অ্যাফ্রো–এশিয়ান কাপ অব নেশন্স

ফুটবল টুর্নামেন্ট

অ্যাফ্রো–এশিয়ান কাপ অব নেশন্স বা এশিয়ান-আফ্রিকান চ্যালেঞ্জ কাপ হল এএফসিক্যাফ কর্তৃক যৌথভাবে পরিচালিত একটি ফুটবল কাপ যা মূলত দুই মহাদেশের মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত হত। আফ্রিকার আফ্রিকা কাপ অব নেশন্স ও এশিয়ার এএফসি এশিয়ান কাপ বা এশিয়ান গেমস প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের মধ্যে এই কাপ অনুষ্ঠিত হত।[১] এটি ফিফা কর্তৃক পরোক্ষভাবে পরিচালিত হত।[২]

অ্যাফ্রো-এশিয়ান কাপ অব নেশন্স
আয়োজকক্যাফএএফসি
প্রতিষ্ঠিত১৯৭৮; ৪৬ বছর আগে (1978)
বিলুপ্ত২০০৭; ১৭ বছর আগে (2007)
অঞ্চলআফ্রিকা
এশিয়া
দলের সংখ্যা
সর্বশেষ চ্যাম্পিয়ন জাপান (২০০৭)
সবচেয়ে সফল দল জাপান (২টি শিরোপা)

প্রেক্ষাপট সম্পাদনা

১৯৭৮ সালে সংঘটিত হয়েছিল প্রথম সংস্করণ, যেখানে ইরান ঘানাকে ৩-০ গোলে পরাজিত করেছিল, ট্রফিটি দেওয়া হয়নি: কারণ ইরানের রাজনৈতিক সমস্যার কারণে দ্বিতীয় লেগ বাতিল করা হয়েছিল। ১৯৮৯, ২০০৫ সংস্করণ বাতিল করা হয়েছিল। ১৯৯৭ সংস্করণটি ১৯৯৯ পর্যন্ত মারাত্মকভাবে বিলম্বিত হয়েছিল, যখন আসল ১৯৯৯ সংস্করণ (মিশর ও ইরানের মধ্যে) বাতিল করা হয়েছিল।

২০০৬ ফিফা বিশ্বকাপ আয়োজনের ভোটে এএফসি প্রতিনিধিরা দক্ষিণ আফ্রিকার পরিবর্তে জার্মানিকে সমর্থন করার পর ৩০ জুলাই, ২০০০ তারিখে ক্যাফের একটি সিদ্ধান্তের পর প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায়। প্রতিযোগিতাটি ২০০৫ সালে তিউনিসিয়া-জাপানের ম্যাচ দিয়ে পুনরায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারপর বাতিল করা হয়েছিল। তবে ২০০৭ সালে "এএফসি এশিয়া/আফ্রিকা চ্যালেঞ্জ কাপ" নামে ট্রফিটি পুনরায় চালু করা হয়। ২০০৮ সংস্করণটি নভেম্বর ১০০৮ সালে সৌদি আরবের নিরপেক্ষ ভেন্যুতে ইরাক এবং মিশরের মধ্যে খেলা হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত বাতিল করা হয়েছিল।

ফলাফল সম্পাদনা

বছর আয়োজক ফাইনাল
দল ১ ফলাফল দল ২
১৯৭৮
বিস্তারিত
  ইরান  
ইরান
৩–০  
ঘানা
  ঘানা বাতিল[ক]
১৯৮৫
বিস্তারিত
  ক্যামেরুন  
ক্যামেরুন
৪–১  
সৌদি আরব
  সৌদি আরব ১–২
১৯৮৭
বিস্তারিত
  কাতার  
দক্ষিণ কোরিয়া
১–১ (অ.স.প.)
(৪–৩ পে.)
 
মিশর
১৯৯১
বিস্তারিত
  ইরান  
ইরান
২–১  
আলজেরিয়া
  আলজেরিয়া ০–১
১৯৯৩
বিস্তারিত
  জাপান  
জাপান
১–০ (অ.স.প.)  
কোত দিভোয়ার
১৯৯৫
বিস্তারিত
  উজবেকিস্তান  
উজবেকিস্তান
২–৩  
নাইজেরিয়া
  নাইজেরিয়া ০–১
১৯৯৭
বিস্তারিত
  দক্ষিণ আফ্রিকা  
দক্ষিণ আফ্রিকা
১–০  
সৌদি আরব
  সৌদি আরব ০–০
২০০৭
বিস্তারিত
  জাপান  
জাপান
৪–১  
মিশর

নোট সম্পাদনা

  1. ইরানি বিপ্লব জনিত কারণে বাতিল।

পরিসংখ্যান সম্পাদনা

দেশ অনুযায়ী সম্পাদনা

দল বিজয়ী রানার্স-আপ
  জাপান ২ (১৯৯৩, ২০০৭)
  ক্যামেরুন ১ (১৯৮৫)
  দক্ষিণ কোরিয়া ১ (১৯৮৭)
  আলজেরিয়া ১ (১৯৯১)
  নাইজেরিয়া ১ (১৯৯৫)
  দক্ষিণ আফ্রিকা ১ (১৯৯৯)
  সৌদি আরব
২ (১৯৮৫, ১৯৯৯)
  মিশর
২ (১৯৮৭, ২০০৭)
  ইরান
১ (১৯৯১)
  কোত দিভোয়ার
১ (১৯৯৩)
  উজবেকিস্তান
১ (১৯৯৫)

কনফেডারেশন অনুযায়ী সম্পাদনা

কনফেডারেশন বিজয়ী রানার্স-আপ
ক্যাফ ৪ (১৯৮৫, ১৯৯১, ১৯৯৫, ১৯৯৭) ৩ (১৯৮৭, ১৯৯৩, ২০০৭)
এএফসি ৩ (১৯৮৭, ১৯৯৩, ২০০৭) ৪ (১৯৮৫, ১৯৯১, ১৯৯৫, ১৯৯৭)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ahmad Ahmad confident that Afro-Asian Cup will return"espn.com। Ed Dove। ৩ ফেব্রুয়ারি ২০১৮। 
  2. "Afro-Asian Cup of Nations"FIFA World Football Museum। ১১ নভেম্বর ২০১৯। ২০২২-০২-২৬ তারিখে মূল  থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা