ফেরদৌস আহমেদ অভিনীত চলচ্চিত্র
ফেরদৌস আহমেদ (জুন ৭, ১৯৭৪) বিংশ শতাব্দীর শেষ দশকে আবির্ভূত একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুকের ভিতর আগুন, এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ।[২] পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন নিয়মিত। মিট্টি নামে একটি বলিউড এর চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।[২] ১৯৯৮ সালে তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।[৩]
ফেরদৌস | |
---|---|
![]() | |
জন্ম | ফেরদৌস আহমেদ ৭ জুন ১৯৭৪ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
শিক্ষা | গণযোগাযোগ ও সাংবাদিকতা |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা মডেল চলচ্চিত্র প্রযোজক টিভি উপস্থাপক |
কর্মজীবন | ১৯৯৭ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | তানিয়া ফেরদৌস (২০০৩ - বর্তমান) |
সন্তান | নুজহাত ফেরদৌস (ছেলে) নুজরান ফেরদৌস (মেয়ে) |
আত্মীয় | তৌফিক (ভাই) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৪ বার) |
ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। তিনি ২০০৩ সালে ৯ ডিসেম্বর তানিয়া ফেরদৌসকে বিয়ে করেন। তাদের দুই সন্তান। ছেলে নুজহাত ফেরদৌস ও মেয়ে নুজরান ফেরদৌস।[৪] চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতেখড়ি। নব্বইয়ের দশকের শুরুতে বড় বড় বেশ কিছু ফ্যাশন শোর র্যা ম্পিংয়ে তিনি অংশ নেন। সুন্দর মুখাবয়বের সংঙ্গে পুরুষালী দৈহিক কাঠামো তাকে দর্শপ্রিয় করে তুলেছে। ২০১৫ সালে আরএফএল-এর ব্র্যান্ড এম্বাসেডর হন এবং তিনটি বিজ্ঞাপনে কাজ করেন।[৫]
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করেছে। এগুলো হচ্ছে হঠাৎ বৃষ্টি (১৯৯৮), গঙ্গাযাত্রা (২০০৯), কুসুম কুসুম প্রেম (২০১১), ও এক কাপ চা (২০১৪)।[২] ফেরদৌস অভিনীত সফল চলচ্চিত্রের মধ্যে হঠাৎ বৃষ্টি (১৯৯৮), চুপি চুপি (২০০১), প্রেমের জ্বালা (২০০২), বউ-শাশুড়ির যুদ্ধ (২০০৩), চন্দ্রকথা (২০০৩), ফুলের মত বউ (২০০৪), দুই নয়নের আলো (২০০৫), খায়রুন সুন্দরী (২০০৭), গোলাপী এখন বিলাতে (২০১০), গেরিলা (২০১১) অন্যতম।[৬]
চলচ্চিত্রের তালিকা সম্পাদনা
আরো দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ মনজুর কাদের (মে ২৪, ২০১৫)। "ঢাকাই নায়কদের কার কত আয়"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ ক খ গ তারকার ডায়েরি
- ↑ "নটআউট ফেরদৌস"। দৈনিক যায় যায় দিন। জুন ১৮, ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "অ্যাডিলেডে সপরিবারে ফেরদৌস"। দৈনিক প্রথম আলো। ডিসেম্বর ৮, ২০১৩। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "নায়ক ফেরদৌস নতুন তিন বিজ্ঞাপনে"। মিডিয়া খবর। ৯ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ""I had no intention of being an actor" -- Ferdous ["আমার অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না" -- ফেরদৌস]"। দ্য ডেইলি স্টার। ৩০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
- ↑ জয়ন্ত সাহা (২১ সেপ্টেম্বর ২০১৪)। "ভারতীয় চলচ্চিত্র আমদানীর পক্ষে ফেরদৌস"। বিডিনিউজ। ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "শ্রেষ্ঠ অভিনেতা ফেরদৌস ও চঞ্চল শ্রেষ্ঠ অভিনেত্রী পপি"। সকালের খবর। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ আমিনুল ই শান্ত (২৬ ডিসেম্বর ২০১৫)। "ফের একসঙ্গে ফেরদৌস-জিদ"। রাইজিং বিডি। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "নায়ক পেলেন শাবনূর!"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "'যুগে যুগে তুমি আমারই' ছবিতে শাকিব অপু ও ফেরদৌস"। বিনোদন বাংলা। ২০১২-০৩-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "সেরা সম্মাননা ফেরদৌস মৌসুমী মিমের"। বাংলাদেশ প্রতিদিন। ১২ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "নজরুলের গল্প নিয়ে 'প্রিয়া তুমি সুখী হও'"। দৈনিক প্রথম আলো। আগস্ট ৩০, ২০১৩। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "চার অক্ষরের ভালোবাসায় দেখা মিলবে পপির"। দৈনিক প্রথম আলো। নভেম্বর ১৮, ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "ছাড়পত্র পেল 'শোভনের স্বাধীনতা'"। দৈনিক প্রথম আলো। ফেব্রুয়ারি ১৫, ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "দুই বেয়াইয়ের কীর্তি"। দৈনিক প্রথম আলো। মে ২৮, ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "আজ 'অনিল বাগচীর একদিন'"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এক মাসে ফেরদৌস এর তিন ছবি!"। মিডিয়া কথা। ১৩ ডিসেম্বর ২০১৫। ২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ নাইস নূর (৩০ জানুয়ারি ২০১৬)। "মুক্তি পাচ্ছে শাওনের প্রথম চলচ্চিত্র 'কৃষ্ণপক্ষ'"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "আবারো রুপালি পর্দায় ফিরছেন শাবনূর ও ফেরদৌস জুটি"। মিডিয়া কথা। ২৩ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মাজহার বাবু (২৭ এপ্রিল ২০১৬)। "কতদিন দেখি না তোমায় ফিরছে ফেরদৌস-শাবনূর জুটি"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ মাজহার বাবু (৫ মার্চ ২০১৬)। "জিৎ-এর সঙ্গে কতটুকু মূল্যায়ন পাবেন ফেরদৌস?"। এনটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "ফেরদৌস-হিমির প্রথম চলচ্চিত্র!"। বাংলা ট্রিবিউন। ২ জুন ২০১৬। ৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৬।
- ↑ "ফেরদৌসের বিপরীতে হলিউডি অভিনেত্রী সেলিন বেরান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৮-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০২।
- ↑ সাজু, শাহ আলম (২০২৩-০৫-২৫)। "মুক্তির অপেক্ষায় যেসব সিনেমা"। The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৮।