১৯৫৪ ফিফা বিশ্বকাপ

সুইজারল্যান্ডে আয়োজিত ৫তম ফিফা বিশ্বকাপ আসর

১৯৫৪ ফিফা বিশ্বকাপ চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের পঞ্চম আসরের চূড়ান্ত পর্ব ছিল, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ১৬টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই আসরটি সুইজারল্যান্ডে ১৯৫৪ সালের ১৬ই জুন হতে ৪ঠা জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।[১] এর আগে ১৯৪৬ সালের ২২শে জুলাই তারিখে অনুষ্ঠিত এক সভায় সুইজারল্যান্ডকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয়েছিল।

১৯৫৪ ফিফা বিশ্বকাপ
১৯৫৪ ফিফা বিশ্বকাপের লোগো.jpg
বিবরণ
স্বাগতিক দেশসুইজারল্যান্ড
তারিখ১৬ জুন – ৪ জুলাই
দল১৬ (৪টি কনফেডারেশন থেকে)
মাঠ৬ (৬টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি (১ম শিরোপা)
রানার-আপ হাঙ্গেরি
তৃতীয় স্থান অস্ট্রিয়া
চতুর্থ স্থান উরুগুয়ে
পরিসংখ্যান
ম্যাচ২৬
গোল সংখ্যা১৪০ (ম্যাচ প্রতি ৫.৩৮টি)
দর্শক সংখ্যা৭,৬৮,৬০৭ (ম্যাচ প্রতি ২৯,৫৬২ জন)
শীর্ষ গোলদাতাহাঙ্গেরি সান্দোর কোচসিস (১১টি গোল)

১৯৫৪ সালের ৪ঠা জুলাই তারিখে অনুষ্ঠিত ফাইনালে পশ্চিম জার্মানি হাঙ্গেরিকে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিল।

অংশগ্রহণকারী দলসম্পাদনা

এই আসরে নিম্নে উল্লেখিত ১৬টি দল অংশগ্রহণ করেছিল:

গ্রুপ পর্বসম্পাদনা

গ্রুপ ১সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ব্রাজিল +৫ [ক] নকআউট পর্বে উন্নীত
  যুগোস্লাভিয়া +১ [ক]
  ফ্রান্স
  মেক্সিকো −৬
উৎস: ফিফা
টীকা:
  1. লটারির মাধ্যমে ব্রাজিল যুগোস্লাভিয়ার উপরে থেকে এই পর্ব শেষ করেছে।

গ্রুপ ২সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  হাঙ্গেরি ১৭ +১৪ নকআউট পর্বে উন্নীত
  পশ্চিম জার্মানি −২ [ক]
  তুরস্ক +৪ [ক]
  দক্ষিণ কোরিয়া ১৬ −১৬
উৎস: ফিফা
টীকা:
  1. প্লে-অফের দ্বিতীয় স্থান অর্জনকারী দল নির্ধারণ করা হয়েছে: পশ্চিম জার্মানি ৭–২ তুরস্ক।

গ্রুপ ৩সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  উরুগুয়ে +৯ নকআউট পর্বে উন্নীত
  অস্ট্রিয়া +৬
  চেকোস্লোভাকিয়া −৭
  স্কটল্যান্ড −৮
উৎস: ফিফা

গ্রুপ ৪সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ইংল্যান্ড +২ নকআউট পর্বে উন্নীত
   সুইজারল্যান্ড −১ [ক]
  ইতালি +২ [ক]
  বেলজিয়াম −৩
উৎস: ফিফা
টীকা:
  1. প্লে-অফের দ্বিতীয় স্থান অর্জনকারী দল নির্ধারণ করা হয়েছে: সুইজারল্যান্ড ৪–১ ইতালি।

নকআউট পর্বসম্পাদনা

বন্ধনীসম্পাদনা

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
২৭ জুন – জেনেভা
 
 
  পশ্চিম জার্মানি
 
৩০ জুন – বাজেল
 
  যুগোস্লাভিয়া
 
  পশ্চিম জার্মানি
 
২৬ জুন – লুসান
 
  অস্ট্রিয়া
 
  অস্ট্রিয়া
 
৪ জুলাই – বের্ন
 
   সুইজারল্যান্ড
 
  পশ্চিম জার্মানি
 
২৭ জুন – বের্ন
 
  হাঙ্গেরি
 
  হাঙ্গেরি
 
৩০ জুন – লুসান
 
  ব্রাজিল
 
  হাঙ্গেরি (অ.স.প.)
 
২৬ জুন – বাজেল
 
  উরুগুয়েতৃতীয় স্থান
 
  উরুগুয়ে
 
৩ জুলাই – জুরিখ
 
  ইংল্যান্ড
 
  অস্ট্রিয়া
 
 
  উরুগুয়ে
 

ফাইনালসম্পাদনা

পশ্চিম জার্মানি  ৩–২  হাঙ্গেরি
প্রতিবেদন

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Host announcement decision" (পিডিএফ)। FIFA। ১৭ জুন ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৪ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:১৯৫৪ ফিফা বিশ্বকাপ