২০২৩ এএফসি এশিয়ান কাপ

আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা

২০২৩ এএফসি এশিয়ান কাপ হল এএফসি এশিয়ান কাপের ১৮তম আসর। এটি ২০২৪ সালের ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।[১] ২৪ টি দেশের মধ্যে খেলা হবে।[২] কাতার হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স।

২০২৩ এএফসি এশিয়ান কাপ
২০২৩ এএফসি এশিয়ান কাপের লোগো.svg
বিবরণ
স্বাগতিক দেশ কাতার
তারিখ১২ জানুয়ারি – ১০ ফেব্রুয়ারি ২০২৪
দল২৪ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ৮ (৫টি আয়োজক শহরে)

পূর্বে চীনকে আয়োজক ঘোষণা করা হলেও, কোভিড-১৯ মহামারীর জন্য চীন আয়োজন করার অক্ষমতা প্রদর্শন করে।[৩]

১৭ অক্টোবর ২০২২ সালে এএফসি ঘোষণা করে যে টুর্নামেন্টটি কাতারে অনুষ্ঠিত হবে।[৪]

আয়োজক নির্ধারণসম্পাদনা

২০১৯ সালের ৪ জুন প্যারিসে অনুষ্ঠিত ৬৯তম ফিফা কংগ্রেসএ চীনকে আয়োজক হিসেবে ঘোষণা করা হয়।[৫] চীন পরে আয়োজক সত্ত্ব ত্যাগ করলে, এএফসি জানায় আয়োজকের নাম পরে ঘোষিত হবে।[৬]

দলসমূহসম্পাদনা

উত্তীর্ণ দলসমূহসম্পাদনা

 
  উত্তীর্ণ দল
  উত্তীর্ণ হতে অক্ষম
  প্রত্যাহার
  এএফসি সদস্য দেশ নয়

২৪টি দল উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে জাপান প্রথম দল হিসেবে মূল পর্বে উত্তীর্ণ হয়েছিল।

সিএএফএ (৪)
ইএফএফ (৪)
এএফএফ (৫)
সাফ (১)
ডব্লিউএএফএফ (১০)

মাঠসম্পাদনা

লুসাইল আল খুর দোহা
লুসাইল আইকনিক স্টেডিয়াম আল বাইত স্টেডিয়াম জসীম বিন হামাদ স্টেডিয়াম আল সুমামাহ স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৮৯,০০০ ধারণক্ষমতা: ৬৯,০০০ ধারণক্ষমতা: ১৫,০০০ ধারণক্ষমতা: ৪৪,০০০
কাতারের আয়োজক শহর দোহা অঞ্চলের স্টেডিয়াম
আল রাইয়ান আল ওয়াক্রাহ
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম এডুকেশন সিটি স্টেডিয়াম আহমেদ বিন আলী স্টেডিয়াম[ক] আল জানুব স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৪৫,৪১৬ ধারণক্ষমতা: ৪৫,৩৫০ ধারণক্ষমতা: ৪৫,০০০ ধারণক্ষমতা: ৪৪,০০০

ড্রসম্পাদনা

অক্টোবরের ফিফা র‍্যাঙ্কিং এবং ২০১৯ সালে গৃহীত ব্যবস্থার উপর ভিত্তি করে নিম্নলিখিত ব্যবস্থাটি অস্থায়ী। ২০২২ ফিফা বিশ্বকাপ যোগ্যতার তৃতীয় রাউন্ডে অংশগ্রহণকারী ১২ টি দল [খ] স্বাগতিক কাতারকে পট ১-এ রাখা হবে। ড্রয়ের সময় চূড়ান্ত ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলির চূড়ান্ত বিন্যাস এএফসি দ্বারা নিশ্চিত করা হবে।

পট ১ পট ২ পট ৩ পট ৪

  কাতার (৫০) (স্বাগতিক)
  ইরান (২০)
  জাপান (২৪)
  দক্ষিণ কোরিয়া (২৮)
  অস্ট্রেলিয়া (৩৮)
  সৌদি আরব (৫১)

  ইরাক (৬৮)
  সংযুক্ত আরব আমিরাত (৭০)
  ওমান (৭৫)
  চীন (৭৯)
  সিরিয়া (৯০)
  ভিয়েতনাম (৯৬)

  লেবানন (৯৯)
  উজবেকিস্তান (৭৭)
  জর্ডান (৮৪)
  বাহরাইন (৮৫)
  ফিলিস্তিন (৯৪)
  কিরগিজস্তান (৯৫)

  ভারত (১০৬)
  তাজিকিস্তান (১০৮)
  থাইল্যান্ড (১১১)
  হংকং (১৪৫)
  মালয়েশিয়া (১৪৬)
  ইন্দোনেশিয়া (১৫২)

গ্রুপ পর্বসম্পাদনা

গ্রুপ এসম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  কাতার (H) নকআউট পর্যায়
  তাজিকিস্তান
  চীন সম্ভাব্য নকআউট পর্যায়
  লেবানন
প্রথম খেলা TBD তারিখে অনুষ্ঠিত হবে। উৎস:[তথ্যসূত্র প্রয়োজন]
(H) স্বাগতিক।

গ্রুপ বিসম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ভারত নকআউট পর্যায়
  অস্ট্রেলিয়া
  উজবেকিস্তান সম্ভাব্য নকআউট পর্যায়
  সিরিয়া
প্রথম খেলা TBD তারিখে অনুষ্ঠিত হবে। উৎস:[তথ্যসূত্র প্রয়োজন]

গ্রুপ সিসম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ইরান নকআউট পর্যায়
  হংকং
  ফিলিস্তিন সম্ভাব্য নকআউট পর্যায়
  সংযুক্ত আরব আমিরাত
প্রথম খেলা TBD তারিখে অনুষ্ঠিত হবে। উৎস:[তথ্যসূত্র প্রয়োজন]

গ্রুপ ডিসম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  জাপান নকআউট পর্যায়
  ইরাক
  ভিয়েতনাম সম্ভব নকআউট পর্যায়
  ইন্দোনেশিয়া
প্রথম খেলা TBD তারিখে অনুষ্ঠিত হবে। উৎস:[তথ্যসূত্র প্রয়োজন]

গ্রুপ ইসম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  দক্ষিণ কোরিয়া নকআউট পর্যায়
  মালয়েশিয়া
  জর্ডান সম্ভব নকআউট পর্যায়
  বাহরাইন
প্রথম খেলা TBD তারিখে অনুষ্ঠিত হবে। উৎস:[তথ্যসূত্র প্রয়োজন]

গ্রুপ এফসম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  সৌদি আরব নকআউট পর্যায়
  থাইল্যান্ড
  ওমান সম্ভব নকআউট পর্যায়
  কিরগিজস্তান
প্রথম খেলা TBD তারিখে অনুষ্ঠিত হবে। উৎস:[তথ্যসূত্র প্রয়োজন]

তৃতীয়-স্থানে থাকা দলের র‍্যাঙ্কিংসম্পাদনা

ছয়টি গ্রুপ থেকে চারটি সেরা তৃতীয় স্থান অধিকারকারী দল ছয়টি গ্রুপের বিজয়ী এবং ছয়টি রানার্স আপের সাথে নকআউট পর্বে যায়।

অব গ্রুপ দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
এ৩ নকআউট পর্যায়
বি বি৩
সি সি৩
ডি ডি৩
ই৩
এফ এফ৩
প্রথম খেলা TBD তারিখে অনুষ্ঠিত হবে। উৎস:[তথ্যসূত্র প্রয়োজন]

নকআউট পর্বসম্পাদনা

বন্ধনীসম্পাদনা

 
১৬ দলের পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
২৭ জানুয়ারি ২০২৪ –
 
 
এ২
 
১ ফেব্রুয়ারি ২০২৪ –
 
সি২
 
 
 
২৭ জানুয়ারি ২০২৪ –
 
 
 
ডি১
 
৫ ফেব্রুয়ারি ২০২৪ –
 
বি/ই/এফ ৩
 
 
 
২৮ জানুয়ারি ২০২৪ –
 
 
 
বি১
 
১ ফেব্রুয়ারি ২০২৪ –
 
এ/সি/ডি ৩
 
 
 
২৮ জানুয়ারি ২০২৪ –
 
 
 
এফ১
 
১০ ফেব্রুয়ারি ২০২৪ –
 
ই২
 
 
 
২৯ জানুয়ারি ২০২৪ –
 
 
 
সি১
 
২ ফেব্রুয়ারি ২০২৪ –
 
এ/বি/এফ ৩
 
 
 
২৯ জানুয়ারি ২০২৪ –
 
 
 
ই১
 
৬ ফেব্রুয়ারি ২০২৪ –
 
ডি২
 
 
 
৩০ জানুয়ারি ২০২৪ –
 
 
 
এ১
 
২ ফেব্রুয়ারি ২০২৪ –
 
সি/ডি/ই ৩
 
 
 
৩০ জানুয়ারি ২০২৪ –
 
 
 
বি২
 
 
এফ২
 

১৬ দলের পর্বসম্পাদনা

কোয়ার্টার-ফাইনালসম্পাদনা

সেমি-ফাইনালসম্পাদনা

ফাইনালসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "AFC Asian Cup China 2023 competition dates confirmed"Asian Football Confederation। ৭ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১ 
  2. "AFC Asian Cup China 2023 Competition Regulations"। AFC। 
  3. "Important update on AFC Asian Cup 2023™ hosts"Asian Football Confederation। ১৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২২ 
  4. "Qatar to host AFC Asian Cup 2023; India and Saudi Arabia shortlisted for 2027 edition"। Asian Football Confederation। ১৭ অক্টোবর ২০২২। ১৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২ 
  5. "চীন ২০২৩ এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে –এএফসি"ইউরোস্পোর্ট। ৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯ 
  6. "China withdraw as AFC Asian Cup 2023 hosts"ESPN। ১৪ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২ 

বহিঃসংযোগসম্পাদনা

  1. আহমেদ বিন আলী স্টেডিয়ামটি আল রাইয়ানে অবস্থিত, তবে দোহা অঞ্চলের মানচিত্রের বাইরে অবস্থিত।
  2. Qatar, who finished first in their group in the second round, did not participate in the third round as hosts of the 2022 FIFA World Cup. They are allocated in Pot 1 per their FIFA ranking. Lebanon, the worst-ranked team in Pot 2, is moved down to Pot 3.