মন্টিনিগ্রো জাতীয় ফুটবল দল

মন্টিনিগ্রো জাতীয় ফুটবল দল (Montenegrin: Фудбалска репрезентација Црне Горе) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মন্টিনিগ্রোর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মন্টিনিগ্রোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মন্টিনিগ্রো ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ২০০৭ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ২০০৭ সালের ২৪শে মার্চ তারিখে, মন্টিনিগ্রো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মন্টিনিগ্রোর পোদগোরিৎসায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে মন্টিনিগ্রো হাঙ্গেরিকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

মন্টিনিগ্রো
দলের লোগো
ডাকনামরাবরি সকোলি (সাহসী ফ্যালকন)
অ্যাসোসিয়েশনমন্টিনিগ্রো ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচফারুক হাজিবেগিচ
অধিনায়কস্তেভান ইয়োভেতিচ
সর্বাধিক ম্যাচফাতোস বেচিরায় (৭৪)
শীর্ষ গোলদাতাস্তেভান ইয়োভেতিচ (২৮)
মাঠপোদগোরিৎসা সিটি স্টেডিয়াম
ফিফা কোডMNE
ওয়েবসাইটfscg.me
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৭০ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১৬ (জুন ২০১১)
সর্বনিম্ন১৯৯ (জুন ২০০৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৬৮ বৃদ্ধি ৪ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৩৭ (মার্চ ২০১১)
সর্বনিম্ন৭৮ (অক্টোবর ২০১৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মন্টিনিগ্রো ২–১ হাঙ্গেরি 
(পোদগোরিৎসা, মন্টিনিগ্রো; ২৪ মার্চ ২০০৭)
বৃহত্তম জয়
 সান মারিনো ০–৬ মন্টিনিগ্রো 
(সেরাভায়ে, সান মারিনো; ১১ সেপ্টেম্বর ২০১২)
বৃহত্তম পরাজয়
 ইংল্যান্ড ৭–০ মন্টিনিগ্রো 
(লন্ডন, ইংল্যান্ড; ১৪ নভেম্বর ২০১৯)

১৫,২৩০ ধারণক্ষমতাবিশিষ্ট পোদগোরিৎসা সিটি স্টেডিয়ামে রাবরি সকোলি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মন্টিনিগ্রোর রাজধানী পোদগোরিৎসায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফারুক হাজিবেগিচ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মোনাকোর আক্রমণভাগের খেলোয়াড় স্তেভান ইয়োভেতিচ

মন্টিনিগ্রো এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও মন্টিনিগ্রো এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে পারেনি।

ফাতোস বেচিরায়, এলসাদ জভেরোতিচ, স্তেভান ইয়োভেতিচ, মির্কো ভুচিনিচ এবং স্তেফান মুগোসার মতো খেলোয়াড়গণ মন্টিনিগ্রোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১১ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মন্টিনিগ্রো তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৬তম) অর্জন করে এবং ২০০৭ সালের জুন মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯৯তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মন্টিনিগ্রোর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩৭তম (যা তারা ২০১১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৭৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬৮     উজবেকিস্তান ১৩৪৫.২৬
৬৯     বসনিয়া ও হার্জেগোভিনা ১৩৪৩.৩২
৭০     মন্টিনিগ্রো ১৩৪২.৬৪
৭১     আইসল্যান্ড ১৩৩৮.৩৯
৭২     উত্তর আয়ারল্যান্ড ১৩৩৩.১৭
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬৭     ওমান ১৫৬৬
৬৮     মন্টিনিগ্রো ১৫৫০
৬৯     ঘানা ১৫৪৪
৭০     কাতার ১৫৩৩

প্রতিযোগিতামূলক তথ্য

সম্পাদনা

ফিফা বিশ্বকাপ

সম্পাদনা
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ ছিল যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ ছিল
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪
  ১৯৭৮
  ১৯৮২
  ১৯৮৬
  ১৯৯০
  ১৯৯৪ যুগোস্লাভিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ ছিল যুগোস্লাভিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ ছিল
  ১৯৯৮
    ২০০২
  ২০০৬ সার্বিয়া ও মন্টিনিগ্রোর অংশ ছিল সার্বিয়া ও মন্টিনিগ্রোর অংশ ছিল
  ২০১০ উত্তীর্ণ হয়নি ১০ ১৪
  ২০১৪ ১০ ১৮ ১৭
  ২০১৮ ১০ ২০ ১২
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/৫ ৩০ ১০ ১০ ১০ ৪৭ ৪৩

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা