গুয়াম জাতীয় ফুটবল দল
গুয়াম জাতীয় ফুটবল দল (ইংরেজি: Guam national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে গুয়ামের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম গুয়ামের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৭৫ সালের ২৪শে আগস্ট তারিখে, গুয়াম প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গুয়ামে অনুষ্ঠিত উক্ত ম্যাচে গুয়াম ফিজির কাছে ১২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
![]() | |||
ডাকনাম | মাতাও[১] | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | গুয়াম ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
প্রধান কোচ | কার্ল ডড | ||
অধিনায়ক | জেসন কানলিফ | ||
সর্বাধিক ম্যাচ | জেসন কানলিফ (৫৯) | ||
শীর্ষ গোলদাতা | জেসন কানলিফ (২২) | ||
মাঠ | গুয়াম জাতীয় ফুটবল স্টেডিয়াম | ||
ফিফা কোড | GUM | ||
ওয়েবসাইট | guamfa | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ২০৩ ![]() | ||
সর্বোচ্চ | ১৪৬ (আগস্ট – সেপ্টেম্বর ২০১৫) | ||
সর্বনিম্ন | ২০৫ (নভেম্বর ২০০৪ – ফেব্রুয়ারি ২০০৫) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২১৬ ![]() | ||
সর্বোচ্চ | ১৯৭ (জুন ২০১৫) | ||
সর্বনিম্ন | ২২৮ (মার্চ ২০০৭) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (গুয়াম; ২৪ আগস্ট ১৯৭৫) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (করর, পালাউ; ১ আগস্ট ১৯৯৮) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (তাইপে, তাইওয়ান; ১১ মার্চ ২০০৫) | |||
এএফসি চ্যালেঞ্জ কাপ | |||
অংশগ্রহণ | ১ (২০০৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০৬) |
১,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট গুয়াম জাতীয় ফুটবল স্টেডিয়ামে মাতাও নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় গুয়ামের বারিগাডায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কার্ল ডড এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ব্যাংক অব গুয়াম স্ট্রাইকার্সের আক্রমণভাগের খেলোয়াড় জেসন কানলিফ।
গুয়াম এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপেও গুয়াম এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। এছাড়াও, এএফসি চ্যালেঞ্জ কাপে গুয়াম এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সাফল্য হচ্ছে শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করা।
জেসন কানলিফ, মিকাহ পাউলিনিয়ো, ইয়ান মারিয়ানো, মার্কাস লোপেজ এবং শেন ম্যালকমের মতো খেলোয়াড়গণ গুয়ামের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং সম্পাদনা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে গুয়াম তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (১ম) অর্জন করে এবং ২০১৩ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে গুয়ামের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১ম (যা তারা সর্বপ্রথম ১৯৫৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
২০১ | পাকিস্তান | ৮৪৭.৬৭ | |
২০২ | ৩ | টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ | ৮৩৯.৩৯ |
২০৩ | ৩ | গুয়াম | ৮৩৮.৩৩ |
২০৪ | ৩ | শ্রীলঙ্কা | ৮২৫.২৫ |
২০৫ | ৩ | মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ | ৮১৬.৫৯ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
২১৪ | ১ | টুভালু | ৭৩৯ |
২১৫ | ১ | সেঁ বার্তেলেমি | ৭১৫ |
২১৬ | ২ | গুয়াম | ৭০৪ |
২১৭ | ওয়ালিস এবং ফুতুনা | ৭০১ | |
২১৮ | মাকাও | ৬৯৬ |
প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা
ফিফা বিশ্বকাপ সম্পাদনা
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | |||||||||||||||
১৯৯৮ | |||||||||||||||
২০০২ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ০ | ৩৫ | ||||||||
২০০৬ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
২০১০ | |||||||||||||||
২০১৪ | |||||||||||||||
২০১৮ | উত্তীর্ণ হয়নি | ৮ | ২ | ১ | ৫ | ৩ | ১৬ | ||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ১০ | ২ | ১ | ৭ | ৭ | ৫১ |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Mike Nauta Jr. (১ জুন ২০১২)। "Guam men's national soccer team now known as 'Matao'"। Marianas Variety। Guam। ১৭ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২।
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ সম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ গুয়াম জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুলাই ২০১১ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ গুয়াম জাতীয় ফুটবল দল (ইংরেজি)