চুড়িওয়ালা
চুড়িওয়ালা শাহ আলম কিরণ রচিত ও পরিচালিত ২০০১ সালের বাংলাদেশী-ভারতীয় প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। যৌথ প্রযোজনার চলচ্চিত্রটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম ও গুরুদেব ফিল্মস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, মধুমিতা, সৌমিত্র চট্টোপাধ্যায়, শম্ভু চট্টোপাধ্যায় ও এটিএম শামসুজ্জামান।
চুড়িওয়ালা | |
---|---|
পরিচালক | শাহ আলম কিরণ |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | শাহ আলম কিরণ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সত্য সাহা |
প্রযোজনা কোম্পানি | ইমপ্রেস টেলিফিল্ম গুরুদেব ফিল্মস |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০০১ সালের ২৫শে মে বাংলাদেশে মুক্তি পায়। এটি ২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৩টি বিভাগে,[২] এবং ২৩তম বাচসাস পুরস্কারের দুটি বিভাগে পুরস্কার অর্জন করেন।[৩]
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- ফেরদৌস আহমেদ - সুরুজ, একজন যাত্রাভিনেতা
- মধুমিতা - রূপা
- আবুল হায়াত - রূপার বাবা
- মাহিমা - রূপার ভাবী
- সৌমিত্র চট্টোপাধ্যায় - ব্যারিস্টার
- শম্ভু চট্টোপাধ্যায় - উকিল
- প্রবীর মিত্র
- এটিএম শামসুজ্জামান
- খরাজ মুখার্জী
- শুভাশিষ মুখার্জী
- রমেন রায় চৌধুরী
- রাহুল চক্রবর্তী
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা এবং সহযোগী ছিলেন তার পুত্র ইমন সাহা। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, মিতালী মুখার্জী, অনুরাধা পৌডওয়াল, বাবুল সুপ্রিয়, অলকা ইয়াগনিক, অভিজিৎ ও অনুপমা।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "ও চুড়ি রিনিঝিনি বাজেরে" | অলকা ইয়াগনিক | ৫:১৬ |
২. | "কার কাছেতে মন বিকাও" | অলকা ইয়াগনিক ও বাবুল সুপ্রিয় | ৫:০৬ |
৩. | "তুমি বাজালে ও বাঁশিগো" | অনুরাধা পৌডওয়াল | ৫:৩৬ |
৪. | "নিঠুর বন্দিদশা" | অভিজিৎ ও অনুপমা | ৫:০৩ |
৫. | "রাত অনেক হলো" | কুমার শানু ও মিতালী মুখার্জী | ৩:৩৯ |
৬. | "পিঞ্জিরার পাখি আমার দিয়েছে উড়াল" | কুমার শানু | ৪:৪০ |
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি প্রথম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুক্তি পায়। সেখানে এটি পূর্ববর্তী পাঁচ বছরের রেকর্ড ভেঙ্গে দেয়। ২০০১ সালের ২৫শে মে এটি বাংলাদেশে মুক্তি পায়।[৪]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ সুরকার | সত্য সাহা | বিজয়ী | [৫] |
শ্রেষ্ঠ গীতিকার | গাজী মাজহারুল আনোয়ার | |||
শ্রেষ্ঠ কৌতুকাভিনেতা | এটিএম শামসুজ্জামান | |||
২৩তম বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | সত্য সাহা ও ইমন সাহা | বিজয়ী | [৩] |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | শাহ আলম কিরণ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ জোয়াদ ২০১০, পৃ. ৬৩১।
- ↑ শাওন, রাশেদ। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২।
- ↑ ক খ জোয়াদ ২০১০, পৃ. ৪৮১।
- ↑ "কলকাতার পর আগামীকাল ঢাকায় চুড়িওয়ালা"। দৈনিক প্রথম আলো। ২৪ মে ২০০১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। এফডিসি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। আইএসবিএন 984-70194-0045-9।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে চুড়িওয়ালা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে চুড়িওয়ালা