১৯৬২ ফিফা বিশ্বকাপ

১৯৬২ ফিফা বিশ্বকাপ চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের সপ্তম আসরের চূড়ান্ত পর্ব ছিল, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ১৬টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই আসরটি সুইজারল্যান্ডে ১৯৬২ সালের ৩০শে মে হতে ১৭ই জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।[১] এর আগে ১৯৫৬ সালের ১০ই জুন তারিখে অনুষ্ঠিত এক সভায় সুইজারল্যান্ডকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয়েছিল।

১৯৬২ ফিফা বিশ্বকাপ
বিবরণ
স্বাগতিক দেশচিলি
তারিখ৩০ মে – ১৭ জুন
দল১৬ (৩টি কনফেডারেশন থেকে)
মাঠ৪ (৪টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ব্রাজিল (২য় শিরোপা)
রানার-আপ চেকোস্লোভাকিয়া
তৃতীয় স্থান চিলি
চতুর্থ স্থান যুগোস্লাভিয়া
পরিসংখ্যান
ম্যাচ৩২
গোল সংখ্যা৮৯ (ম্যাচ প্রতি ২.৭৮টি)
দর্শক সংখ্যা৮,৯৩,১৭২ (ম্যাচ প্রতি ২৭,৯১২ জন)
শীর্ষ গোলদাতা৬ জন খেলোয়াড় (৪টি গোল)
সেরা খেলোয়াড়ব্রাজিল গ্যারিঞ্চা
সেরা যুব খেলোয়াড়হাঙ্গেরি ফ্লোরিয়ান আলবের্ত

১৯৬২ সালের ১৭ই জুন তারিখে অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিল চেকোস্লোভাকিয়াকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিল।

অংশগ্রহণকারী দল সম্পাদনা

এই আসরে নিম্নে উল্লেখিত ১৬টি দল অংশগ্রহণ করেছিল:

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ ১ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোঅ পয়েন্ট যোগ্যতা অর্জন
  সোভিয়েত ইউনিয়ন ১.৬০০ নকআউট পর্বে উন্নীত
  যুগোস্লাভিয়া ২.৬৬৭
  উরুগুয়ে ০.৬৬৭
  কলম্বিয়া ১১ ০.৪৫৫
উৎস: ফিফা

গ্রুপ ২ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোঅ পয়েন্ট যোগ্যতা অর্জন
  পশ্চিম জার্মানি ৪.০০০ নকআউট পর্বে উন্নীত
  চিলি ১.৬৬৭
  ইতালি ১.৫০০
   সুইজারল্যান্ড ০.২৫০
উৎস: ফিফা

গ্রুপ ৩ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোঅ পয়েন্ট যোগ্যতা অর্জন
  ব্রাজিল ৪.০০০ নকআউট পর্বে উন্নীত
  চেকোস্লোভাকিয়া ০.৬৬৭
  মেক্সিকো ০.৭৫০
  স্পেন ০.৬৬৭
উৎস: ফিফা

গ্রুপ ৪ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোঅ পয়েন্ট যোগ্যতা অর্জন
  হাঙ্গেরি ৪.০০০ নকআউট পর্বে উন্নীত
  ইংল্যান্ড ১.৩৩৩ [ক]
  আর্জেন্টিনা ০.৬৬৭ [ক]
  বুলগেরিয়া ০.১৪৩
উৎস: ফিফা
টীকা:
  1. গড় গোলের মাধ্যমে ইংল্যান্ড আর্জেন্টিনার উপরে থেকে এই পর্ব শেষ করেছে।

নকআউট পর্ব সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
১০ জুন – আরিকা
 
 
  সোভিয়েত ইউনিয়ন
 
১৩ জুন – সান্তিয়াগো
 
  চিলি
 
  চিলি
 
১০ জুন – বিনিয়া দেল মার
 
  ব্রাজিল
 
  ব্রাজিল
 
১৭ জুন – সান্তিয়াগো
 
  ইংল্যান্ড
 
  ব্রাজিল
 
১০ জুন – সান্তিয়াগো
 
  চেকোস্লোভাকিয়া
 
  পশ্চিম জার্মানি
 
১৩ জুন – বিনিয়া দেল মার
 
  যুগোস্লাভিয়া
 
  যুগোস্লাভিয়া
 
১০ জুন – রাঙ্কাগুয়া
 
  চেকোস্লোভাকিয়া তৃতীয় স্থান
 
  হাঙ্গেরি
 
১৬ জুন – সান্তিয়াগো
 
  চেকোস্লোভাকিয়া
 
  চিলি
 
 
  যুগোস্লাভিয়া
 

ফাইনাল সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "FIFA World Cup 1962 – Historical Football Kits"। Historicalkits.co.uk। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:১৯৬২ ফিফা বিশ্বকাপ