১৯৭৪ ফিফা বিশ্বকাপ

১৯৭৪ ফিফা বিশ্বকাপ চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের দশম আসরের চূড়ান্ত পর্ব ছিল, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ১৬টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই আসরটি জার্মানিতে ১৯৭৪ সালের ১৩ই জুন হতে ৭ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ১৯৬৬ সালের ৬ই জুলাই তারিখে অনুষ্ঠিত এক সভায় ইংল্যান্ডকে স্বাগতিক রাষ্ট্র হিসেবে নির্বাচন করা হয়েছিল।

১৯৭৪ ফিফা বিশ্বকাপ
FIFA World Cup 1974 - logo.svg
বিবরণ
স্বাগতিক দেশপশ্চিম জার্মানি
তারিখ১৩ জুন – ৭ জুলাই
দল১৬ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠ৯ (৯টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি (২য় শিরোপা)
রানার-আপ নেদারল্যান্ডস
তৃতীয় স্থান পোল্যান্ড
চতুর্থ স্থান ব্রাজিল
পরিসংখ্যান
ম্যাচ৩৮
গোল সংখ্যা৯৭ (ম্যাচ প্রতি ২.৫৫টি)
দর্শক সংখ্যা১৮,৬৫,৭৬২ (ম্যাচ প্রতি ৪৯,০৯৯ জন)
শীর্ষ গোলদাতাপোল্যান্ড জর্জ লাতো (৭টি গোল)
সেরা যুব খেলোয়াড়পোল্যান্ড ভোয়াদিস্লাভ জমুদা[১]
ফেয়ার প্লে পুরস্কার পশ্চিম জার্মানি[১]

১৯৭৪ সালের ৭ই জুলাই তারিখে অনুষ্ঠিত ফাইনালে পশ্চিম জার্মানি নেদারল্যান্ডসকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়লাভ করেছিল।

অংশগ্রহণকারী দলসম্পাদনা

এই আসরে নিম্নে উল্লেখিত ১৬টি দল অংশগ্রহণ করেছিল:

প্রথম পর্বসম্পাদনা

গ্রুপ ১সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  পূর্ব জার্মানি +৩ দ্বিতীয় পর্বে উন্নীত
  পশ্চিম জার্মানি +৩
  চিলি −১
  অস্ট্রেলিয়া −৫
উৎস: ফিফা

গ্রুপ ২সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  যুগোস্লাভিয়া ১০ +৯ দ্বিতীয় পর্বে উন্নীত
  ব্রাজিল +৩
  স্কটল্যান্ড +২
  জাইর ১৪ −১৪
উৎস: ফিফা

গ্রুপ ৩সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  নেদারল্যান্ডস +৫ দ্বিতীয় পর্বে উন্নীত
  সুইডেন +৩
  বুলগেরিয়া −৩
  উরুগুয়ে −৫
উৎস: ফিফা

গ্রুপ ৪সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  পোল্যান্ড ১২ +৯ দ্বিতীয় পর্বে উন্নীত
  আর্জেন্টিনা +২
  ইতালি +১
  হাইতি ১৪ −১২
উৎস: ফিফা

দ্বিতীয় পর্বসম্পাদনা

গ্রুপ এসম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  নেদারল্যান্ডস +৮ ফাইনালে উন্নীত
  ব্রাজিল তৃতীয় স্থান নির্ধারণীতে উন্নীত
  পূর্ব জার্মানি −৩
  আর্জেন্টিনা −৫
উৎস: ফিফা

গ্রুপ বিসম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  পশ্চিম জার্মানি +৫ ফাইনালে উন্নীত
  পোল্যান্ড +১ তৃতীয় স্থান নির্ধারণীতে উন্নীত
  সুইডেন −২
  যুগোস্লাভিয়া −৪
উৎস: ফিফা

নকআউট পর্বসম্পাদনা

তৃতীয় স্থান নির্ধারণীসম্পাদনা

ফাইনালসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "1974 FIFA World Cup Germany - Awards"FIFA.com। Fédération Internationale de Football Association। ৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগসম্পাদনা

টেমপ্লেট:১৯৭৪ ফিফা বিশ্বকাপ