মাইকেল লাউড্রপ

ডেনীয় ফুটবলার

মাইকেল লাউড্রপ (ইংরেজি: Michael Laudrup)(জন্ম: ১৫ই জুন, ১৯৬৪) ডেনমার্কের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। তার সবচেয়ে বিখ্যাত অর্জনগুলির একটি হল স্পেনের বার্সেলোনা ক্লাবের হয়ে পরপর চারটি লা লিগা শিরোপো জয়। এরপর তিনি আলোচিত দলবদলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ক্লাবে যোগ দিয়েই পরপর পঞ্চমবার লা-লিগা শিরোপোর গর্বের অংশীদার হন। ১৯৮২ সালে নিজের ১৮ তম জন্মদিনে ডেনমার্ক জাতীয় দলে তার অভিষেক। দেশের পক্ষে ১০৪টি ম্যাচ খেলে গোল করেছেন ৩৭টি। এর মাঝে শেষ ২৭টি ম্যাচে দলের অধিনায়কত্বের ভূমিকায় ছিলেন। অধিনায়ক হিসেবে তার সেরা সাফল্য ১৯৯৫ কনফেডারেশন্স কাপ জয়। ১৯৯৮ সালে তিনি খেলোয়াড়ী জীবনের ইতি টানেন।

মাইকেল লাউড্রপ
২০১৬ সালে লাউড্রপ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাইকেল লাউড্রপ[]
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান অ্যাটাকিং মিডফিল্ডার
যুব পর্যায়
১৯৭১–১৯৭৩ ভ্যানলোস
১৯৭৩–১৯৭৪ ব্র্যান্ডবি
১৯৭৪–১৯৮০ কেবি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮১ কেবি ১৪ (৩)
১৯৮২–১৯৮৩ ব্র্যান্ডবি ৩৮ (২৪)
১৯৮৩–১৯৮৫ ল্যাজিও ৬০ (৯)
১৯৮৫–১৯৮৯ জুভেন্টাস ১০৩ (১৬)
১৯৮৯–১৯৯৪ বার্সেলোনা ১৬৬ (৪১)
১৯৯৪–১৯৯৬ রিয়াল মাদ্রিদ ৬২ (১২)
১৯৯৬–১৯৯৭ ভিসেল কোবে ১৫ (৫)
১৯৯৭–১৯৯৮ আয়াক্স ২১ (১১)
মোট ৪৭৮ (১১৯)
জাতীয় দল
১৯৮০ ডেনমার্ক অনূর্ধ্ব-১৭ (২)
১৯৮০–১৯৮১ ডেনমার্ক অনূর্ধ্ব-১৯ ১৯ (১২)
১৯৮২ ডেনমার্ক অনূর্ধ্ব-২১ (০)
১৯৮২–১৯৯৮ ডেনমার্ক ১০৪ (৩৭)
পরিচালিত দল
২০০০–২০০২ ডেনমার্ক (সহকারী ম্যানেজার)
২০০২–২০০৬ ব্র্যান্ডবি
২০০৭–২০০৮ গেটাফে
২০০৮–২০০৯ স্পার্টাক মস্কো
২০১০–২০১১ ম্যালোর্কা
২০১২–২০১৪ সোয়ানসি সিটি
২০১৪–২০১৫ লেখউইয়া
২০১৬–২০১৮ আল রাইয়ান
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 ডেনমার্ক-এর প্রতিনিধিত্বকারী
ফিফা কনফেডারেশন্স কাপ
বিজয়ী ১৯৯৫ সৌদি আরব
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

সাহিত্য

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
  • (ডেনীয়) Jørgen Leth, "মাইকেল লাউড্রপ – একজন ফুটবল খেলোয়াড়", ডেনমার্ক, ১৯৮৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Gaarskjær, Jesper (২০১০)। Barça: Historien om FC Barcelona। København: Gyldendal। পৃষ্ঠা 135। আইএসবিএন 978-87-02-08764-2 

বহিঃসংযোগ

সম্পাদনা