মিয়ানমার জাতীয় ফুটবল দল
মিয়ানমার জাতীয় ফুটবল দল (বর্মী: မြန်မာ့လက်ရွေးစင်အမျိုးသားအသင်း, ইংরেজি: Myanmar national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মিয়ানমারের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মিয়ানমারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মিয়ানমার ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[৪] ১৯৫০ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে, মিয়ানমার প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; হংকংয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মিয়ানমার হংকংয়ের কাছে ৫–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
![]() | |||
ডাকনাম | এশীয় সিংহ | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | মিয়ানমার ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
প্রধান কোচ | অঁতোয়ান হে | ||
অধিনায়ক | জাও মিন তুন | ||
সর্বাধিক ম্যাচ | জাও মিন তুন (৭৫) | ||
শীর্ষ গোলদাতা | মিও লাইং উইন (৩৬) | ||
মাঠ | থুয়ুন্না স্টেডিয়াম | ||
ফিফা কোড | MYA | ||
ওয়েবসাইট | the-mff | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৬০ ![]() | ||
সর্বোচ্চ | ৯৭ (এপ্রিল ১৯৯৬) | ||
সর্বনিম্ন | ১৮২ (আগস্ট ২০১২, অক্টোবর ২০১২) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৯২ ![]() | ||
সর্বোচ্চ | ৩২ (আগস্ট ১৯৭৩) | ||
সর্বনিম্ন | ১৯১ (মার্চ ২০১৩) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (হংকং; ১৭ ফেব্রুয়ারি ১৯৫০)[৩] | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (কুয়ালালামপুর, মালয়েশিয়া; ৯ নভেম্বর ১৯৬৯) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (দোহা, কাতার; ৩ সেপ্টেম্বর ২০১৫) | |||
এএফসি এশিয়ান কাপ | |||
অংশগ্রহণ | ১ (১৯৬৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার-আপ ১৯৬৮ | ||
এএফসি চ্যালেঞ্জ কাপ | |||
অংশগ্রহণ | ৩ (২০০৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চতুর্থ স্থান (২০০৮, ২০১০) | ||
এএফএফ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ১২ (১৯৯৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চতুর্থ স্থান (২০০৪, ২০১৬) |
৫০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট থুয়ুন্না স্টেডিয়ামে এশীয় সিংহ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অঁতোয়ান হে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সুখোথাইয়ের রক্ষণভাগের খেলোয়াড় জাও মিন তুন।
মিয়ানমার এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে মিয়ানমার এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, উক্ত প্রতিযোগিতায় তাদের সাফল্য হচ্ছে ১৯৬৮ এএফসি এশিয়ান কাপের রানার-আপ হওয়া। এছাড়াও, এএফসি চ্যালেঞ্জ কাপে মিয়ানমারের সেরা সাফল্য হচ্ছে চতুর্থ স্থান অর্জন করা।
জাও মিন তুন, ডেভিড তান, ইয়ান অং কোয়াও, মিও লাইং উইন এবং কিয়াও কো কোর মতো খেলোয়াড়গণ মিয়ানমারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং সম্পাদনা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে মিয়ানমার তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৯৭তম) অর্জন করে এবং ২০১২ সালের আগস্ট মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৮২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মিয়ানমারের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩২তম (যা তারা ১৯৭৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৯১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৫৮ | সিঙ্গাপুর | ১০১৪.৭৮ | |
১৫৯ | পাপুয়া নিউগিনি | ১০০৩.২৮ | |
১৬০ | মিয়ানমার | ১০০০.২৬ | |
১৬১ | নতুন ক্যালিডোনিয়া | ৯৯৫.৫৮ | |
১৬২ | তাহিতি | ৯৯৫.১১ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৯০ | ২ | মরিশাস | ৯৬৬ |
১৯১ | ১ | গ্রিনল্যান্ড | ৯৬৩ |
১৯২ | ৮ | মিয়ানমার | ৯৬১ |
১৯৩ | বনেয়ার | ৯৫৯ | |
১৯৪ | ৫ | নেপাল | ৯৫২ |
প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা
ফিফা বিশ্বকাপ সম্পাদনা
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৫৪ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৯৮ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
২০০২ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
২০০৬ | অযোগ্য ঘোষিত | অযোগ্য ঘোষিত | |||||||||||||
২০১০ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ০ | ১১ | ||||||||
২০১৪ | ৪ | ১ | ০ | ৩ | ২ | ৬ | |||||||||
২০১৮ | ৮ | ২ | ২ | ৪ | ৯ | ২১ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ১৪ | ৩ | ২ | ৯ | ১১ | ৩৮ |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "Myanmar matches, ratings and points exchanged"। World Football Elo Ratings: Myanmar। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৬।
- ↑ FIFA.com। "Member Association - Myanmar - FIFA.com"। www.fifa.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ সম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ মিয়ানমার জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ মিয়ানমার জাতীয় ফুটবল দল (ইংরেজি)