ওয়েস্ট সাইড স্টোরি (চলচ্চিত্র)
ওয়েস্ট সাইড স্টোরি (ইংরেজি: West Side Story) ১৯৬১ সালের আমেরিকান প্রণয়মূলক সঙ্গীতধর্মী নাট্য চলচ্চিত্র।[৩] উইলিয়াম শেকসপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের অনুপ্রেরণায় জেরোম রবিন্স এবং আর্থার লরেন্টস্ রচিত ব্রডওয়ে মিউজিক্যাল ১৯৫৭ সালের একই নামের অভিযোজিত চিত্রনাট্য অনুসরণে চলচ্চিত্রটি পরিচালনা করেন রবার্ট ওয়াইজ এবং জেরোম রবিন্স। অভিনয়ে ছিলনে ন্যাটালি উড, রিচার্ড বেইমার, রিতা মোরেনো, জর্জ চাকিরিস এবং রুস ট্যাম্বলিন।[৪] চিত্রগ্রহণ করেছেন ড্যানিয়েল এল. ফ্যাপ।
ওয়েস্ট সাইড স্টোরি | |
---|---|
![]() | |
পরিচালক | রবার্ট ওয়াইজ জেরোম রবিন্স |
প্রযোজক | রবার্ট ওয়াইজ |
চিত্রনাট্যকার | আর্নেস্ট লেহম্যান |
উৎস | জেরোম রবিন্স এবং আর্থার লরেন্টস্ কর্তৃক ওয়েস্ট সাইড স্টোরি উইলিয়াম শেকসপিয়র কর্তৃক রোমিও অ্যান্ড জুলিয়েট (অনুল্লেখিত) |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | লিওনার্ড বার্নস্টেন |
চিত্রগ্রাহক | ড্যানিয়েল এল. ফ্যাপ, এ.এস.সি. |
সম্পাদক | টমাস স্ট্যানফোর্ড |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইউনাইটেড আর্টিস্ট্স |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৫২ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | |
নির্মাণব্যয় | $৬ মিলিয়ন[২] |
আয় | $৪৪.১ মিলিয়ন[২] |
পরিচ্ছেদসমূহ
কাহিনীসংক্ষেপসম্পাদনা
অভিনয়েসম্পাদনা
- ন্যাটালি উড - মারিয়া
- রিচার্ড বেইমার - টনি
- রিতা মোরেনো - আনিতা
- জর্জ চাকিরিস - বার্নার্দো
- রুস ট্যাম্বলিন - রিফ
- সিমন ওকল্যাণ্ড - পুলিশ লেফটেন্যান্ট শ্রাঙ্ক
- উইলিয়াম ব্র্যামলি - পুলিশ সার্জেন্ট ক্রুপকি
- নেড গ্লাস - ডাক্তার, টনির বস
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "West Side Story (AA)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। জানুয়ারি ১২, ১৯৬২। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১৩।
- ↑ ক খ "West Side Story (1961) - Box Office Mojo"। বক্স অফিস মোজো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ ফ্যালকাও, অ্যান্ড্রু এম. (জুন ২০১৪)। "Tragedy, Ecstasy, Doom: Modernist Moods of "West Side Story"। ইলেকট্রনিক থিসিস অ্যান্ড ডিজার্টেশন রিপোজিটরি, ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়: ৯৫। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ থম্পসন, টমাস (১৪ ডিসেম্বর ১৯৮১)। "Natalie's Tragic West Side Story"। পিপল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: ওয়েস্ট সাইড স্টোরি |