১৯৭০ ফিফা বিশ্বকাপ

ফিফা ফুটবল বিশ্বকাপ ১৯৭০

১৯৭০ ফিফা বিশ্বকাপ হচ্ছে বিশ্ব পুরুষ ফুটবল প্রতিযোগিতার নবম সংস্করণ। ৩১ মে থেকে ২১ জুন পর্যন্ত এটি মেক্সিকো-তে আয়োজিত হয় এবং এটি উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ এবং ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। ১৯৬৮ সালের মে থেকে বাছাইপর্ব শুরু হয়েছিল। বাছাইপর্ব থেকে ১৪টি দল এবং আয়োজক মেক্সিকো ও তৎকালীন শিরোপা বিজয়ী ইংল্যান্ডকে নিয়ে মোট ১৬টি দল চূড়ান্ত আসরে প্রতিযোগিতা করে। এই আসরে এল সালভেদর, ইসরায়েল ও মরক্কো তাদের প্রথমবারের মত বিশ্বকাপে অংশগ্রহণ করে।

1970 FIFA World Cup
Copa Mundial de Fútbol México 70
1970 FIFA World Cup official logo
বিবরণ
স্বাগতিক দেশMexico
তারিখ31 May – 21 June
দল16 (5টি কনফেডারেশন থেকে)
মাঠ(5টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ব্রাজিল (৩য় শিরোপা)
রানার-আপ ইতালি
তৃতীয় স্থান পশ্চিম জার্মানি
চতুর্থ স্থান উরুগুয়ে
পরিসংখ্যান
ম্যাচ৩২
গোল সংখ্যা৯৫ (ম্যাচ প্রতি ২.৯৭টি)
দর্শক সংখ্যা১৬,০৪,০৬৫ (ম্যাচ প্রতি ৫০,১২৭ জন)
শীর্ষ গোলদাতাপশ্চিম জার্মানি Gerd Müller (10 goals)
সেরা যুব খেলোয়াড়পেরু Teófilo Cubillas
ফেয়ার প্লে পুরস্কার পেরু
1966
1974

ব্রাজিল এই আসরে শিরোপা অর্জন করে, তারা তৎকালীন দুইবারের শিরোপাধারী ইতালিকে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪-১ গোলে পরাজিত করে। ফলে তারা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ও স্থায়ীভাবে জুলে রিমে ট্রফির মালিক হয় এবং ১৯৭৪ সালে নতুন ট্রফির উদ্বোধন করা হয়। বিজয়ী দলের অধিনায়ক কার্লোস আলবার্তো এবং অন্যান্য খেলোয়াড় তথা পেলে, গারসন, জর্জিনহো, রিভেলিনো, ও তোসতাওকে প্রায়ই বিশ্বকাপের সর্বকালের সেরা দল হিসেবে অভিহিত করা হয়।[][][][] তারা চূড়ান্ত পর্বের ছয়টি খেলা এবং কোয়ালিফাইং পর্বের সবকয়টি খেলা জয়লাভ করে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Story of the 1970 World Cup"BBC। ১২ মে ২০১০। 
  2. "Brazil's 1970 winning team voted best of all time"Reuters। ৯ জুলাই ২০০৭। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯ 
  3. "The Boys from Brazil: On the trail of football's dream team"The Independent। ১০ এপ্রিল ২০১০। 
  4. "The 10 Greatest Football teams of all time"Daily Mail। ১ মে ২০০৯। 
  5. "Netherlands' perfect winning streak can match historic feat of Brazil 1970"। Goal.com। ৭ জুলাই ২০১০। ৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৩