দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) (ইংরেজি: South Asian Football Federation) দক্ষিণ এশিয়ার ফুটবল খেলার সাথে জড়িত দেশগুলোর সংস্থা। ১৯৯৭ সালে এ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। শুরুতে ৬টি দেশ এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ছিল। পরবর্তীতে ২০০০ সালে ভুটান এবং ২০০৫ সালে আফগানিস্তান এতে অন্তর্ভুক্ত হয়।[১] ফেডারেশনটি পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোর প্রধানতম প্রতিযোগিতা হিসেবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ বা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে থাকে।
![]() | |
সদস্যভূক্ত দেশসমূহ | |
নীতিবাক্য | একতাই শক্তি |
---|---|
গঠিত | ১৯৯৭ |
ধরন | ক্রীড়া সংগঠন |
সদস্যপদ | ৮টি সদস্য দেশের সংস্থা |
সভাপতি | ![]() |
সদস্য সংস্থাসমূহসম্পাদনা
দেশ | বছর | সংস্থা | সদস্য |
---|---|---|---|
বাংলাদেশ | ১৯৯৭ | বাংলাদেশ ফুটবল ফেডারেশন | প্রতিষ্ঠাতা সদস্য |
ভারত | ১৯৯৭ | সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন | প্রতিষ্ঠাতা সদস্য |
মালদ্বীপ | ১৯৯৭ | মালদ্বীপ ফুটবল এসোসিয়েশন | প্রতিষ্ঠাতা সদস্য |
নেপাল | ১৯৯৭ | নেপাল ফুটবল ফেডারেশন | প্রতিষ্ঠাতা সদস্য |
পাকিস্তান | ১৯৯৭ | পাকিস্তান ফুটবল ফেডারেশন | প্রতিষ্ঠাতা সদস্য |
শ্রীলঙ্কা | ১৯৯৭ | শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন | প্রতিষ্ঠাতা সদস্য |
ভুটান | ২০০০ | ভুটান ফুটবল ফেডারেশন | বর্ধিতকরণ-১ |
সাবেক সদস্যসম্পাদনা
দেশ | বছর | সংস্থা |
---|---|---|
২০০৫–২০১৫ | আফগানিস্তান ফুটবল ফেডারেশন |
আফগানিস্তান ২০০৫ সালে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন বর্ধিত সদস্য হিসাবে যোগ দেয়। কিন্তু ২০১৫ সারে মধ্য এশীয় ফুটবল এসোসিয়েশন প্রতিষ্ঠিত উদ্যোগ গ্রহণ করলে আফগানিস্তান সাফ ত্যাগ করে এবং সিএএফএ এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে যোগ দেয়।
সভাপতিসম্পাদনা
সভাপতির নাম | মেয়াদকাল |
---|---|
গণেশ থাপা | ১৯৯৯ - অক্টোবর, ২০০৯[২] |
কাজী সালাউদ্দিন | অক্টোবর, ২০০৯ - বর্তমান |
র্যাংকিংসম্পাদনা
ফিফা র্যাঙ্কিং অনুসারে।
জাতীয় পুরুষ দলসম্পাদনা
সর্বশেষ হালনাগাদ :১৬ আগস্ট, ২০১৮।[৩]
|
![]()
|
জাতীয় মহিলা দলসম্পাদনা
সর্বশেষ হালনাগাদ মার্চ ২০১৫।[৪]
|
মহিলা দলসমূহের নেতৃত্বে আছে: সাফ চ্যাম্পিয়নশীপসম্পাদনাসংস্থাটি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ বা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কাপ নামে একটি প্রতিযোগিতা পরিচালনা করে। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কাপ পূর্বে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গোল্ড কাপ নামে পরিচিত ছিল। এছাড়াও, ১৯৯৩ সালে এটি সার্ক গোল্ড কাপ এবং ১৯৯৫ সালে সাউথ এশিয়ান গোল্ড কাপ নামেও অনুষ্ঠিত হয়। প্রতি দুই বছর অন্তর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
সাফ অনুর্ধ ১৯ চ্যাম্পিয়নশিপসম্পাদনাসাফ অনুর্ধ ১৬ চ্যাম্পিয়নশিপসম্পাদনাসাফ মহিলা চ্যাম্পিয়নশিপসম্পাদনাতথ্যসূত্রসম্পাদনা
আরও দেখুনসম্পাদনাবহিঃসংযোগসম্পাদনা |