কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
কোরিয়ার ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কোরীয়: 대한축구협회. ইংরেজি: Korea Football Association; এছাড়াও সংক্ষেপে কেএফএ নামে পরিচিত) হচ্ছে দক্ষিণ কোরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২০ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৬ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত।
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৮[১] |
সদর দপ্তর | সিউল, দক্ষিণ কোরিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯৪৮[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৫৪ |
সভাপতি | চুং মং গু |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি দক্ষিণ কোরিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কে লীগ এবং ডাব্লিউকে লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন চুং মং গু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন চুন হাঞ্জিন।
কর্মকর্তা
সম্পাদনা- ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | চুং মং গু |
সহ-সভাপতি | চো বিয়ুংডেওক |
চোই ইয়ুঙ্গিল | |
জুং টে জুন | |
কিম পাঙ্গন | |
শিম টায়হিউং | |
সাধারণ সম্পাদক | চুন হাঞ্জিন |
কোষাধ্যক্ষ | ক্যুন এউন্ডং |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | চো জুনহেওন |
প্রযুক্তিগত পরিচালক | কিম পাঙ্গন |
মাইকেল মুলার | |
ফুটসাল সমন্বয়কারী | জাং জিন ইয়ং |
জাতীয় দলের কোচ (পুরুষ) | পাওলো বেন্তো |
জাতীয় দলের কোচ (নারী) | কলিন বেল |
রেফারি সমন্বয়কারী | চা ইয়াং দ্বিতীয় |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ ডিসেম্বর ২০১৭ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)