এশিয়ান ফুটবল কনফেডারেশন

(Asian Football Confederation থেকে পুনর্নির্দেশিত)

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) হল এশিয়াঅস্ট্রেলিয়ায় অ্যাসোসিয়েশন ফুটবলের সর্বোচ্চ পরিচালনা পরিষদ। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪৭। অধিকাংশ সদস্যই এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের। কিন্তু এশিয়া ও ইউরোপ উভয় অঞ্চলে অবস্থিত আন্তমহাদেশীয় রাষ্ট্র যেমন- আজারবাইজান, জর্জিয়া, কাজাখস্তান, রাশিয়া ও তুরস্ক এএফসির সদস্য না হয়ে তারা উয়েফার সদস্য হয়েছে। অন্য তিনটি রাষ্ট্র (আর্মেনিয়া, সাইপ্রাস ও ইসরায়েল) যেগুলো ভৌগোলিকভাবে এশিয়ার পশ্চিম সীমান্ত বরাবর অবস্থিত তারাও উয়েফার সদস্য। আবার অন্যদিকে ওশেনিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া এএফসির সদস্য হয়েছে ২০০৬ সালে, পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল গুয়ামও এর সদস্য হয়েছে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন
এএফসি লোগো
এএফসি সদস্য
নীতিবাক্য"ভবিষ্যত হচ্ছে এশিয়া"
"The Future is Asia"
গঠিত১৯৫৪
ধরনক্রীড়া সংস্থা
সদরদপ্তরকুয়ালালামপুর, মালয়েশিয়া
সদস্যপদ
৪৭ সদস্য (৫টি আঞ্চলিক ফেডারেশন)
প্রেসিডেন্ট
বাহরাইন সালমান আল-খলিফা
ওয়েবসাইটhttp://www.the-afc.com

ইতিহাস

সম্পাদনা

ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের মধ্যে এটি অন্যতম। দ্বিতীয় এশিয়ান গেমস চলাকালে ফিলিপাইনের ম্যানিলায় ১৯৫৪ সালে এএফসি প্রতিষ্ঠিত হয়। আফগানিস্তান, বার্মা, তাইপে, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম - এ ১২টি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্যের মর্যাদা পায়।[] সংস্থার সদর দফতর বুকিত জলিল, কুয়ালালামপুর, মালয়েশিয়ায় অবস্থিত। বর্তমান সভাপতি হিসেবে রয়েছেন বাহরাইনের সালমান বিন ইব্রাহিম আল-খলিফা।

সদস্যদের তালিকা

সম্পাদনা

এএফসি'র ৪৭ সদস্য সংস্থাকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে।

  • ১২ - পশ্চিম এশিয়া
  • ৬ - মধ্য এশিয়া
  • ৭ - দক্ষিণ এশিয়া
  • ১০ - পূর্ব এশিয়া
  • ১২ - দক্ষিণ-পূর্ব এশিয়া
কোড সংস্থা জাতীয় দল
পশ্চিম এশীয় ফুটবল সংস্থা (ডব্লিউএএফএফ)
BHR   বাহরাইন (পুরুষ, মহিলা)
IRQ   ইরাক (পুরুষ, মহিলা)
JOR   জর্দান (পুরুষ, মহিলা)
KUW   কুয়েত (পুরুষ, মহিলা)
LIB   লেবানন (পুরুষ, মহিলা)
OMA   ওমান (পুরুষ, মহিলা)
PLE   ফিলিস্তিন (পুরুষ, মহিলা)
QAT   কাতার (পুরুষ, মহিলা)
KSA   সৌদি আরব (পুরুষ, মহিলা)
SYR   সিরিয়া (পুরুষ, মহিলা)
UAE   সংযুক্ত আরব আমিরাত (পুরুষ, মহিলা)
YEM   ইয়েমেন (পুরুষ, মহিলা)
মধ্য এশীয় ফুটবল সংস্থা (সিএএফএফ)
AFG   আফগানিস্তান (পুরুষ, মহিলা)
IRN   ইরান (পুরুষ, মহিলা)
KGZ   কিরগিজস্তান (পুরুষ, মহিলা)
TJK   তাজিকিস্তান (পুরুষ, মহিলা)
TKM   তুর্কমেনিস্তান (পুরুষ, মহিলা)
UZB   উজবেকিস্তান (পুরুষ, মহিলা)
দক্ষিণ এশীয় ফুটবল সংস্থা (সাফ)
BAN   বাংলাদেশ (পুরুষ, মহিলা)
BHU   ভুটান (পুরুষ, মহিলা)
IND   ভারত (পুরুষ, মহিলা)
MDV   মালদ্বীপ (পুরুষ, মহিলা)
NEP   নেপাল (পুরুষ, মহিলা)
PAK   পাকিস্তান (পুরুষ, মহিলা)
SRI   শ্রীলঙ্কা (পুরুষ, মহিলা)
পূর্ব এশীয় ফুটবল সংস্থা (ইএএফএফ)
CHN   চীন (পুরুষ, মহিলা)
GUM   গুয়াম (পুরুষ, মহিলা)
HKG   হংকং (পুরুষ, মহিলা)
JPN   জাপান (পুরুষ, মহিলা)
PRK   উত্তর কোরিয়া (পুরুষ, মহিলা)
KOR   দক্ষিণ কোরিয়া (পুরুষ, মহিলা)
MAC   মাকাও (পুরুষ, মহিলা)
MNG   মঙ্গোলিয়া (পুরুষ, মহিলা)
NMI   উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ (পুরুষ, মহিলা)
TPE   তাইপেই (পুরুষ, মহিলা)
আসিয়ান ফুটবল সংস্থা (এএফএফ)
AUS   অস্ট্রেলিয়া (পুরুষ, মহিলা)
BRU   ব্রুনেই (পুরুষ, মহিলা)
CAM   কম্বোডিয়া (পুরুষ, মহিলা)
IDN   ইন্দোনেশিয়া (পুরুষ, মহিলা)
LAO   লাওস (পুরুষ, মহিলা)
MAS   মালয়েশিয়া (পুরুষ, মহিলা)
MYA   মায়ানমার (পুরুষ, মহিলা)
PHI   ফিলিপাইন (পুরুষ, মহিলা)
SIN   সিঙ্গাপুর (পুরুষ, মহিলা)
THA   থাইল্যান্ড (পুরুষ, মহিলা)
TLS   পূর্ব তিমুর (পুরুষ, মহিলা)
VIE   ভিয়েতনাম (পুরুষ, মহিলা)

১: এএফসি'র সহযোগী সদস্য

প্রাক্তন সদস্য

সম্পাদনা
সংস্থা বছর
  ইসরায়েল ১৯৫৪-১৯৭৪
  নিউজিল্যান্ড ১৯৬৪
  দক্ষিণ ইয়েমেন ১৯৭২-১৯৯০
  কাজাখস্তান ১৯৯৩-২০০২

প্রতিযোগিতা

সম্পাদনা

বর্তমান শিরোপাজয়ী

সম্পাদনা
প্রতিযোগিতা অতি সাম্প্রতিক বিজয়ী বিস্তারিত রানার্স-আপ পরবর্তী[][]
জাতীয় দল
এএফসি এশিয়ান কাপ (বাছাইপর্ব) ২০২৩ (বাছাইপর্ব) কাতার   ফাইনাল   জর্ডান ২০২৭ (বাছাইপর্ব)
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৪ (বাছাইপর্ব) জাপান   ফাইনাল   উজবেকিস্তান ২০২৬ (বাছাইপর্ব)
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৩ (বাছাইপর্ব) উজবেকিস্তান   ফাইনাল   ইরাক ২০২৫ (বাছাইপর্ব)
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৩ (বাছাইপর্ব) জাপান   ফাইনাল   দক্ষিণ কোরিয়া ২০২৫ (বাছাইপর্ব)
পুরুষদের এশিয়ান গেমস ফুটবল টুর্নামেন্ট ২০২২ দক্ষিণ কোরিয়া   ফাইনাল   জাপান ২০২৬
ছেলেদের এশিয়ান যুব গেমস ফুটবল টুর্নামেন্ট ২০১৩ দক্ষিণ কোরিয়া   ফাইনাল   ইরান ২০২৫
এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৪ (বাছাইপর্ব) ইরান   ফাইনাল   থাইল্যান্ড ২০২৬
এএফসি অনূর্ধ্ব-২০ ফুটসাল এশিয়ান কাপ ২০১৯ (বাছাইপর্ব) জাপান   ফাইনাল   আফগানিস্তান ২০২৩ (বাছাইপর্ব)
পুরুষদের এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্ট গেমস ফুটসাল টুর্নামেন্ট ২০১৭ ইরান   ফাইনাল   উজবেকিস্তান ২০২৩
এএফসি বিচ সকার এশিয়ান কাপ ২০২৩ ইরান   ফাইনাল   জাপান ২০২৫
পুরুষদের এশিয়ান বিচ গেমস বিচ সকার টুর্নামেন্ট ২০১৬ জাপান   ফাইনাল   ওমান ২০২৩
মহিলা জাতীয় দল
এএফসি মহিলা এশিয়ান কাপ (বাছাইপর্ব) ২০২২ (বাছাইপর্ব) গণচীন   ফাইনাল   দক্ষিণ কোরিয়া ২০২৬ (বাছাইপর্ব)
এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৪ (বাছাইপর্ব) উত্তর কোরিয়া   ফাইনাল   জাপান ২০২৬ (বাছাইপর্ব)
এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ ২০২৪ (বাছাইপর্ব) উত্তর কোরিয়া   ফাইনাল   জাপান ২০২৬ (বাছাইপর্ব)
মহিলাদের এশিয়ান গেমস ফুটবল টুর্নামেন্ট ২০২২ জাপান   ফাইনাল   উত্তর কোরিয়া ২০২৬
এএফসি মহিলা অলিম্পিক বাছাইপর্ব প্রতিযোগিতা ২০২৪ অস্ট্রেলিয়া  
জাপান  
প্লে-অফ   উজবেকিস্তান
  উত্তর কোরিয়া
২০২৮
এএফসি মহিলা ফুটসাল এশিয়ান কাপ ২০১৮   ইরান ফাইনাল   জাপান ২০২৫
মহিলাদের এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্ট গেমস ফুটসাল টুর্নামেন্ট ২০১৭   থাইল্যান্ড ফাইনাল   জাপান ২০২৩
ক্লাব দল
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট ২০২৩–২৪ (বাছাইপর্ব) আল আইন   ফাইনাল   ইয়োকোহামা এফ মারিনোস ২০২৪–২৫ (বাছাইপর্ব)
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ ২০২৩–২৪ সেন্ট্রাল কোস্ট মেরিনার্স   ফাইনাল   আল আহেদ ২০২৪–২৫ (বাছাইপর্ব)
এএফসি চ্যালেঞ্জ লিগ ২০১৪ এইচটিটিইউ আসগাবাত   ফাইনাল   রিমিয়ংসু ২০২৪–২৫ (বাছাইপর্ব)
এএফসি ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০১৯ নাগোয়া ওসিনস   ফাইনাল   মেস সানগুন ২০২৪
মহিলা ক্লাব দল
এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪–২৫ (বাছাইপর্ব)

ই–স্পোর্টস

সম্পাদনা
প্রতিযোগিতা বর্তমান বিজয়ী
(খেলোয়াড়/গেমার আইডি)
বিস্তারিত রানার্স-আপ
(খেলোয়াড়/গেমার আইডি)
পরবর্তী
এএফসি ই-এশিয়ান কাপ ২০২৩ ইন্দোনেশিয়া   ফাইনাল   জাপান টিবিডি

বিলুপ্ত টুর্নামেন্ট

সম্পাদনা
প্রতিযোগিতা সর্বশেষ অনুষ্ঠিত বিজয়ী শিরোপা রানার্স-আপ
জাতীয় দল
অ্যাফ্রো–এশিয়ান কাপ অব নেশন্স ২০০৭ জাপান   ২য়   মিশর
এএফসি–ওএফসি চ্যালেঞ্জ কাপ ২০০৩ ইরান   ১ম   নিউজিল্যান্ড
এএফসি সলিডারিটি কাপ ২০১৬ নেপাল     ১ম   মাকাও
এএফসি চ্যালেঞ্জ কাপ ২০১৪ ফিলিস্তিন   ১ম   ফিলিপাইন
এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশিপ ২০১৪ ইরাক   ১ম   উত্তর কোরিয়া
ক্লাব দল
আফ্রো-এশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ ১৯৯৮ রাজা কাসাব্লাঙ্কা   ১ম   পোহাং স্টিলার্স
এশিয়ান কাপ উইনার্স কাপ ২০০১–০২ আল-হিলাল   ২য়   জেওনবুক হুন্দাই মোটরস
এশিয়ান সুপার কাপ ২০০২ সুওন স্যামসাং ব্লুউইংস   ২য়   আল-হিলাল
মহিলা ক্লাব দল
এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৩ উরাওয়া রেড ডায়মন্ডস   ১ম   ইনছন হুন্দাই স্টিল রেড অ্যাঞ্জেলস

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ""About AFC". The-AFC.com. Asian Football Confederation. 2007-09-06. Retrieved 2010-06-23."। ২০১২-১১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৬ 
  2. "National Competitions"www.the-afc.com। Asian Football Confederation (AFC)। ২৬ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ 
  3. "Club Competitions"www.the-afc.com। Asian Football Confederation (AFC)। ২৬ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২২ 
  4. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  5. "ফিফা/কোকা-কোলা মহিলা বিশ্ব র‌্যাঙ্কিং"ফিফা। ১৫ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা