চীনা তাইপেই ফুটবল অ্যাসোসিয়েশন

চীনা তাইপেই ফুটবল এর নিয়ন্ত্রণকারী সংস্থা

চীনা তাইপেই ফুটবল অ্যাসোসিয়েশন[] (চীনা: 華南銀行台灣企業甲級足球聯賽, ইংরেজি: Chinese Taipei Football Association; এছাড়াও সংক্ষেপে সিটিএফএ নামে পরিচিত) হচ্ছে তাইওয়ানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪০ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর তাইওয়ানের রাজধানী তাইপেয়ে অবস্থিত।

চীনা তাইপেই ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯২৪; ১০০ বছর আগে (1924)[]
সদর দপ্তরতাইপে, তাইওয়ান
ফিফা অধিভুক্তি১৯৫৪[]
এএফসি অধিভুক্তি১৯৫৪
সভাপতিতাইওয়ান চিও ই-জেন
সহ-সভাপতি
  • তাইওয়ান হসিয়াও ইয়ং ফু
  • তাইওয়ান হসিয়েহ চুন-হুয়াং
  • তাইওয়ান লু গুই হুয়া
  • তাইওয়ান শিয়াও ইয়ুং-ফু
ওয়েবসাইটwww.ctfa.com.tw

এই সংস্থাটি তাইওয়ানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে তাইওয়ান ফুটবল প্রিমিয়ার লীগ এবং তাইওয়ান দ্বিতীয় বিভাগ প্রিমিয়ার লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে চীনা তাইপেই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন চিও ই-জেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফাং চিং-জেন।

কর্মকর্তা

সম্পাদনা
২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি চিও ই-জেন
সহ-সভাপতি হসিয়াও ইয়ং ফু
হসিয়েহ চুন-হুয়াং
লু গুই হুয়া
শিয়াও ইয়ুং-ফু
সাধারণ সম্পাদক ফাং চিং-জেন
কোষাধ্যক্ষ লিন জিও ই
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক চিয়াও চিয়া-হুং
প্রযুক্তিগত পরিচালক ইয়েন শিহ কাই
ফুটসাল সমন্বয়কারী জোসে আমারান্তে
জাতীয় দলের কোচ (পুরুষ) ওয়াং জিয়া ঝং
জাতীয় দলের কোচ (নারী) কাজু এচিগো
রেফারি সমন্বয়কারী চুয়াং এন-ইর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. Darby, Paul (৮ অক্টোবর ২০১৩)। "Africa, Football and FIFA: Politics, Colonialism and Resistance"। Routledge। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৭ – Google Books-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

সম্পাদনা