জিকো

ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়

জিকো (পুরো নাম আর্থার অ্যান্টুনেস কোইমব্রা) (জন্ম: ৩ মার্চ ১৯৫৩) একজন ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়। তাকে "সাদা পেলে" এবং সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।[] তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৭১টি ম্যাচ খেলেছেন এবং ৪৮টি গোল করেছেন।

জিকো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আর্থার অ্যান্টুনেস কোইমব্রা
জন্ম ৩ মার্চ, ১৯৫৩
জন্ম স্থান রিও দি জেনেইরো, ব্রাজিল
উচ্চতা ১.৭২ মিটার
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৬৭-১৯৭১ ফ্ল্যামেঙ্গো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৭১-১৯৮৩
১৯৮৩-১৯৮৫
১৯৮৫-১৯৮৯
১৯৯১-১৯৯৪
ফ্ল্যামেঙ্গো
উডিনেসে
ফ্ল্যামেঙ্গো
কাশিমা অ্যান্টলার্স
(৬৩৭) (৪৭৮)
(৭৯) (৫৬)
(৯৪) (৩০)
(৮৮) (৫৪)
মোট ৭৩১ (৫০৮)
জাতীয় দল
১৯৭৬-১৯৮৬ ব্রাজিল (৭১) (৪৮)
পরিচালিত দল
২০০২-২০০৬
২০০৬-২০০৮
জাপান
ফেনেরবাচি
অর্জন ও সম্মাননা
Men's Football
 ব্রাজিল-এর প্রতিনিধিত্বকারী (একজন খেলোয়ার হিসেবে)
ফিফা বিশ্বকাপ
তৃতীয় স্থান ১৯৭৮ আর্জেন্টিনা
কোপা আমেরিকা
তৃতীয় স্থান ১৯৭৯ দক্ষিণ আমেরিকা
 জাপান-এর প্রতিনিধিত্বকারী (একজন ম্যানেজার হিসেবে)
এএফসি এশিয়ান কাপ
বিজয়ী ২০০৪ চীন
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Women's Youth Olympic Football Tournaments Buenos Aires 2018"ফিফা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৩