মরক্কো জাতীয় ফুটবল দল

মরক্কো জাতীয় ফুটবল দল ফরাসি: Équipe du Maroc de football, স্পেনীয়: Selección de fútbol de Marruecos, আরবি: منتخب المغرب لكرة القدم‎‎, তামাজিঘত: ⵜⴰⵔⴰⴱⴱⵓⵓⵜ ⴰⵏⴰⵎⵓⵔ ⵏ ⵍⵎⵖⵔⵉⴱ, ইংরেজি: Morocco national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মরক্কো প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মরক্কো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মরক্কী ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৭ সালের ১৯শে অক্টোবর তারিখে, মরক্কো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; লেবাননের বৈরুতে অনুষ্ঠিত মরক্কো এবং ইরাকের মধ্যকার উক্ত ম্যাচটি ৩–৩ গোলের ড্র হয়েছে। মরক্কো হচ্ছে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০১৮ সালে নাইজেরিয়াকে ৪–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

মরক্কো
দলের লোগো
ডাকনামলেস লায়ন্স দে ল'আতলাস (আতলাসের সিংহ)
অ্যাসোসিয়েশনমরক্কী ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচভাহিদ হালিলহোদজিচ
অধিনায়কহোমাঁ সাইস
সর্বাধিক ম্যাচনুরুদ্দিন নায়বিত (১১৫)[১]
শীর্ষ গোলদাতাআহমেদ ফারাস (৩৬)[১]
মাঠবিভিন্ন
ফিফা কোডMAR
ওয়েবসাইটfrmf.ma
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ২৪ অপরিবর্তিত (৩১ মার্চ ২০২২)[২]
সর্বোচ্চ১০ (এপ্রিল ১৯৯৮, মার্চ ১৯৯৮, ফেব্রুয়ারি ১৯৯৭[৩])
সর্বনিম্ন৯৫ (সেপ্টেম্বর ২০১০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৩৪ বৃদ্ধি ৮ (৩০ এপ্রিল ২০২২)[৪]
সর্বোচ্চ১৭ (ডিসেম্বর ১৯৯৮)
সর্বনিম্ন৮১ (মে ২০১৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মরক্কো ৩–৩ ইরাক 
(বৈরুত, লেবানন; ১৯ অক্টোবর ১৯৫৭)
বৃহত্তম জয়
 মরক্কো ১৩–১ সৌদি আরব 
(কাসাব্লাঙ্কা, মরক্কো; ৬ সেপ্টেম্বর ১৯৬১)
বৃহত্তম পরাজয়
 হাঙ্গেরি ৬–০ মরক্কো 
(টোকিও, জাপান; ১১ অক্টোবর ১৯৬৪)
বিশ্বকাপ
অংশগ্রহণ৫ (১৯৭০-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০২২)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১৭ (১৯৭২-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৭৬)
আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৩ (২০১৪-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১৮)

লেস লায়ন্স দে ল'আতলাস নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভাহিদ হালিলহোদজিচ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের রক্ষণভাগের খেলোয়াড় হোমাঁ সাইস

মরক্কো এপর্যন্ত ৫ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৮৬ ফিফা বিশ্বকাপের ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা পশ্চিম জার্মানির কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে মরক্কো অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৭৬) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, মরক্কো ২০১৮ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের সিরপা জয়লাভ করেছে।

আব্দুলমজিদ দোলমি, আল্লাল বিন কাসু, নুরুদ্দিন নায়বিত, হাকিম জিয়েশ এবং ইউসুফ আল-আরবির মতো খেলোয়াড়গণ মরক্কো জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিংসম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মরক্কো তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১০ম) অর্জন করে এবং ২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ৯৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মরক্কো সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৭তম (যা তারা ১৯৯৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২২     পেরু ১৫৬২.৩২
২৩     জাপান ১৫৫৩.৪৪
২৪     মরক্কো ১৫৫১.৮৮
২৫     সার্বিয়া ১৫৪৭.৫৩
২৬     পোল্যান্ড ১৫৪৪.২
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[৪]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৩২     নরওয়ে ১৭৪৭
৩৩   ১৯   কোস্টা রিকা ১৭৪৩
৩৪     মরক্কো ১৭৩৮
৩৫     স্কটল্যান্ড ১৭৩০
৩৬     সেনেগাল ১৭২৯

প্রতিযোগিতামূলক তথ্যসম্পাদনা

ফিফা বিশ্বকাপসম্পাদনা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ ফ্রান্সের অংশ ছিল ফ্রান্সের অংশ ছিল
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৬২ উত্তীর্ণ হয়নি
  ১৯৬৬ প্রত্যাহার প্রত্যাহার
  ১৯৭০ গ্রুপ পর্ব ১৪তম ১০ ১১
  ১৯৭৪ উত্তীর্ণ হয়নি ১০ ১২ ১৩
  ১৯৭৮
  ১৯৮২
  ১৯৮৬ ১৬ দলের পর্ব ১তম ১২
  ১৯৯০ উত্তীর্ণ হয়নি
  ১৯৯৪ গ্রুপ পর্ব ২৩তম ১০ ১৯
  ১৯৯৮ গ্রুপ পর্ব ১৮তম ১৪
    ২০০২ উত্তীর্ণ হয়নি ১০ ১১
  ২০০৬ ১০ ১৭
  ২০১০ ১০ ১৪ ১৩
  ২০১৪
  ২০১৮ গ্রুপ পর্ব ২৭তম ১৩
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ১৬ দলের পর্ব ৫/২১ ১৬ ১৪ ২২ ১১৬ ৫৩ ৪১ ২২ ১৫৯ ৮০

অর্জনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. Morocco - Record International Players
  2. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 
  3. "Morocco's FIFA World Ranking April 1998"। FIFA Ranking। ২২ এপ্রিল ১৯৯৮। 
  4. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগসম্পাদনা