কুয়েত জাতীয় ফুটবল দল

কুয়েত জাতীয় ফুটবল দল (ইংরেজি: Kuwait national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কুয়েতের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কুয়েতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[] ১৯৬১ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে, কুয়েত প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মরক্কোয় অনুষ্ঠিত কুয়েত এবং লিবিয়ার মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।

কুয়েত
দলের লোগো
ডাকনামআল-আজরাক
অ্যাসোসিয়েশনকুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচআন্দ্রেস কারাস্কো কারিয়ো
অধিনায়কবদর আল মুতাওয়া
সর্বাধিক ম্যাচবদর আল মুতাওয়া (১৭৮)[]
শীর্ষ গোলদাতাবাশার আব্দুল্লাহ (৭৫)
মাঠজাবির আল-আহমদ স্টেডিয়াম
ফিফা কোডKUW
ওয়েবসাইটkfa.org.kw
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৩৬ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ২৪ (ডিসেম্বর ১৯৯৮)
সর্বনিম্ন১৮৯ (ডিসেম্বর ২০১৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১১৭ বৃদ্ধি ৭ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ২৮ (সেপ্টেম্বর ১৯৮০)
সর্বনিম্ন১৩৬ (এপ্রিল ১৯৬৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
কুয়েত ২–২ লিবিয়া 
(মরক্কো; ৩ সেপ্টেম্বর ১৯৬১)
বৃহত্তম জয়
 কুয়েত ২০–০ ভুটান 
(কুয়েত সিটি, কুয়েত; ১৪ ফেব্রুয়ারি ২০০০)
বৃহত্তম পরাজয়
 মিশর ৮–০ কুয়েত
(মরক্কো; ৪ সেপ্টেম্বর ১৯৬১)
 পর্তুগাল ৮–০ কুয়েত কুয়েত
(লেইরিয়া, পর্তুগাল; ১৯ নভেম্বর ২০০৩)
বিশ্বকাপ
অংশগ্রহণ১ (১৯৮২-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৮২)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ১০ (১৯৭২-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৮০)
ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৪ (২০১০-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১০)

৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জাবির আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আল-আজরাক নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আন্দ্রেস কারাস্কো কারিয়ো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন কাদসিয়ার আক্রমণভাগের খেলোয়াড় বদর আল মুতাওয়া

কুয়েত এপর্যন্ত মাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র প্রথম পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে কুয়েত অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৮০) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, কুয়েত ২০১০ ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছে।

বদর আল মুতাওয়া, জামাল মুবারক, নুহাইর আল শাম্মারি, ইউসুফ আল সালমান এবং ওয়ালিদ আলির মতো খেলোয়াড়গণ কুয়েতের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কুয়েত তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ২০১৩ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কুয়েতের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯৫৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩৪     নিকারাগুয়া ১১০৪.২৬
১৩৫     ফ্যারো দ্বীপপুঞ্জ ১১০২.১
১৩৬     কুয়েত ১০৯৮.০৭
১৩৭     লাতভিয়া ১০৯৭.৮৪
১৩৮     লিথুয়ানিয়া ১০৮৬.৯৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১৫   ১৩   মোজাম্বিক ১৩৬৬
১১৬   ২৬   এস্তোনিয়া ১৩৬৩
১১৭     কুয়েত ১৩৬২
১১৮     কেনিয়া ১৩৫০
১১৮   ২২   মালাউই ১৩৫০

প্রতিযোগিতামূলক তথ্য

সম্পাদনা

ফিফা বিশ্বকাপ

সম্পাদনা
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪ উত্তীর্ণ হয়নি
  ১৯৭৮ ১২ ২৩ ১০
  ১৯৮২ প্রথম পর্ব ২১তম ২০
  ১৯৮৬ উত্তীর্ণ হয়নি
  ১৯৯০
  ১৯৯৪ ২১
  ১৯৯৮ ১২ ১৭
    ২০০২
  ২০০৬ ১২ ১৯ ১৫
  ২০১০ ১২
  ২০১৪ ১৩ ১০
  ২০১৮ নিষিদ্ধ হওয়ার ফলে অনুত্তীর্ণ[][] ১২ ১০
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট প্রথম পর্ব ১/২১ ৯৩ ৪৮ ১৪ ৩১ ১৬০ ৯২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FIFA Century Club des Cent del la FIFA Club de los Cien de la FIFA" (পিডিএফ)। ১৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০ 
  2. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  3. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  4. "AFC TELLS INDONESIA: PAY OR BE SACKED"The Straits Times। ২৮ আগস্ট ১৯৬৪। ২৭ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Kuwait sanctioned after unplayed FIFA World Cup™ qualifier"। FIFA। ১৩ জানুয়ারি ২০১৬। ২ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬ 
  6. "FIFA sanctions several football associations after discriminatory chants by fans" (পিডিএফ)। FIFA। ২২ জানুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা