সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন
সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الاتحاد الاماراتي لكرة القدم, ইংরেজি: United Arab Emirates Football Association; এছাড়াও সংক্ষেপে ইউএইএফএ নামে পরিচিত) হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাইয়ে অবস্থিত।
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৭১[১] |
সদর দপ্তর | দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
ফিফা অধিভুক্তি | ১৯৭৪[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৭৪[২] |
সভাপতি | শেখ রশিদ আল নুয়াইমি |
সহ-সভাপতি | আব্দুল্লাহ আল জুনাইবি |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি সংযুক্ত আরব আমিরাতের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইউএই প্রো লীগ, ইউএই প্রেসিডেন্ট'স কাপ এবং ইউএই লীগ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ রশিদ আল নুয়াইমি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ আল ধাহেরি।
কর্মকর্তা
সম্পাদনা- ২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | শেখ রশিদ আল নুয়াইমি |
সহ-সভাপতি | আব্দুল্লাহ আল জুনাইবি |
সাধারণ সম্পাদক | মুহাম্মদ আল ধাহেরি |
কোষাধ্যক্ষ | হেশাম আলজারুনি |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | সালিম আল নাকবি |
প্রযুক্তিগত পরিচালক | মিচেল সাবলোন |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | হোর্হে লুইস পিন্তো |
জাতীয় দলের কোচ (নারী) | হুরাইয়া আলতাহেরি |
রেফারি সমন্বয়কারী | আলি আলত্রাইফি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "AFC BARS ISRAEL FROM ALL ITS COMPETITIONS"। Reuters। The Straits Times। ১৬ সেপ্টেম্বর ১৯৭৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (আরবি) (ইংরেজি)
- ফিফা-এ সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জানুয়ারি ২০১৯ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)