আলিশা প্রধান

বাংলাদেশী অভিনেত্রী

আলিশা প্রধান (জন্ম ফেব্রুয়ারি ২২, ১৯৯২) একজন বাংলাদেশী মডেল, অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপক। তাকে প্রধানত টেলিভিশন বিজ্ঞাপন ও সিরিয়ালে দেখা যায়। অতিথি শিল্পী হিসেবে তার প্রথম অভিনীত সিনেমার হল এইতো ভালবাসা, যা মুক্তি পায় ২০১৩ সালে। প্রধান নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা হল চাষী নজরুল ইসলাম পরিচালিত "ভুল যদি হয়", যা অতি শীঘ্রই মুক্তি পাবে।

আলিশা প্রধান
আলিশা প্রধান এফডিসির স্টুডিওতে নৃত্যরত
জন্ম
আলিশা প্রধান

(1992-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৯২ (বয়স ৩২)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশা
  • মডেল
  • টেলিভিশন উপস্থাপক
  • অভিনেত্রী
কর্মজীবন২০০৯–বর্তমান
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)

কর্মজীবন সম্পাদনা

 
২০১৩ সালে আলিশা প্রধান

আলিশা প্রধান একজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাসিকাল ও সালসা নৃত্যশিল্পী। তিনি আবার হিপ-হপ এবং ফ্রি স্টাইল নাচও করেন।[১] তার প্রথম অভিনীত সিনেমা চাষী নজরুল ইসলাম পরিচালিত "ভুল যদি হয়"। ২০১৩ সালের ডিসেম্বরে, একটি সিনেমা প্রযোজনা সংস্থা “কার্নিভাল মোশন পিকচার্স” বাংলাদেশে তাদের চারটি সিনেমার কাজ একসাথে শুরু করেছে, যার প্রত্যেকটিরই প্রধান নায়িকা আলিশা প্রধান। এরমধ্যে দুইটি সিনেমার নাম হল "অন্তরঙ্গ" এবং "মিয়া বিবি রাজী",[২][৩] যার প্রধান নায়ক ইমন[৪] "'অন্তরঙ্গ"' সিনেমার কাজ ২০১৩ সালের ডিসেম্বরে শুরু হবে, যার পরিচালক চাষী নজরুল ইসলাম[৫]

চলচ্চিত্র তালিকা সম্পাদনা

বছর সিনেমা চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
২০১১ ৬৯ পাতলা খান লেন -- ফেরদৌস আহমেদ প্রাণ, মৌসুমী পূর্ব-প্রযোজনা
২০১৩ এইতো ভালোবাসা -- ইমন, নিরব, সিদ্দিকুর রহমান, নিপুণ -- বিশেষ উপস্থিতি
২০১৪ মনপুরা প্রেম -- সায়মন কমল সরকার পূর্ব-প্রযোজনা
তুমি নেই কিছু নেই -- সায়মন, মিলন, তানভীর শোহানুর রহমান শোহান পূর্ব-প্রযোজনা
২০১৫ ভুল যদি হয় -- ইমন, সম্রাট চাষী নজরুল ইসলাম প্রধান অভিনেত্রী হিসেবে প্রথম সিনেমা
২০১৬ মিয়া বিবি রাজি -- চাষী নজরুল ইসলাম পূর্ব-প্রযোজনা
অন্তরঙ্গ -- ইমন চাষী নজরুল ইসলাম
অজান্তে ভালোবাসা -- সাইমন এ জে রানা

টেলিভিশন বিজ্ঞাপন সম্পাদনা

  • ইউরো কোলা
  • কোভা চকোলেট
  • বনফুল মিষ্টি
  • কিউট সাবান

পুরস্কার সম্পাদনা

  • (দেবু অ্যাওয়ার্ড)-২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • বাচসাস- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • CJFB পুরস্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • বাবিসাস পুরস্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • মেজাব পুরস্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • এটিএন বিনোদন পুরস্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • স্টারডম পুরস্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী
  • ট্রাব পুরস্কার- ২০০৯ সালে মডেল এবং ২০১০ সালে অভিনেত্রী[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Wednesday, 07 August 2013"। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৩ 
  2. "আলিশার চার ছবি" 
  3. "নতুন চার চলচ্চিত্রে আলিশা প্রধান"। ১৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮ 
  4. "জুটিবদ্ধ হচ্ছেন ইমন-আলিশা" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Alisha ready to set silver screen on fire"। ১০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৪ 
  6. "অন্তরঙ্গ:আলিশা প্রধান অভিনীত প্রথম ছবি সেন্সরে যাচ্ছে"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা