১৯৮০ এএফসি এশিয়ান কাপ
আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা
১৯৮০ এএফসি এশিয়ান কাপ এশিয়ান কাপের ৭ম আসর ছিল, যা কুয়েতে ১৯৮০ সালের ১৫ হতে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।[১] এই আসরে সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করেছিল, যারা ২টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। দুই গ্রুপের প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বের জন্য উত্তীর্ণ হয়েছিল। উক্ত আসরের ফাইনালে কুয়েত দক্ষিণ কোরিয়াকে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছে।
এশিয়ান কাপ কুয়েত ১৯৮০ كأس آسيا ١٩٨٠ | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | কুয়েত |
তারিখ | ১৫–৩০ সেপ্টেম্বর ১৯৮০ |
দল | ১০ |
মাঠ | ১ (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
তৃতীয় স্থান | ![]() |
চতুর্থ স্থান | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ২৪ |
গোল সংখ্যা | ৭৬ (ম্যাচ প্রতি ৩.১৭টি) |
শীর্ষ গোলদাতা | ![]() ![]() (৭টি গোল) |
বাছাইপর্ব সম্পাদনা
দল | মাধ্যম | তারিখ | অংশগ্রহণ |
---|---|---|---|
কুয়েত | স্বাগতিক | ২ (১৯৭২, ১৯৭৬) | |
ইরান | ১৯৭৬ এএফসি এশিয়ান কাপ বিজয়ী | ১৩ জুন ১৯৭৬ | ৩ (১৯৬৮, ১৯৭২, ১৯৭৬) |
চীন | গ্রুপ ৪-এ ২য় স্থান অধিকারী | ২৯ ডিসেম্বর ১৯৭৮ | ১ (১৯৭৬) |
দক্ষিণ কোরিয়া | গ্রুপ ৪-এ ১ম স্থান অধিকারী | ২৯ ডিসেম্বর ১৯৭৮ | ৩ (১৯৫৬, ১৯৬০, ১৯৭২) |
কাতার | গ্রুপ ২-এ ১ম স্থান অধিকারী | ১৫ জানুয়ারি ১৯৭৯ | ০ (অভিষেক) |
বাংলাদেশ | গ্রুপ ২-এ ২য় স্থান অধিকারী | ১৬ জানুয়ারি ১৯৭৯ | ০ (অভিষেক) |
মালয়েশিয়া | গ্রুপ ৩-এ ২য় স্থান অধিকারী | ১১ মে ১৯৭৯ | ১ (১৯৭৬) |
উত্তর কোরিয়া | গ্রুপ ৩-এ ১ম স্থান অধিকারী | ১২ মে ১৯৭৯ | ০ (অভিষেক) |
সিরিয়া | গ্রুপ ১-এ ১ম স্থান অধিকারী | ২২ নভেম্বর ১৯৭৯ | ০ (অভিষেক) |
সংযুক্ত আরব আমিরাত | গ্রুপ ১-এ ২য় স্থান অধিকারী | ২৩ নভেম্বর ১৯৭৯ | ০ (অভিষেক) |
মাঠ সম্পাদনা
কুয়েত শহর | |
---|---|
সাবাহ আল সালিম স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ২২,০০০ | |
গ্রুপ পর্ব সম্পাদনা
গ্রুপ এ সম্পাদনা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ইরান | ৪ | ২ | ২ | ০ | ১২ | ৪ | +৮ | ৬ | নকআউট পর্বে উন্নীত |
২ | উত্তর কোরিয়া | ৪ | ৩ | ০ | ১ | ৯ | ৭ | +২ | ৬ | |
৩ | সিরিয়া | ৪ | ২ | ১ | ১ | ৩ | ২ | +১ | ৫ | |
৪ | চীন | ৪ | ১ | ১ | ২ | ৯ | ৫ | +৪ | ৩ | |
৫ | বাংলাদেশ | ৪ | ০ | ০ | ৪ | ২ | ১৭ | −১৫ | ০ |
উৎস:[তথ্যসূত্র প্রয়োজন]
গ্রুপ বি সম্পাদনা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | দক্ষিণ কোরিয়া | ৪ | ৩ | ১ | ০ | ১০ | ২ | +৮ | ৭ | নকআউট পর্বে উন্নীত |
২ | কুয়েত (H) | ৪ | ২ | ১ | ১ | ৮ | ৫ | +৩ | ৫ | |
৩ | মালয়েশিয়া | ৪ | ১ | ২ | ১ | ৫ | ৫ | ০ | ৪ | |
৪ | কাতার | ৪ | ১ | ১ | ২ | ৩ | ২ | +১ | ৩ | |
৫ | সংযুক্ত আরব আমিরাত | ৪ | ০ | ১ | ৩ | ৩ | ৯ | −৬ | ১ |
নকআউট পর্ব সম্পাদনা
সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||
২৮ সেপ্টেম্বর – কুয়েত | |||||||
ইরান | ১ | ||||||
কুয়েত | ২ | ||||||
৩০ সেপ্টেম্বর – কুয়েত | |||||||
কুয়েত | ৩ | ||||||
দক্ষিণ কোরিয়া | ০ | ||||||
তৃতীয় স্থান নির্ধারণী | |||||||
২৮ সেপ্টেম্বর – কুয়েত | ২৯ সেপ্টেম্বর – কুয়েত | ||||||
দক্ষিণ কোরিয়া | ২ | ইরান | ৩ | ||||
উত্তর কোরিয়া | ১ | উত্তর কোরিয়া | ০ |
পরিসংখ্যান সম্পাদনা
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কুয়েত | ৬ | ৪ | ১ | ১ | ১৩ | ৬ | +৭ | ৯ | বিজয়ী |
২ | দক্ষিণ কোরিয়া | ৬ | ৪ | ১ | ১ | ১২ | ৬ | +৬ | ৯ | দ্বিতীয় স্থান অধিকারী |
৩ | ইরান | ৬ | ৩ | ২ | ১ | ১৬ | ৬ | +১০ | ৮ | তৃতীয় স্থান অধিকারী |
৪ | উত্তর কোরিয়া | ৬ | ৩ | ০ | ৩ | ১০ | ১২ | −২ | ৬ | চতুর্থ স্থান অধিকারী |
৫ | সিরিয়া | ৪ | ২ | ১ | ১ | ৩ | ২ | +১ | ৫ | গ্রুপ পর্ব থেকে বিদায় |
৬ | মালয়েশিয়া | ৪ | ১ | ২ | ১ | ৫ | ৫ | ০ | ৪ | |
৭ | চীন | ৪ | ১ | ১ | ২ | ৯ | ৫ | +৪ | ৩ | |
৮ | কাতার | ৪ | ১ | ১ | ২ | ৩ | ৮ | −৫ | ৩ | |
৯ | সংযুক্ত আরব আমিরাত | ৪ | ০ | ১ | ৩ | ৩ | ৯ | −৬ | ১ | |
১০ | বাংলাদেশ | ৪ | ০ | ০ | ৪ | ২ | ১৭ | −১৫ | ০ |
উৎস: আরএসএসএসএফ
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Asian Cup: Know Your History – Part One (1956–1988)"। Goal.com। ৭ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৫।
বহিঃসংযোগ সম্পাদনা
- সর্ব-তারকা দল (ইংরেজি)
- আরএসএসএসএফ-এ ১৯৮০ এএফসি এশিয়ান কাপ (ইংরেজি)