লাও ফুটবল ফেডারেশন

লাওসের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

লাও ফুটবল ফেডারেশন (লাও: ສະຫະພັນ ບານເຕະ ແຫ່ງຊາດ ລາວ, ফরাসি: Fédération Lao de Football, ইংরেজি: Lao Football Federation; এছাড়াও সংক্ষেপে এলএফএফ নামে পরিচিত) হচ্ছে লাওসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৭ বছর পর ১৯৬৮ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অবস্থিত।

লাও ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৫১; ৭৩ বছর আগে (1951)[১]
সদর দপ্তরভিয়েনতিয়েন, লাওস
ফিফা অধিভুক্তি১৯৫২[১]
এএফসি অধিভুক্তি১৯৬৮
সভাপতিলাওস ভিফেত সিহচক্র
সহ-সভাপতি
  • লাওস পাসাতজে ফিলাফান্দেথ
  • লাওস খাম্ফে পাসুথ
  • লাওস পাসিথ সুফাব
  • লাওস খাম্ফেং ভংখান্তি
ওয়েবসাইটwww.laoff.org.la

এই সংস্থাটি লাওসের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লাও প্রিমিয়ার লীগ এবং লাও এফএফ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে লাও ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ভিফেত সিহচক্র এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কানিয়া কোমানি।

কর্মকর্তা সম্পাদনা

২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি ভিফেত সিহচক্র
সহ-সভাপতি পাসাতজে ফিলাফান্দেথ
খাম্ফে পাসুথ
পাসিথ সুফাব
খাম্ফেং ভংখান্তি
সাধারণ সম্পাদক কানিয়া কোমানি
কোষাধ্যক্ষ খাম্ফেং ভংখান্তি
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আনুলাক চান্থাভিসুক
প্রযুক্তিগত পরিচালক আকিরা অনো
ফুটসাল সমন্বয়কারী সিসাভেউ সায়সানাসি
জাতীয় দলের কোচ (পুরুষ) ভারাদারাজু সুন্দ্রমূর্তি
জাতীয় দলের কোচ (নারী) ভংমিসায় সুবুয়াখম
রেফারি সমন্বয়কারী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা