki, 78, Actress Who Won an Oscar in '57, Dies"দ্য নিউ ইয়র্ক টাইমস। পৃষ্ঠা B7। সংগ্রহের তারিখ ৮ মে ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা