১৯৭০ ফিফা বিশ্বকাপ
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জুন ২০১৮) |
১৯৭০ ফিফা বিশ্বকাপ হচ্ছে বিশ্ব পুরুষ ফুটবল প্রতিযোগিতার নবম সংস্করণ। ৩১ মে থেকে ২১ জুন পর্যন্ত এটি মেক্সিকো-তে আয়োজিত হয় এবং এটি উত্তর আমেরিকা মহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ এবং ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ। ১৯৬৮ সালের মে থেকে বাছাইপর্ব শুরু হয়েছিল। বাছাইপর্ব থেকে ১৪টি দল এবং আয়োজক মেক্সিকো ও তৎকালীন শিরোপা বিজয়ী ইংল্যান্ডকে নিয়ে মোট ১৬টি দল চূড়ান্ত আসরে প্রতিযোগিতা করে। এই আসরে এল সালভেদর, ইসরায়েল ও মরক্কো তাদের প্রথমবারের মত বিশ্বকাপে অংশগ্রহণ করে।
Copa Mundial de Fútbol México 70 | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | Mexico |
তারিখ | 31 May – 21 June |
দল | 16 (5টি কনফেডারেশন থেকে) |
মাঠ | 5 (5টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ব্রাজিল (৩য় শিরোপা) |
রানার-আপ | ইতালি |
তৃতীয় স্থান | পশ্চিম জার্মানি |
চতুর্থ স্থান | উরুগুয়ে |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩২ |
গোল সংখ্যা | ৯৫ (ম্যাচ প্রতি ২.৯৭টি) |
দর্শক সংখ্যা | ১৬,০৪,০৬৫ (ম্যাচ প্রতি ৫০,১২৭ জন) |
শীর্ষ গোলদাতা | Gerd Müller (10 goals) |
সেরা যুব খেলোয়াড় | Teófilo Cubillas |
ফেয়ার প্লে পুরস্কার | পেরু |
ব্রাজিল এই আসরে শিরোপা অর্জন করে, তারা তৎকালীন দুইবারের শিরোপাধারী ইতালিকে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৪-১ গোলে পরাজিত করে। ফলে তারা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ও স্থায়ীভাবে জুলে রিমে ট্রফির মালিক হয় এবং ১৯৭৪ সালে নতুন ট্রফির উদ্বোধন করা হয়। বিজয়ী দলের অধিনায়ক কার্লোস আলবার্তো এবং অন্যান্য খেলোয়াড় তথা পেলে, গারসন, জর্জিনহো, রিভেলিনো, ও তোসতাওকে প্রায়ই বিশ্বকাপের সর্বকালের সেরা দল হিসেবে অভিহিত করা হয়।[১][২][৩][৪] তারা চূড়ান্ত পর্বের ছয়টি খেলা এবং কোয়ালিফাইং পর্বের সবকয়টি খেলা জয়লাভ করে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Story of the 1970 World Cup"। BBC। ১২ মে ২০১০।
- ↑ "Brazil's 1970 winning team voted best of all time"। Reuters। ৯ জুলাই ২০০৭। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৯।
- ↑ "The Boys from Brazil: On the trail of football's dream team"। The Independent। ১০ এপ্রিল ২০১০।
- ↑ "The 10 Greatest Football teams of all time"। Daily Mail। ১ মে ২০০৯।
- ↑ "Netherlands' perfect winning streak can match historic feat of Brazil 1970"। Goal.com। ৭ জুলাই ২০১০। ৯ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৩।