বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দল

বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দল (বসনীয়: Nogometna/Fudbalska reprezentacija Bosne i Hercegovine, সার্বীয়: Фудбалска репрезентација Боснe и Херцеговинe, ক্রোয়েশীয়: Bosanskohercegovačka nogometna reprezentacija) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বসনিয়া ও হার্জেগোভিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৯৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯৩ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে, বসনিয়া ও হার্জেগোভিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইরানের তেহরানে অনুষ্ঠিত উক্ত ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনা ইরানকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

বসনিয়া ও হার্জেগোভিনা
দলের লোগো
ডাকনামজমায়েভি
অ্যাসোসিয়েশনবসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচখালি
অধিনায়কএদিন জেকো
সর্বাধিক ম্যাচএদিন জেকো (১১২)
শীর্ষ গোলদাতাএদিন জেকো (৫৯)
মাঠগ্রাভিৎসা স্টেডিয়াম
ফিফা কোডBIH
ওয়েবসাইটwww.nfsbih.ba
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৬৯ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১৩ (আগস্ট ২০১৩)
সর্বনিম্ন১৭৩ (সেপ্টেম্বর ১৯৯৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৮৪ হ্রাস ২৬ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ২০ (জুন ২০১৩, ফেব্রুয়ারি ২০১৯)
সর্বনিম্ন৮৭ (অক্টোবর ১৯৯৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
 ইরান ১–৩ বসনিয়া ও হার্জেগোভিনা 
(তেহরান, ইরান; ১২ সেপ্টেম্বর ১৯৯৩)[][][]
বৃহত্তম জয়
 বসনিয়া ও হার্জেগোভিনা ৭–০ এস্তোনিয়া 
(জেনিৎসা, বসনিয়া ও হার্জেগোভিনা;
১০ সেপ্টেম্বর ২০০৮)
 লিশটেনস্টাইন ১–৮ বসনিয়া ও হার্জেগোভিনা 
(ভাডুৎস, লিশটেনস্টাইন; ৭ সেপ্টেম্বর ২০১২)
বৃহত্তম পরাজয়
 আর্জেন্টিনা ৫–০ বসনিয়া ও হার্জেগোভিনা 
(কর্দোবা, আর্জেন্টিনা; ১৪ মে ১৯৯৮)
বিশ্বকাপ
অংশগ্রহণ১ (২০১৪-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৪)

১৩,১৪৬ ধারণক্ষমতাবিশিষ্ট গ্রাভিৎসা স্টেডিয়ামে জমায়েভি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন খালি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রোমার আক্রমণভাগের খেলোয়াড় এদিন জেকো

বসনিয়া ও হার্জেগোভিনা এপর্যন্ত কেবলমাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে পৌঁছানো।

এদিন জেকো, মিরালেম পিয়ানিচ, এমির স্পাহিচ, ভেদাদ ইবিশেভিচ এবং জভিয়েজদান মিসিমোভিচের মতো খেলোয়াড়গণ বসনিয়া ও হার্জেগোভিনার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৩ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বসনিয়া ও হার্জেগোভিনা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৩তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৭৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বসনিয়া ও হার্জেগোভিনার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২০তম (যা তারা সর্বপ্রথম ২০১৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬৭     গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ১৩৫৬.৬৬
৬৮     উজবেকিস্তান ১৩৪৫.২৬
৬৯     বসনিয়া ও হার্জেগোভিনা ১৩৪৩.৩২
৭০     মন্টিনিগ্রো ১৩৪২.৬৪
৭১     আইসল্যান্ড ১৩৩৮.৩৯
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৮২   ১০   উত্তর আয়ারল্যান্ড ১৪৯১
৮৩     গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ১৪৮৯
৮৪   ২৬   বসনিয়া ও হার্জেগোভিনা ১৪৮৫
৮৫   ১৪   দক্ষিণ আফ্রিকা ১৪৮২
৮৬   ২০   কাজাখস্তান ১৪৮১

প্রতিযোগিতামূলক তথ্য

সম্পাদনা

ফিফা বিশ্বকাপ

সম্পাদনা
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ যুগোস্লাভিয়ার অংশ ছিল যুগোস্লাভিয়ার অংশ ছিল
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪
  ১৯৭৮
  ১৯৮২
  ১৯৮৬
  ১৯৯০
বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্র হিসেবে বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্র হিসেবে
  ১৯৯৪ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৯৮ উত্তীর্ণ হয়নি ১৪
বসনিয়া ও হার্জেগোভিনা হিসেবে বসনিয়া ও হার্জেগোভিনা হিসেবে
    ২০০২ উত্তীর্ণ হয়নি ১২ ১২
  ২০০৬ ১০ ১২
  ২০১০ ১২ ২৫ ১৫
  ২০১৪ গ্রুপ পর্ব ২০তম ১০ ৩০
  ২০১৮ উত্তীর্ণ হয়নি ১০ ২৪ ১৩
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট গ্রুপ পর্ব ১/৭ ৫৮ ২৮ ১০ ২০ ১১২ ৬৯

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  3. radiofarda.com (২৮ মে ২০১৪)। "تاریخ فوتبال بوسنی و هرزگوین از تهران آغاز شد"radiofarda.com। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৫ 
  4. wildstat.com (৪ এপ্রিল ২০১৫)। "Friendly internationals, Bosnia-Herzegovina"wildstat.com। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৫ 
  5. wildstat.com (৪ এপ্রিল ২০১৫)। "Friendly internationals, Iran"wildstat.com। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা