তাজিকিস্তান জাতীয় ফুটবল দল

তাজিকিস্তান জাতীয় ফুটবল দল (ইংরেজি: Tajikistan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে তাজিকিস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম তাজিকিস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাজিকিস্তান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ১৭শে জুন তারিখে, তাজিকিস্তান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তাজিকিস্তানের দুশান্‌বেতে অনুষ্ঠিত তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।

তাজিকিস্তান
দলের লোগো
ডাকনামফার্সি সিংহ
অ্যাসোসিয়েশনতাজিকিস্তান ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচউসমন তোশেভ
অধিনায়কআখতাম নাজারভ
সর্বাধিক ম্যাচফাতখুল্লো ফাতখুলোয়েভ (৬৮)
শীর্ষ গোলদাতামানুচেখর ঝালিলভ (১৭)
মাঠপামির স্টেডিয়াম
ফিফা কোডTJK
ওয়েবসাইটfft.tj
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১০৬ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ১০৬ (জুলাই ২০১৩)
সর্বনিম্ন১৮০ (জুলাই ২০০৩, অক্টোবর ২০০৩)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১১২ বৃদ্ধি ১৫ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ৮৫ (নভেম্বর ২০০৩)
সর্বনিম্ন১৬৫ (অক্টোবর ২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 তাজিকিস্তান ২–২ উজবেকিস্তান 
(দুশান্‌বে, তাজিকিস্তান; ১৭ জুন ১৯৯২)
বৃহত্তম জয়
 তাজিকিস্তান ১৬–০ গুয়াম 
(তাবরিজ, ইরান; ২৬ নভেম্বর ২০০০)
বৃহত্তম পরাজয়
 জাপান ৮–০ তাজিকিস্তান 
(ওসাকা, জাপান; ১১ অক্টোবর ২০১১)
এএফসি চ্যালেঞ্জ কাপ
অংশগ্রহণ৪ (২০০৬-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০০৬)
বঙ্গবন্ধু কাপ
অংশগ্রহণ১ (২০১৮-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (২০১৮)

২০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট পামির স্টেডিয়ামে ফার্সি সিংহ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় তাজিকিস্তানের রাজধানী দুশান্‌বেতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন উসমন তোশেভ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ইস্তিকলোলের রক্ষণভাগের খেলোয়াড় আখতাম নাজারভ

তাজিকিস্তান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপেও তাজিকিস্তান এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। এছাড়াও, তাজিকিস্তান ২০০৬ এএফসি চ্যালেঞ্জ কাপের শিরোপা জয়লাভ করেছে এবং ২০১৮ বঙ্গবন্ধু কাপে রানার-আপ হয়েছে।

ফাতখুল্লো ফাতখুলোয়েভ, দাভরোনঝন এর্গাশেভ, ইউসুফ রাবিয়েভ, মানুচেখর ঝালিলভ এবং কমরন তুর্সনভের মতো খেলোয়াড়গণ তাজিকিস্তানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৩ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তাজিকিস্তান তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১০৬তম) অর্জন করে এবং ২০০৩ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে তাজিকিস্তানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৮৫তম (যা তারা ২০০৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৬৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১০৪     [[জাতীয় ফুটবল দল|]] ১১৯৭.৪৭
১০৫     মৌরিতানিয়া ১১৯৫.২৫
১০৬     তাজিকিস্তান ১১৯৫.০৭
১০৭     লেবানন ১১৯২.৫৮
১০৮     গুয়াতেমালা ১১৮৯.৯৮
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১০     থাইল্যান্ড ১৩৮১
১১১   ১১   ভিয়েতনাম ১৩৭৮
১১২   ১৫   তাজিকিস্তান ১৩৭৭
১১৩   ১০   উগান্ডা ১৩৬৮
১১৪     উত্তর কোরিয়া ১৩৬৭

প্রতিযোগিতামূলক তথ্য

সম্পাদনা

ফিফা বিশ্বকাপ

সম্পাদনা
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪
  ১৯৭৮
  ১৯৮২
  ১৯৮৬
  ১৯৯০
  ১৯৯৪ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৯৮ উত্তীর্ণ হয়নি ১৫
    ২০০২ ১৬
  ২০০৬
  ২০১০
  ২০১৪ ১৪
  ২০১৮ ২০
  ২০২২ উত্তীর্ণ হয়নি উত্তীর্ণ হয়নি
মোট ০/২১ ৩২ ১২ ১৫ ৫৫ ৫১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা