ফিলিস্তিন জাতীয় ফুটবল দল

ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী জাতীয় পুরুষ ফুটবল দল

ফিলিস্তিন জাতীয় ফুটবল দল (আরবি: منتخب فلسطين لكرة القدم, ইংরেজি: Palestine national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ফিলিস্তিনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৩ সালের ২৬শে জুলাই তারিখে, ফিলিস্তিন প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মিশরের আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে ফিলিস্তিন মিশরের কাছে ৮–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

ফিলিস্তিন
দলের লোগো
ডাকনামأسود كنعان‎ (কানানের সিংহ)
الفدائيون‎ (ফেদাইন)
الفرسان‎ (ঘোড়া)
অ্যাসোসিয়েশনফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচনুরুদ্দিন উলদ আলি
অধিনায়কআব্দুল লতিফ বাহদারি
সর্বাধিক ম্যাচআব্দুল লতিফ বাহদারি (৭৪)
শীর্ষ গোলদাতাফাহদ আত্তাল (১৬)
মাঠফয়সাল আল-হুসাইনি আন্তর্জাতিক স্টেডিয়াম
ফিফা কোডPLE
ওয়েবসাইটwww.pfa.ps
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৯৯ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ৭৩ (ফেব্রুয়ারি–মার্চ ২০১৮)
সর্বনিম্ন১৯১ (এপ্রিল–আগস্ট ১৯৯৯)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১০৪ হ্রাস ৯ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ৯০ (সেপ্টেম্বর ২০১৯)
সর্বনিম্ন১৬৯ (সেপ্টেম্বর ২০১০)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মিশর ৮–১ ফিলিস্তিন 
(আলেকজান্দ্রিয়া, মিশর; ২৬ জুলাই ১৯৫৩)
বৃহত্তম জয়
 ফিলিস্তিন ১১–০ গুয়াম 
(ঢাকা, বাংলাদেশ; ১ এপ্রিল ২০০৬)
বৃহত্তম পরাজয়
 মিশর ৮–১ ফিলিস্তিন 
(আলেকজান্দ্রিয়া, মিশর; ২৬ জুলাই ১৯৫৩)
 ইরান ৭–০ ফিলিস্তিন 
(তেহরান, ইরান; ৫ অক্টোবর ২০১১)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ২ (২০১৫-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৫, ২০১৯)
এএফসি চ্যালেঞ্জ কাপ
অংশগ্রহণ৩ (২০০৬-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১৪)
ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৯ (২০০০-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০০০, ২০০২, ২০০৪, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৯)

১২,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট ফয়সাল আল-হুসাইনি আন্তর্জাতিক স্টেডিয়ামে কানানের সিংহ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন নুরুদ্দিন উলদ আলি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মার্কাজ বালাতার রক্ষণভাগের খেলোয়াড় আব্দুল লতিফ বাহদারি

ফিলিস্তিন এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে ফিলিস্তিন এপর্যন্ত ২ বার অংশগ্রহণ করেছে, যার প্রত্যেকবার তারা গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে। এছাড়াও, ফিলিস্তিন ২০১৪ এএফসি চ্যালেঞ্জ কাপের শিরোপা জয়লাভ করেছে।

রামজি সালিহ, আব্দুল লতিফ বাহদারি, সাইব জেনদায়া, ফাহদ আত্তাল এবং সামিহ মারাবার মতো খেলোয়াড়গণ ফিলিস্তিনের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ফিলিস্তিন তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৭৩তম) অর্জন করে এবং ১৯৯৯ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ফিলিস্তিনের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯০তম (যা তারা ২০১৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৬৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৯৭     বেনিন ১২২৫.১
৯৮     কিরগিজস্তান ১২২৪.১৪
৯৯     ফিলিস্তিন ১২১৭.৬
১০০     কাজাখস্তান ১২১৫.১৬
১০১     কসোভো ১২০২.৭৭
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১০২     অ্যাঙ্গোলা ১৪০৯
১০২   ১৯   এল সালভাদোর ১৪০৯
১০৪     ফিলিস্তিন ১৪০৮
১০৫     মৌরিতানিয়া ১৪০১
১০৬     গাম্বিয়া ১৩৯৯

প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা

ফিফা বিশ্বকাপ সম্পাদনা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ ফিফার সদস্য ছিল না ফিফার সদস্য ছিল না
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪
  ১৯৭৮
  ১৯৮২
  ১৯৮৬
  ১৯৯০
  ১৯৯৪
  ১৯৯৮
    ২০০২ উত্তীর্ণ হয়নি
  ২০০৬ ১১ ১১
  ২০১০
  ২০১৪
  ২০১৮ ২৪
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ৫৩ ১৯ ১৩ ২১ ৮৬ ৭১

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা