কোপা আমেরিকা
কাম্পিয়োনাতো সুদামেরিকানো কোপা আমেরিকা[১] (স্পেনীয়: Campeonato Sudamericano Copa América), কোপা আমেরিকা (আমেরিকা কাপ) নামেও পরিচিত, দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের একটি নিয়মিত ফুটবল প্রতিযোগিতা। এটি সবচেয়ে পুরনো আন্তর্জাতিক মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা।[২] ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার আগে এ টুর্নামেন্ট চালু হয়। ১৯১৬ সালে চালু হওয়া এই টুর্নামেন্ট ১৯৭৫ সালে বতর্মান নাম কোপা আমেরিকা ধারন করে। ১৯১০ সালে এই প্রতিযোগিতা পরীক্ষামূলক চালু হয়েছিল। বর্তমানে বারটি দেশের অংশগ্রহণে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯৯০ সাল থেকে উত্তর আমেরিকা ও এশিয়া থেকে দুটি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯১৬ (সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) ১৯৭৫ (কোপা আমেরিকা) |
---|---|
অঞ্চল | দক্ষিণ আমেরিকা (কনমেবল) |
দলের সংখ্যা | ১২ |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সর্বাধিক সফল ক্লাব | ![]() |
ওয়েবসাইট | ca2011.com |
![]() |
![]() উরুগুয়ের সমর্থকরা ২০১১ কোপা আমেরিকা বিজয় উদযাপন করছে | |
প্রতিযোগিতাসমূহ | |
---|---|
২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত ৪৬টি আসরে আটটি দল শিরোপা অর্জন করে, কনমেবলের দশটি দল থেকে কেবল ইকুয়েডর ও ভেনেজুয়েলা এখনো বিজয়ী হতে পারেনি। উরুগুয়ে সর্বাধিক ১৫ বার চ্যাম্পিয়ন হয়, তাদের পরপরই ১৪ বার শিরোপা অর্জনকারী আর্জেন্টিনার অবস্থান। বর্তমান বিজয়ী ব্রাজিল ৯ বার শিরোপা অর্জন করে। আর্জেন্টিনা ১৯১৬ সালে প্রথম আসরের আয়োজক এবং তারা ৯ বার এই আসর আয়োজন করে। মার্কিন যুক্তরাষ্ট্র কনমেবলের বাইরে একমাত্র আয়োজক দেশ, যারা ২০১৬ সালের আসর আয়োজন করে।[৩] ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ও ২০২০ সালে দক্ষিণ আমেরিকার একাধিক দেশে এই আসর আয়োজন হয়েছে এবং হবে।
আয়োজকসম্পাদনা
১৯৮৭ সাল থেকে কোপা আমেরিকা প্রতিযোগিতার মাসকট বা লোগো ছিল। ১৯৮৭ সালের প্রতিযোগিতার মাসকট গার্দেলিতো হল প্রথম কোপা আমেরিকার মাসকট।
আয়োজক দেশ | আয়োজনের সংস্করণ |
---|---|
আর্জেন্টিনা | ১০ (১৯১৬, ১৯২১, ১৯২৫, ১৯২৯, ১৯৩৭, ১৯৪৬, ১৯৫৯, ১৯৮৭, ২০১১, ২০২০) |
উরুগুয়ে | ৭ (১৯১৭, ১৯২৩, ১৯২৪, ১৯৪২, ১৯৫৬, ১৯৬৭, ১৯৯৫) |
চিলি | ৭ (১৯২০, ১৯২৬, ১৯৪১, ১৯৪৫, ১৯৫৫, ১৯৯১, ২০১৫) |
পেরু | ৬ (১৯২৭, ১৯৩৫, ১৯৩৯, ১৯৫৩, ১৯৫৭, ২০০৪) |
ব্রাজিল | ৫ (১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ২০১৯) |
ইকুয়েডর | ৪ (১৯৪৭, ১৯৫৯, ১৯৯৩, ২০২৪) |
কোন আয়োজক নেই | ৩ (১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩) |
বলিভিয়া | ২ (১৯৬৩, ১৯৯৭) |
কলম্বিয়া | ২ (২০০১, ২০২০) |
প্যারাগুয়ে | ১ (১৯৯৯) |
ভেনেজুয়েলা | ১ (২০০৭) |
মার্কিন যুক্তরাষ্ট্রক | ১ (২০১৬) |
- ক = কনমেবলের বাইরের আয়োজক
আমন্ত্রিত দলসম্পাদনা
Team | ১৯৯৩ |
১৯৯৫ |
১৯৯৭ |
১৯৯৯ |
২০০১ |
২০০৪ |
২০০৭ |
২০১১ |
২০১৫ |
২০১৬ |
২০১৯ |
২০২০ |
সংস্করণ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া | – | – | – | – | – | – | – | – | – | – | – | TBD | ১ |
কোস্টা রিকা | – | – | গ্রু-প | – | কো-ফা | কো-ফা | – | GS | – | গ্রু-প | – | – | ৫ |
হাইতি | – | – | – | – | – | – | – | – | – | গ্রু-প | – | – | ১ |
হন্ডুরাস | – | – | – | – | তৃতীয় | – | – | – | – | – | – | – | ১ |
জ্যামাইকা | – | – | – | – | – | – | – | – | গ্রু-প | গ্রু-প | – | – | ২ |
জাপান | – | – | – | গ্রু-প | – | – | – | – | – | – | গ্রু-প | – | ২ |
মেক্সিকো | দ্বিতীয় | কো-ফা | তৃতীয় | তৃতীয় | দ্বিতীয় | কো-ফা | তৃতীয় | গ্রু-প | গ্রু-প | কো-ফা | – | – | ১০ |
পানামা | – | – | – | – | – | – | – | – | – | গ্রু-প | – | – | ১ |
কাতার | – | – | – | – | – | – | – | – | – | – | গ্রু-প | TBD | ২ |
মার্কিন যুক্তরাষ্ট্র | গ্রু-প | চতুর্থ | – | – | – | – | গ্রু-প | – | – | চতুর্থ | – | – | ৪ |
- কো-ফা= কোয়ার্টার-ফাইনাল, গ্রু-প = গ্রুপ পর্ব, দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ = চূড়ান্ত অবস্থান
পদক গণনাসম্পাদনা
২০১৯ সালের আয়োজন পর্যন্ত:
ক্রম | জাতি | স্বর্ণ | রোপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | উরুগুয়ে | ১৫ | ৬ | ৯ | ৩০ |
২ | আর্জেন্টিনা | ১৪ | ১৪ | ৫ | ৩৩ |
৩ | ব্রাজিল | ৯ | ১১ | ৭ | ২৭ |
৪ | প্যারাগুয়ে | ২ | ৬ | ৭ | ১৫ |
৫ | চিলি | ২ | ৪ | ৫ | ১১ |
৬ | পেরু | ২ | ১ | ৮ | ১১ |
৭ | কলম্বিয়া | ১ | ১ | ৪ | ৬ |
৮ | বলিভিয়া | ১ | ১ | ০ | ২ |
৯ | মেক্সিকো | ০ | ২ | ৩ | ৫ |
১০ | হন্ডুরাস | ০ | ০ | ১ | ১ |
মোট (১০টি জাতি) | ৪৬ | ৪৬ | ৪৯ | ১৪১ |
- ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা হয়নি।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "X Campeonato Sud Americano de Football"। বিব্লিওটেকা.এএফএ। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "The oldest continental tournament in the world"। কনমেবল.কম। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৪।
- ↑ "CONCACAF and CONMEBOL Announce Agreement to Bring Copa America 2016 to the United States"। কনকাকাফ.কম। ১ মে ২০১৪।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |