পালাউ
পালাউ প্রজাতন্ত্র (পালাউয়ান: Beluu er a Belau বেলুউ এর আ বেলাউ; ইংরেজি: Republic of Palau রিপাব্লিক অভ্ পালাউ) পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি স্বাধীন প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র। মাইক্রোনেশিয়ার অন্তর্গত প্রায় ২০০টি দ্বীপ নিয়ে রাষ্ট্রটি গঠিত। পালাউ বিষুবরেখার কাছে, ফিলিপাইনের প্রায় ৮৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
পালাউ প্রজাতন্ত্র Beluu er a Belau | |
---|---|
পতাকা | |
রাজধানী | Ngerulmud, Melekeok Statea[১] |
বৃহত্তম নগরী | কোরোর |
সরকারি ভাষা | English, Palauan, Japanese (in Angaur) |
জাতীয়তাসূচক বিশেষণ | Palauan |
সরকার | Constitutional government in free association with the USA |
Tommy Remengesau | |
Independence | |
• Compact of Free Association with the United States | 1 October 1994 |
আয়তন | |
• মোট | ৪৫৯ কিমি২ (১৭৭ মা২) (195th) |
• পানি (%) | negligible |
জনসংখ্যা | |
• 2014 আনুমানিক | 18,000 (224th) |
• 2012 আদমশুমারি | 17,500 |
• ঘনত্ব | ২৮.৪/কিমি২ (৭৩.৬/বর্গমাইল) |
জিডিপি (পিপিপি) | 2008 আনুমানিক |
• মোট | $164 million[২] (not ranked) |
• মাথাপিছু | $8,100[২] (119th) |
মানব উন্নয়ন সূচক (2013) | 0.775[৩] উচ্চ · 60th |
মুদ্রা | United States dollar (USD) |
সময় অঞ্চল | ইউটিসি+9 |
গাড়ী চালনার দিক | right |
কলিং কোড | +680 |
ইন্টারনেট টিএলডি | .pw |
|
ব্যুৎপত্তি
সম্পাদনাপালাউয়ান ভাষায় দেশটিকে Belau (বেলাউ) নামে ডাকা হয়। পালাউয়ান ভাষায় Belau শব্দটির অর্থ গ্রাম। ইংরেজি Palau শব্দটি এসেছে হিস্পানীয় শব্দ Los Palaos থেকে। Los একটি পদাশ্রিত নির্দেশক (যেমন ইংরেজিতে the) এবং Palaos শব্দটা পালাউয়ান Belau থেকে আগত।
অনেকে মনে করেন Belau শব্দটি মালয় ভাষার Pulau থেকে এসেছে, যার অর্থ দ্বীপ।
ইতিহাস
সম্পাদনা১৫০০ সাল নাগাদ স্পেনীয় সাম্রাজ্য পালাউ অধিকার করে একে স্পেনীয় ইস্ট ইন্ডিজের অংশ হিসাবে শাসন করতে থাকে। এর পুর্বে পালাউ স্থানীয় আদিবাসীদের দ্বারা শাসিত হতো। ১৮৯৯ সালে স্পেন-মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় জার্মান সাম্রাজ্য স্পেনের দুর্বলতার সুযোগ নিয়ে পালাউ দখল করে নেয় এবং একে জার্মান নিউ গিনির অংশ হিসাবে শাসন করতে থাকে। অবশ্য পরে স্পেনের সঙ্গে জার্মানি এই ব্যাপারে চুক্তিতে আবদ্ধ হয়ে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান সাম্রাজ্য পালাউ অধিকার করে নেয়। ১৯১৯ সালে জাতিপুঞ্জের অনুমতিক্রমে জাপান সাম্রাজ্য পালাউ, মাইক্রোনেশিয়া, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জসহ আরো কয়েকটি অঞ্চল নিয়ে একটি অভিভাবকত্ব প্রতিষ্ঠা করে, যা "দক্ষিণ সাগরে জাপানের অভিভাবকত্ব" নামে পরিচিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ এর পরে এটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের জাতিসংঘ ট্রাস্ট এলাকার অন্তর্ভুক্ত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনাধীনে আসে। ১৯৯৪ সালের অক্টোবর মাসে পালাউ একটি স্বশাসিত রাষ্ট্রে পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছে।
রাজনীতি
সম্পাদনাপালাউয়ে রাষ্ট্রপতি-শাসিত সরকারব্যবস্থা বিদ্যমান। পালাউ একটি যুক্তরাষ্ট্রীয় দেশ। দেশটির সংখ্যাগরিষ্ঠ ভোটে কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মূল ক্ষমতা প্রদেশসমূহের হাতেই রয়েছে। পালাউ একটি নির্দলীয় গণতন্ত্রের দেশ। দেশটির সকল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাই অংশগ্রহণ করে। মূলত পালাউয়ে আজ অবধি কোনো রাজনৈতিক দল গড়েই ওঠে নি।
প্রশাসনিক অঞ্চলসমূহ
সম্পাদনাপালাউ দ্বীপপুঞ্জের কোরোর দ্বীপে অবস্থিত কোরোর শহর দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী। বাবেলথুয়াপ নামের দ্বীপে নতুন একটি রাজধানী গড়ে তোলা হচ্ছে।
ভূগোল
সম্পাদনাপালাউ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া (Ocenia) মহাদেশের পশ্চিমপ্রান্তে মাইক্রোনেশিয়া (Micronesia) অঞ্চলে অবস্থিত।
অর্থনীতি
সম্পাদনাদেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটনশিল্প, কৃষি ও সামুদ্রিক মৎস্যশিকার। মাথাপিছু আয় প্রায় ১৬ হাজার ৭০০ ডলার।[৪]
জনসংখ্যা
সম্পাদনাসংস্কৃতি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Government offices moved to a new National Capitol Building complex located at Ngerulmud, Melekeok State" US Department of State. Palau (02/09). Retrieved 24 February 2013.
- ↑ ক খ 2008 estimate. "Palau"। CIA World Factbook। CIA। ১১ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০০৯।
- ↑ "2014 Human Development Report Summary" (পিডিএফ)। United Nations Development Programme। ২০১৪। পৃষ্ঠা 21–25। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৪।
- ↑ "ছোট দেশ শক্তিশালী অর্থনীতি"। ২০১৯-০৭-২৬। Archived from the original on ২০১৯-০৭-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।