কাজাখস্তান জাতীয় ফুটবল দল
কাজাখস্তান জাতীয় ফুটবল দল (ইংরেজি: Kazakhstan national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কাজাখস্তানের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কাজাখস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কাজাখ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ২০০২ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯২ সালের ১লা জুন তারিখে, কাজাখস্তান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে কাজাখস্তান তুর্কমেনিস্তানকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
![]() | |||
ডাকনাম | বাজপাখি | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | কাজাখ ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | তালগাত বায়সুফিনভ | ||
অধিনায়ক | গাফুরঝান সুয়ুম্বায়েভ | ||
সর্বাধিক ম্যাচ | সামাত স্মাকভ (৭৬) | ||
শীর্ষ গোলদাতা | রুসলান বালতিয়েভ (১৩) | ||
মাঠ | আস্তানা এরিনা | ||
ফিফা কোড | KAZ | ||
ওয়েবসাইট | kff | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১২৫ ![]() | ||
সর্বোচ্চ | ৮৩ (সেপ্টেম্বর ২০১৬) | ||
সর্বনিম্ন | ১৬৬ (মে ১৯৯৬) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১২৩ ![]() | ||
সর্বোচ্চ | ৭০ (অক্টোবর ১৯৯৭) | ||
সর্বনিম্ন | ১৩৬ (সেপ্টেম্বর ২০০৫) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (আলমাটি, কাজাখস্তান; ১ জুন ১৯৯২) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (লাহোর, পাকিস্তান; ১১ জুন ১৯৯৭) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (আলমাটি, কাজাখস্তান; ৮ জুন ২০০৫) ![]() ![]() (মস্কো, রাশিয়া; ২৩ মে ২০০৮) | |||
ডাব্লিউএএফএফ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ১ (২০০০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০০) |
৩০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আস্তানা এরিনায় বাজপাখি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তালগাত বায়সুফিনভ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন কাইরাতের রক্ষণভাগের খেলোয়াড় গাফুরঝান সুয়ুম্বায়েভ।
কাজাখস্তান এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও কাজাখস্তান এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
সামাত স্মাকভ, রুসলান বালতিয়েভ, নুর্বল ঝুমাস্কালিয়েভ, বাকতিয়ার জায়নুতদিনভ এবং গাফুরঝান সুয়ুম্বায়েভের মতো খেলোয়াড়গণ কাজাখস্তানের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিংসম্পাদনা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে কাজাখস্তান তাদের সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৮৩তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের মে মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৬৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কাজাখস্তানের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৭০তম (যা তারা ১৯৯৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৩৬। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১২৩ | ২ | গাম্বিয়া | ১১৩৮.১৯ |
১২৪ | ফ্যারো দ্বীপপুঞ্জ | ১১৩৭.৪ | |
১২৫ | ৫ | কাজাখস্তান | ১১৩৪.৭৭ |
১২৬ | ১ | অ্যাঙ্গোলা | ১১৩১.৭২ |
১২৭ | ১ | অ্যান্টিগুয়া ও বার্বুডা | ১১৩১.০৭ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১২১ | ৭ | সাইপ্রাস | ১৩৩৫ |
১২২ | ১৪ | মৌরিতানিয়া | ১৩৩৩ |
১২৩ | ১ | কাজাখস্তান | ১৩৩১ |
১২৩ | ৫ | ইথিওপিয়া | ১৩৩১ |
১২৫ | ৪ | জাঞ্জিবার | ১৩২৮ |
প্রতিযোগিতামূলক তথ্যসম্পাদনা
ফিফা বিশ্বকাপসম্পাদনা
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল | সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | |||||||||||||||
১৯৭০ | |||||||||||||||
১৯৭৪ | |||||||||||||||
১৯৭৮ | |||||||||||||||
১৯৮২ | |||||||||||||||
১৯৮৬ | |||||||||||||||
১৯৯০ | |||||||||||||||
১৯৯৪ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৯৮ | উত্তীর্ণ হয়নি | ১২ | ৫ | ৩ | ৪ | ২২ | ২১ | ||||||||
২০০২ | ৬ | ৪ | ২ | ০ | ২০ | ২ | |||||||||
২০০৬ | ১২ | ০ | ১ | ১১ | ৬ | ২৯ | |||||||||
২০১০ | ১০ | ২ | ০ | ৮ | ১১ | ২৯ | |||||||||
২০১৪ | ১০ | ১ | ২ | ৭ | ৬ | ২১ | |||||||||
২০১৮ | ১০ | ০ | ৩ | ৭ | ৬ | ২৬ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ৬০ | ১২ | ১১ | ৩৭ | ৭১ | ১২৮ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (কাজাখ) (ইংরেজি) (রুশ)
- ফিফা-এ কাজাখস্তান জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জানুয়ারি ২০১৯ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ কাজাখস্তান জাতীয় ফুটবল দল (ইংরেজি)