শ্রীলঙ্কা জাতীয় মহিলা ফুটবল দল
শ্রীলঙ্কা জাতীয় মহিলা ফুটবল দল আন্তর্জাতিক মহিলা ফুটবলে শ্রীলঙ্কার প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশন ফুটবল দল। দলটি শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
অ্যাসোসিয়েশন | শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন | ||
---|---|---|---|
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
সাব–কনফেডারেশন | সাফ (দক্ষিণ এশিয়া) | ||
প্রধান কোচ | Chikashi Suzuki | ||
ফিফা কোড | SRI | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১২৪ ৫ (১৮ ডিসেম্বর ২০১৫) | ||
সর্বোচ্চ | ১০৬ (মার্চ ২০১০) | ||
সর্বনিম্ন | ১২৯ (সেপ্টেম্বর ২০১৫) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
ভারত ৮–১ শ্রীলঙ্কা (ঢাকা, বাংলাদেশ; ২৯ জানুয়ারি ২০১০) | |||
বৃহত্তম জয় | |||
শ্রীলঙ্কা ৪–০ ভুটান (কলম্বো, শ্রীলঙ্কা; ৭ সেপ্টেম্বর ২০১০) | |||
বৃহত্তম পরাজয় | |||
মিয়ানমার ১৬–০ শ্রীলঙ্কা (মানডালে, মায়ানমার; ১১ মার্চ ২০১৫) |
২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কা মহিলা দল ফিফা মহিলা বিশ্বকাপ বা এএফসি মহিলা এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। দলটি সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের তিনটি আসর যথাক্রমে ২০১০, ২০১২ এবং ২০১৪ এ অংশগ্রহণ করলেও কোনবার চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে ২০১২ ও ২০১৪ সালে সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।[১][২]