পশ্চিম জার্মানি বা জার্মানি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র (জার্মান: Bundesrepublik Deutschland বুন্ডেসরেপুব্লিক ডয়চ্‌লান্ট, সংক্ষেপে BRD বে এর ডে) ২৩শে মে ১৯৪৯ থেকে ৩রা অক্টোবর ১৯৯০ (দুই জার্মানির পুনঃএকত্রীভবন) পর্যন্ত বিদ্যমান একটি রাষ্ট্র। এটি জার্মানির অভ্যন্তরীণ একটি সীমান্তের মাধ্যমে পূর্ব জার্মানি থেকে বিচ্ছিন্ন ছিল। এরপর ১৯৬১ সালে পূর্ব জার্মানির সীমানার ভেতরে অবস্থিত বার্লিন শহরের পশ্চিম ভাগটিকেও প্রাচীর তুলে আলাদা করে দেওয়া হয়। ১৯৯০ সালে পূর্ব জার্মানির ৫টি রাজ্য পশ্চিম জার্মানির ১০টি রাজ্যের সাথে একত্রিত হয় এবং সমগ্র জার্মানির নাম রাখা হয় জার্মানি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র। ইতিহাসবিদরা পশ্চিম জার্মানিকে "বন প্রজাতন্ত্র" এবং ১৯৯০-পরবর্তী প্রজাতন্ত্রকে "বার্লিন প্রজাতন্ত্র" নাম দিয়েছেন।

জার্মানি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র

Bundesrepublik Deutschland
১৯৪৯–১৯৯০
পশ্চিম জার্মানির জাতীয় পতাকা
পতাকা
পশ্চিম জার্মানির মর্যাদাবাহী নকশা
মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: "Einigkeit und Recht und Freiheit"
"ঐক্য, ন্যায়বিচার এবং স্বাধীনতা"
জাতীয় সঙ্গীত: 
১ জানুয়ারী ১৯৫৭ থেকে ২ অক্টোবর ১৯৯০ পর্যন্ত জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের (পশ্চিম জার্মানি) অঞ্চল
১ জানুয়ারী ১৯৫৭ থেকে ২ অক্টোবর ১৯৯০ পর্যন্ত জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের (পশ্চিম জার্মানি) অঞ্চল
রাজধানীবনf ৫০°৪৪′০২″ উত্তর ৭°০৫′৫৯″ পূর্ব / ৫০.৭৩৩৮৯° উত্তর ৭.০৯৯৭২° পূর্ব / 50.73389; 7.09972
বৃহত্তম নগরীহামবুর্গ
প্রচলিত ভাষাজার্মান
সরকারফেডারেল সংসদীয় সাংবিধানিক প্রজাতন্ত্র
• ১৯৪৯-১৯৫৯
থিওডর হিউস
• ১৯৫৯–১৯৬৯
হাইনরিখ লুবকে
• ১৯৬৯-১৯৭৪
গুস্তাভ হাইনেম্যান
• ১৯৭৪-১৯৭৯
ওয়াল্টার শিল
• ১৯৭৯-১৯৮৪
কার্ল কার্সটেনস
• ১৯৮৪–১৯৯০
রিচার্ড ভন ওয়েইজসাকারb
চ্যান্সেলর 
• ১৯৪৯-১৯৬৩
কনরাড অ্যাডেনাউয়ার
• ১৯৬৩–১৯৬৬
লুডভিগ এরহার্ড
• ১৯৬৬–১৯৬৯
কার্ট জর্জ কিসিঞ্জার
• ১৯৬৯–১৯৭৪
উইলি ব্র্যান্ড্ট
• ১৯৭৪–১৯৮২
হেলমুট শ্মিট
• ১৯৮২–১৯৯০
হেলমুট কোলc
আইন-সভাবুন্ডেস্ট্যাগ
ঐতিহাসিক যুগস্নায়ুযুদ্ধ
২৩ মে ১৯৪৯
১ জানুয়ারি ১৯৫৭
• জাতিসংঘ- অধিভুক্তি
১৮ সেপ্টেম্বর ১৯৭৩
৩ অক্টোবর ১৯৯০
আয়তন
১৯৯০২,৪৮,৫৭৭ বর্গকিলোমিটার (৯৫,৯৭৬ বর্গমাইল)
জনসংখ্যা
• ১৯৫০
৫০৯৫৮০০০d
• ১৯৭০
৬১০০১০০০
• ১৯৯০
৬৩২৫৪০০০
মুদ্রাডয়চে মার্কe (DM) (DEM)
সময় অঞ্চলইউটিসি+১ ( সিইটি)
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+২ ( CEST)
কলিং কোড৪৯
ইন্টারনেট টিএলডি.de
পূর্বসূরী
উত্তরসূরী
মিত্রশক্তি-নিয়ন্ত্রিত জার্মানি
সার প্রোটেক্টরেট
জার্মানি
বর্তমানে যার অংশ জার্মানি
  1. ১৯৫২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত, জার্মানির সরকারী জাতীয় সঙ্গীত সম্পূর্ণরূপে Deutschlandlied ছিল, কিন্তু সরকারী অনুষ্ঠানে কেবল তৃতীয় স্তবকটি গাওয়া হত।.[]
  2. ১৯৯৪ সাল পর্যন্ত পুনর্মিলিত জার্মানির রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
  3. ১৯৯৮ সাল পর্যন্ত পুনর্মিলিত জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
  4. Statistisches Bundesamt অনুযায়ী জনসংখ্যার পরিসংখ্যান.[]
  5. সারল্যান্ড-এ, ১৯৫৭ সালের জানুয়ারী থেকে ১৯৫৯ সালের জুলাইয়ের মধ্যে, ফরাসি ফ্রাঙ্ক এবং সার ফ্রাঙ্ক
  6. প্রথমে, বনকে কেবল সরকারি প্রতিষ্ঠানের অস্থায়ী আসন হিসেবে উল্লেখ করা হত, কিন্তু ১৯৭০ এর দশকের গোড়ার দিকে এটিকে "ফেডারেল রাজধানী" ("বুন্দেশৌপ্টস্টাড্ট") বলা হত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিত্রশক্তির তিন দেশ ফ্রান্স, যুক্তরাজ্যমার্কিন যুক্তরাষ্ট্র যে ১১টি পশ্চিমভাগীয় জার্মান রাজ্য নিয়ন্ত্রণে রেখেছিল, সেগুলিকে একত্রিত করে পশ্চিম জার্মানি গঠন করা হয়। মার্কিন ও ব্রিটিশ সেনারা স্নায়ুযুদ্ধের পুরো সময় ধরেই দেশটিতে থেকে যায়। এখানকার জনসংখ্যা ১৯৫০ সালের ৫ কোটি ১০ লক্ষ থেকে ১৯৯০ সালে ৬ কোটি ৩০ লক্ষে পরিণত হয়। বন শহর ছিল পশ্চিম জার্মানির রাজধানী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Only the third stanza was sung.
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮ 
  3. "Bevölkerungsstand"। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮