১৯৮৬ ফিফা বিশ্বকাপ

ফুলবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ১৩ তম আসরের

১৯৮৬ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 1986 FIFA World Cup) হল ফিফা বিশ্বকাপের ১৩তম আসর যা মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের ৩১ মে থেকে ২৯ জুন পর্যন্ত। এতে অংশগ্রহণ করে ২৪টি দেশ। প্রকৃতপক্ষে, বিশ্বকাপের এই আসর আয়োজনের জন্য কলম্বিয়াকে নির্বাচিত করেছিল ফিফা, কিন্তু অর্থনৈতিক কারণে ১৯৮২ সালে তারা তা প্রত্যাহার করে নেয়। ১৯৮৩ সালের মে মাসে নতুন আয়োজক হিসেবে মেক্সিকোকে নির্বাচিত করা হয়।

১৯৮৬ ফিফা বিশ্বকাপ
Copa Mundial de Fútbol México '86
১৯৮৬ ফিফা বিশ্বকাপ.svg
১৯৮৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগো
বিবরণ
স্বাগতিক দেশমেক্সিকো
তারিখ৩১ মে – ২৯ জুন (৩০ দিন)
দল২৪ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠ১২ (৯টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (২য় শিরোপা)
রানার-আপ পশ্চিম জার্মানি
তৃতীয় স্থান ফ্রান্স
চতুর্থ স্থান বেলজিয়াম
পরিসংখ্যান
ম্যাচ৫২
গোল সংখ্যা১৩২ (ম্যাচ প্রতি ২.৫৪টি)
দর্শক সংখ্যা২৩,৯৩,০৩১ (ম্যাচ প্রতি ৪৬,০২০ জন)
শীর্ষ গোলদাতাইংল্যান্ড গ্যারি লিনেকার (৬ গোল)
সেরা খেলোয়াড়আর্জেন্টিনা দিয়েগো মারাদোনা
Maradona-Mundial 86 con la copa.JPG
পিকে, ১৯৮৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মাসকট।

বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হল আর্জেন্টিনা (দ্বিতীয় শিরোপা)। দলের নেতৃত্ব দেন দিয়েগো মারাদোনা, যিনি একই কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কুখ্যাত “হ্যান্ড অফ গড” এবং “শতাব্দীর সেরা গোল” হিসেবে নির্বাচিত গোল দুইটি করেন। পুরো প্রতিযোগিতায় তিনি করেন পাঁচ গোল এবং সতীর্থদের দিয়ে করান আরও পাঁচটি গোল।[১] ফাইনালে মেক্সিকো সিটির ইস্তাদিও অ্যাজতেকায় পশ্চিম জার্মানিকে ৩–২ গোলে হারায় আর্জেন্টিনা। পুরো প্রতিযোগিতায় মোট দর্শক উপস্থিতি ছিল ২,৩৯৩,০৩১, গড় হিসেবে প্রতি খেলায় ৪৬,০১৯।[২]

এই প্রতিযোগিতার ধরন ১৯৮২-এর চেয়ে ভিন্ন ছিল। দ্বিতীয় পর্বে গ্রুপের পরিবর্তে নক-আউট পদ্ধতি চালু ছিল। অংশগ্রহণকারী ২৪টি দলকে চারটি করে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছিল (এ থেকে এফ)। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং ছয়টি গ্রুপ হতে তৃতীয় স্থানে থাকা চারটি শীর্ষ দল দ্বিতীয় পর্বের টিকিট পায়। এটিই ছিল শেষ বিশ্বকাপ যেখানে একই মহাদেশের দলগুলোকে সম্পূর্ণরূপে আলাদা না করে প্রথম পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার পর নতুন নিয়মের অধীনে বিশ্বকাপের প্রতিটি গ্রুপে দুইটি বা তিনটি করে ইউরোপীয় দল বিদ্যমান থাকে। ১৯৮৬ বিশ্বকাপে, গ্রুপ বি-তে শুধুমাত্র একটি ইউরোপীয় দল ছিল (বেলজিয়াম)।

আয়োজক নির্বাচনসম্পাদনা

১৯৭৪ সালের জুনে আয়োজক হিসেবে কলম্বিয়াকে নির্বাচিত করে ফিফা। তবে কলম্বিয়ান কর্তৃপক্ষ ১৯৮২ সালে জানায় যে অর্থনৈতিক কারণে ফিফার শর্তাবলীর অধীনে তারা বিশ্বকাপ আয়োজনে অপারগ। তাই ১৯৮৩ সালের ২০ মে, নতুন আয়োজক হিসেবে মেক্সিকোকে নির্বাচিত করে ফিফা। ফলে প্রথম জাতি হিসেবে দুইবার ফিফা বিশ্বকাপ আয়োজনের সুযোগ লাভ করে তারা। ১৯৮৫ সালে বিশ্বকাপ শুরুর আট মাস আগে মেক্সিকোতে একটি তীব্র ভূমিকম্প আঘাত হানে। ফলে মেক্সিকোর বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য সন্দেহের মুখে পড়ে। কিন্তু স্টেডিয়ামগুলোর কোনো প্রকার ক্ষতি না হওয়ায় তারা প্রস্তুতি চালিয়ে যায়।

যোগ্যতাসম্পাদনা

 
  বিশ্বকাপে অংশগ্রহনকারী দেশ
  বিশ্বকাপে অংশগ্রহনে ব্যর্থ দেশ
  বিশ্বকাপে অংশগ্রহন করেনি এমন দেশ
  ফিফার সদস্য নয় এমন দেশ

তিনটি দেশ প্রথমবারের মত বিশ্বকাপে অংশগ্রহণ করে: কানাডা, ডেনমার্ক এবং ইরাকহন্ডুরাসের বিপক্ষে ২–১ গোলে জয় লাভ করে কানাডা তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে। ইরান–ইরাক যুদ্ধের কারণে ইরাক তাদের প্রত্যেকটি হোম ম্যাচ নিরপেক্ষ মাঠে খেলে। ১৯৫৪ সালের পর প্রথমবারের মত এবার অংশগ্রহণ করে দক্ষিণ কোরিয়া, প্যারাগুয়ে ১৯৫৮ সালের এবং পর্তুগাল ১৯৬৬ সালের পর প্রথমবারের মত অংশগ্রহণ করে। ২০১০ অনুসারে, এই শেষবারের মত হাঙ্গেরি, কানাডা, ইরাক এবং উত্তর আয়ারল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করে।

মাঠসমূহসম্পাদনা

এগারটি শহরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শহর স্টেডিয়াম ধারণ ক্ষমতা খেলাসমূহ প্রথম পর্বের স্বাগতিক দল
মেক্সিকো সিটি ইস্তাদিও অ্যাজতেকা ১১৪,৬০০ উদ্বোধনী খেলা, গ্রুপ বি, ২য় পর্ব,
কো.ফা, সে.ফা, ফাইনাল
  মেক্সিকো
মেক্সিকো সিটি ইস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতারিও ৭২,০০০ গ্রুপ এ, ২য় পর্ব   আর্জেন্টিনা,   বুলগেরিয়া,   দক্ষিণ কোরিয়া
গুয়াদালাজারা ইস্তাদিও জালিস্কো ৬৬,০০০ গ্রুপ ডি, ২য় পর্ব, কো.ফা, সে.ফা   ব্রাজিল
পুয়েব্লা ইস্তাদিও কুয়াতেমক ৪৬,০০০ গ্রুপ এ, ২য় পর্ব, কো.ফা,
তৃতীয় স্থান নির্ধারণী
  ইতালি
স্যান নিকোলাস দি লস গার্জা ইস্তাদিও ইউনিভার্সিতারিও ৪৪,০০০ গ্রুপ এফ, ২য় পর্ব, কো.ফা   পোল্যান্ড
কুয়েরেতারো ইস্তাদিও লা করেগিদোরা ৪০,৭৮৫ গ্রুপ ই, ২য় পর্ব   পশ্চিম জার্মানি
মনতেরেই ইস্তাদিও টেকনোলোজিকো ৩৮,০০০ গ্রুপ এফ   ইংল্যান্ড,   পর্তুগাল*,   মরক্কো*
লিওন ইস্তাদিও ন্যু ক্যাম্প ৩৫,০০০ গ্রুপ সি, ২য় পর্ব   ফ্রান্স
নেজাহুয়ালকোয়োট্ল ইস্তাদিও নেজা ৮৬ ৩৫,০০০ গ্রুপ ই   উরুগুয়ে,   ডেনমার্ক,   স্কটল্যান্ড
ইরাপুয়াতো ইস্তাদিও সার্জিও লিওন শ্যাভেজ ৩২,০০০ গ্রুপ সি   সোভিয়েত ইউনিয়ন,   হাঙ্গেরি,   কানাডা
জাপোপান, জালিস্কো ইস্তাদিও ত্রেস দি মার্জো ৩০,০০০ গ্রুপ ডি   স্পেন*,   উত্তর আয়ারল্যান্ড,   আলজেরিয়া*
তলুকা ইস্তাদিও নেমেসিও দিয়েজ ৩০,০০০ গ্রুপ বি   বেলজিয়াম,   প্যারাগুয়ে,   ইরাক
  • মরোক্কো এবং পর্তুগাল খেলেছে গুয়াদালাজারায় যখন স্পেন এবং আলজেরিয়া খেলেছে মনতেরেই-এ।
 
 
গুয়াদালাজারা
 
ইরাপুয়াতো
 
লিওন
 
মেক্সিকো সিটি
 
মনতেরেই
 
নেজাহুয়ালকোয়োট্ল
 
পুয়েব্লা
 
কুয়েরেতারো
 
স্যান নিকোলাস দি লস গার্জা
 
তলুকা
 
জাপোপান
১৯৮৬ বিশ্বকাপের ভেন্যুসমূহের অবস্থান নির্দেশকারী মানচিত্র

ম্যাচ অফিসিয়ালসম্পাদনা

আফ্রিকা
এশিয়া
ইউরোপ

উত্তর এবং মধ্য আমেরিকা
ওসেনিয়া
দক্ষিণ আমেরিকা

সিডিংসম্পাদনা

পট ১ পট ২ পট ৩ পট ৪

ফলসমূহসম্পাদনা

  চ্যাম্পিয়ন
  রানার-আপ
  তৃতীয় স্থান
  চতুর্থ স্থান
  কোয়ার্টার-ফাইনাল
  রাউন্ড অফ ১৬
  গ্রুপ পর্ব

প্রথম পর্বসম্পাদনা

গ্রুপ চ্যাম্পিয়ন, রানার-আপ এবং শীর্ষ চার তৃতীয় স্থানের দল যারা রাউন্ড অফ ১৬-তে পৌছেছে।

গ্রুপ এসম্পাদনা

দল খে ড্র পরা প্রা বি পা
  আর্জেন্টিনা +৪
  ইতালি +১
  বুলগেরিয়া –২
  দক্ষিণ কোরিয়া –৩





গ্রুপ বিসম্পাদনা

দল খে ড্র পরা প্রা বি পা
  মেক্সিকো +২
  প্যারাগুয়ে +১
  বেলজিয়াম
  ইরাক –৩





গ্রুপ সিসম্পাদনা

দল খে ড্র পরা প্রা বি পা
  সোভিয়েত ইউনিয়ন +৮
  ফ্রান্স +৪
  হাঙ্গেরি –৭
  কানাডা –৫
কানাডা  ০ – ১  ফ্রান্স
প্রতিবেদন পাপিন   ৭৯'





গ্রুপ ডিসম্পাদনা

দল খে ড্র পরা প্রা বি পা
  ব্রাজিল +৫
  স্পেন +৩
  উত্তর আয়ারল্যান্ড –৪
  আলজেরিয়া –৪





আলজেরিয়া  ০ – ৩  স্পেন
প্রতিবেদন কালদেরে   ১৫'৬৮'
এলয়   ৭০'

গ্রুপ ইসম্পাদনা

দল খে ড্র পরা প্রা বি পা
  ডেনমার্ক +৮
  পশ্চিম জার্মানি –১
  উরুগুয়ে –৫
  স্কটল্যান্ড –২





গ্রুপ এফসম্পাদনা

দল খে ড্র পরা প্রা বি পা
  মরক্কো +২
  ইংল্যান্ড +২
  পোল্যান্ড –২
  পর্তুগাল –২





তৃতীয় স্থানে থাকা দলগুলোর তালিকাসম্পাদনা

গ্রুপ দল খে ড্র পরা প্রা বি পা
বি   বেলজিয়াম
এফ   পোল্যান্ড –২
  বুলগেরিয়া –২
  উরুগুয়ে –৫
সি   হাঙ্গেরি –৭
ডি   উত্তর আয়ারল্যান্ড –৪

১৯৯৪ বিশ্বকাপ থেকে, বিজয়ী দলগুলোকে দুই পয়েন্টের পরিবর্তে তিন পয়েন্ট করে দেওয়া শুরু হয়। এই নিয়ম হলে হাঙ্গেরি বুলগেরিয়ার উপরে অবস্থান করত এবং উরুগুয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যেত।

নকআউট পর্বসম্পাদনা

 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
১৬ জুন – পুয়েব্লা
 
 
  আর্জেন্টিনা
 
২২ জুন – মেক্সিকো সিটি
 
  উরুগুয়ে
 
  আর্জেন্টিনা
 
১৮ জুন – মেক্সিকো সিটি
 
  ইংল্যান্ড
 
  ইংল্যান্ড
 
২৫ জুন – মেক্সিকো সিটি
 
  প্যারাগুয়ে
 
  আর্জেন্টিনা
 
১৮ জুন – কুয়েরেতারো
 
  বেলজিয়াম
 
  ডেনমার্ক
 
২২ জুন – পুয়েব্লা
 
  স্পেন
 
  স্পেন১ (৪)
 
১৫ জুন – লিওন
 
  বেলজিয়াম (পেন.)১ (৫)
 
  সোভিয়েত ইউনিয়ন
 
২৯ জুন – মেক্সিকো সিটি
 
  বেলজিয়াম (অ.স.প.)
 
  আর্জেন্টিনা
 
১৬ জুন – গুয়াদালাজারা
 
  পশ্চিম জার্মানি
 
  ব্রাজিল
 
২১ জুন – গুয়াদালাজারা
 
  পোল্যান্ড
 
  ব্রাজিল১ (৩)
 
১৭ জুন – মেক্সিকো সিটি
 
  ফ্রান্স (পেন.)1 (4)
 
  ইতালি
 
২৫ জুন – গুয়াদালাজারা
 
  ফ্রান্স
 
  ফ্রান্স
 
১৭ জুন – মনতেরেই
 
  পশ্চিম জার্মানিতৃতীয় স্থান
 
  মরক্কো
 
২১ জুন – মনতেরেই২৮ জুন – পুয়েব্লা
 
  পশ্চিম জার্মানি
 
  পশ্চিম জার্মানি (পেন.)০ (৪)  ফ্রান্স (অ.স.প.)
 
১৫ জুন – মেক্সিকো সিটি
 
  মেক্সিকো০ (১)   বেলজিয়াম
 
  মেক্সিকো
 
 
  বুলগেরিয়া
 

১৬ দলের পর্বসম্পাদনা








কোয়ার্টার-ফাইনালসম্পাদনা




সেমি-ফাইনালসম্পাদনা


তৃতীয় স্থান নির্ধারণী খেলাসম্পাদনা

ফাইনালসম্পাদনা

পুরস্কারসমূহসম্পাদনা

সূত্র:[৩]

গোল্ডেন বুট গোল্ডেন বল ফিফা ফেয়ার প্লে শিরোপা
  গ্যারি লিনেকার   দিয়েগো মারাদোনা   ব্রাজিল

গোলদাতা খেলোয়াড়গনসম্পাদনা

প্রতিযোগিতায় যেসব খেলোয়াড়দের লাল কার্ড দেখানো হয়েছেসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "1986 FIFA World Cup Mexico – Overview"FIFA.comফিফা। ১০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩ 
  2. "1986 FIFA World Cup Mexico"FIFA.comফিফা। ১৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৩ 
  3. "1986 FIFA World Cup Mexico – Awards"FIFA.comফিফা। ১৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  4. "HUNGARY - CANADA"Planet World Cup। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩ 

বহিঃসংযোগসম্পাদনা