১৯৭৮ ফিফা বিশ্বকাপ
১৯৭৮ সালের ফুটবল বিশ্বকাপ
১৯৭৮ সালে ১১ তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আর্জেন্টিনার ৫ টি শহরের ৬টি ভেন্যুতে। ১-২৫ জুন অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বমোট ১৬ টি দেশ অংশ নেয়। ২৫ জুনের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড। আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে নেদারল্যান্ড কে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শিরোপা ১ম বারের মতো ঘরে তোলে। ৩য় এবং ৪র্থ স্থান পায় যথাক্রমে ব্রাজিল এবং ইটালি । সর্বমোট ম্যাচ হয় ৩৮টি এবং গোল হয় ১০২টি। সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন ম্যারিও ক্যাম্পেস।
Copa Mundial de Fútbol Argentina '78 | |
---|---|
![]() 1978 FIFA World Cup official logo | |
বিবরণ | |
স্বাগতিক দেশ | Argentina |
তারিখ | 1–25 June |
দল | 16 (5টি কনফেডারেশন থেকে) |
মাঠ | 6 (5টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
তৃতীয় স্থান | ![]() |
চতুর্থ স্থান | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ৩৮ |
গোল সংখ্যা | ১০২ (ম্যাচ প্রতি ২.৬৮টি) |
দর্শক সংখ্যা | ১৫,৪৫,৭৯১ (ম্যাচ প্রতি ৪০,৬৭৯ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() |
সেরা যুব খেলোয়াড় | ![]() |
ফেয়ার প্লে পুরস্কার | ![]() |

টাইব্রেকার সম্পাদনা
১৯৭৮ আর্জেন্টিনা বিশ্বকাপে প্রথম চালু হয়েছিল টাইব্রেকার। সেবার অবশ্য টাইব্রেকারের প্রয়োজন হয়নি।[২]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "1978 FIFA World Cup Argentina - Awards"। FIFA.com। Fédération Internationale de Football Association। ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "টাইব্রেকার"।