১৯৭৮ ফিফা বিশ্বকাপ

১৯৭৮ সালের ফুটবল বিশ্বকাপ

১৯৭৮ সালে ১১ তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার ৫ টি শহরের ৬টি ভেন্যুতে। ১-২৫ জুন অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বমোট ১৬ টি দেশ অংশ নেয়। ২৫ জুনের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড। আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে নেদারল্যান্ড কে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শিরোপা ১ম বারের মতো ঘরে তোলে। ৩য় এবং ৪র্থ স্থান পায় যথাক্রমে ব্রাজিল এবং ইটালি । সর্বমোট ম্যাচ হয় ৩৮টি এবং গোল হয় ১০২টি। সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন ম্যারিও ক্যাম্পেস।

1978 FIFA World Cup
Copa Mundial de Fútbol Argentina '78
Logo Mundial 78.svg
1978 FIFA World Cup official logo
বিবরণ
স্বাগতিক দেশArgentina
তারিখ1–25 June
দল16 (5টি কনফেডারেশন থেকে)
মাঠ(5টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (1তম শিরোপা)
রানার-আপ নেদারল্যান্ডস
তৃতীয় স্থান ব্রাজিল
চতুর্থ স্থান ইতালি
পরিসংখ্যান
ম্যাচ৩৮
গোল সংখ্যা১০২ (ম্যাচ প্রতি ২.৬৮টি)
দর্শক সংখ্যা১৫,৪৫,৭৯১ (ম্যাচ প্রতি ৪০,৬৭৯ জন)
শীর্ষ গোলদাতাআর্জেন্টিনা Mario Kempes (6 goals)
সেরা যুব খেলোয়াড়ইতালি Antonio Cabrini[১]
ফেয়ার প্লে পুরষ্কার আর্জেন্টিনা[১]
1974
1982
দানিয়েল পাসারেয়া

টাইব্রেকারসম্পাদনা

১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপে প্রথম চালু হয়েছিল টাইব্রেকার। সেবার অবশ্য টাইব্রেকারের প্রয়োজন হয়নি।[২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "1978 FIFA World Cup Argentina - Awards"FIFA.com। Fédération Internationale de Football Association। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "টাইব্রেকার"