সোনার ময়না পাখি (চলচ্চিত্র)

(সোনার ময়না পাখি থেকে পুনর্নির্দেশিত)

সোনার ময়না পাখি আনোয়ার সিরাজী পরিচালিত এবং ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। গ্রামবাংলার জনপ্রিয় একটি লোকগান "আমার সোনার ময়না পাখি"-এর মূখরাকে শিরোনাম হিসেবে নির্বাচিত করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে এবং চলচ্চিত্রটিতে বহুবার উক্ত সংগীতটি পরিবেশনা করা হয়েছে। সোনা, ময়না এবং পাখি নামক তিনটি প্রধান চরিত্রকে কেন্দ্র করেই চলচ্চিত্রটি বিকশিত হয়েছে এবং এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন ফেরদৌস (সোনা), মৌসুমী (ময়না), ইরিন (পাখি)! এছাড়াও বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী গণ এতে অভিনয় করেছেন। যথা: ওয়াসিম, সুচরিতা, প্রবীর মিত্র, অমল বোস (ওরফে ইজ্জত আলী) সহ আরো অনেকেই।[]

সোনার ময়না পাখি
পরিচালকআনোয়ার সিরাজী
প্রযোজকমনির চলচ্চিত্র
চিত্রনাট্যকারআনোয়ার সিরাজী
কাহিনিকারআনোয়ার সিরাজী
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকআজগর আলী
সম্পাদকইকরামুল হক
প্রযোজনা
কোম্পানি
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা
পরিবেশকমনির চলচ্চিত্র
মুক্তি৫ই মে ২০০৬ ইং
স্থিতিকাল১৩২ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনীসংক্ষেপ

সম্পাদনা

ছোট হতেই গানপাগলা সোনা মিয়া। সর্বদাই দেওয়ানজীর গানগুলো তার ঠোঁটের আগায় উচ্চারিত হতে থাকে। ভাইয়ের এমন নেশা দেখে বড় বোন আমেনা তাকে ভর্তি করিয়ে দেয় দেওয়ানজীর কাছে। দেওয়ানজীর একমাত্র মেয়ে ময়না। সোনা আর ময়না ছোট হতেই একসাথে দেওয়ানজীর কাছে গান শিখতে শিখতে কখন যেন নিজেদের মধ্যেই অন্তরঙ্গ হয়ে উঠে সেটা তারা নিজেরাই জানে না। অন্যদিকে চেয়ারম্যানের ছোট বোন পাখি সোনার গান শুনে তার প্রেমে পাগল হয়ে যায় আর তার মেজু ভাই হিরা প্রেমে পড়ে ময়নার। এভাবেই এক জটিল সম্পর্কের কাহিনী নিয়ে চিত্রায়িত হয়েছে উক্ত চলচ্চিত্র।[]

চরিত্র এবং কুশলীবগণ

সম্পাদনা

নিচে কলাকুশলীদের তালিকা উল্লেখ করা হলো।[]

মূল চরিত্র

সম্পাদনা

প্বার্শচরিত্র

সম্পাদনা
  • প্রবীর মিত্র - ময়নার পিতা দেওয়ানজীর ভূমিকায়
  • ওয়াসিম -পাখির বড় ভাই এবং চেয়ারম্যানের ভূমিকায়
  • সুচরিতা -সোনা মিয়ার বড় বোন এবং চেয়ারম্যানের প্রাক্তন প্রেমিকা আমেনার ভূমিকায়
  • অমল বোস -হরি ময়রার ভূমিকায়
  • বেগম মন্টু
  • উষা
  • রাত্রি
  • লিপি
  • ওয়াদুদ রঙিলা
  • তাপসী
  • সাইফুল
  • কাবুল
  • রুহুল
  • দুলাল
  • এমডি ভুইয়া
  • সৈয়দ আক্তার আলী
  • হরিঘোষ
  • মাসুম
  • আজিজ
  • পাতলা খান
  • সেলিম রানা
  • মমতাজ আক্তার

শিশু শিল্পী

সম্পাদনা
  • কাকন
  • হ্যাপি
  • আসিফ
  • ইমন
  • শিলা
  • শাকিল
  • স্বপ্না
  • মুকুল তালুকদার

সংগীত পরিচালনায়

সম্পাদনা

গীত রচনা

সম্পাদনা
  • আনোয়ার সিরাজী
  • ওয়াদুদ রঙিলা
  • সাইফুল ইসলাম
  • ওসমান খান
  • কানাই লাল শীল

আবহ সংগীত

সম্পাদনা
  • আলমগীর

সংগীত পরিচালনায়

সম্পাদনা

কন্ঠ শিল্পী

সম্পাদনা

শব্দগ্রহণ

সম্পাদনা
  • আব্দুর রহমান খোকা

সংগীত সমূহ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সোনার ময়না পাখি (Sonar Moyna Pakhi) - বাংলা মুভি ডেটাবেজ | BMDb"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০২ 
  2. "চলচ্চিত্র | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৩ 
  3. "Sonar Moyna Pakhi | Bangla Movie 2018 | Ferdous, Moushumi, Irin, Prabir Mitra | Full Movie"