জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন
জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الاتحاد الأردني لكرة القدم, ইংরেজি: Jordan Football Association; এছাড়াও সংক্ষেপে জেএফএ নামে পরিচিত) হচ্ছে জর্ডানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৬ বছর পর ১৯৭৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জর্দানের রাজধানী আম্মানে অবস্থিত।
এএফসি | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৪৯[১] |
সদর দপ্তর | আম্মান, জর্ডান |
ফিফা অধিভুক্তি | ১৯৫৬[১] |
এএফসি অধিভুক্তি | ১৯৭৫ |
সভাপতি | প্রিন্স আলি বিন হুসেইন |
সহ-সভাপতি | মুস্তফা তাব্বা |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি জর্দানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জর্দানীয় প্রো লীগ, জর্দান এফএ কাপ এবং জর্দান এফএ শিল্ডের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জর্দান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন প্রিন্স আলি বিন হুসেইন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সামার নাসার।
কর্মকর্তা
সম্পাদনা- ২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | প্রিন্স আলি বিন হুসেইন |
সহ-সভাপতি | মুস্তফা তাব্বা |
সাধারণ সম্পাদক | সামার নাসার |
কোষাধ্যক্ষ | সালিম খাইর |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | মুহাম্মদ আয়াস্রাহ |
প্রযুক্তিগত পরিচালক | আলেক্সান্ডার জুইয়ার্স |
ফুটসাল সমন্বয়কারী | সালাহ আবু জাফর |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ভিতাল বর্কেলমান্স |
জাতীয় দলের কোচ (নারী) | আজ্জেদিন চিহ |
রেফারি সমন্বয়কারী | ইয়র্ন লার্সেন |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (আরবি) (ইংরেজি)
- ফিফা-এ জর্দান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- এএফসি-এ জর্দান ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)