উজবেকিস্তান জাতীয় মহিলা ফুটবল দল
উজবেকিস্তান জাতীয় মহিলা ফুটবল দল (উজবেক: Oʻzbekiston ayollar milliy futbol terma jamoasi) মহিলাদের আন্তর্জাতিক ফুটবলে উজবেকিস্তান দেশের প্রতিনিধিত্ব করে। এই দল পাঁচবার এশীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে। এখনও পর্যন্ত অলিম্পিক এবং বিশ্বকাপে উত্তীর্ণ হতে পারেনি।[২]
অ্যাসোসিয়েশন | উজবেকিস্তান ফুটবল ফেডারেশন | ||
---|---|---|---|
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
সাব–কনফেডারেশন | সিএএফএ (মধ্য এশিয়া) | ||
প্রধান কোচ | মিদোরি হন্ডা | ||
শীর্ষ গোলদাতা | নিলোফার কুদ্রাতোভা (৩০) | ||
ফিফা কোড | ইউজেডবি | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৪৭ ৩ (১৫ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ৩৮ (সেপ্টেম্বর ২০১১) | ||
সর্বনিম্ন | ৫০ (মার্চ – আগস্ট ২০০৪; মার্চ ২০২৩; আগস্ট ২০২৩) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
উজবেকিস্তান ১–০ ভারত (কোটা কিনাবালু, মালয়েশিয়া; ২৩ সেপ্টেম্বর ১৯৯৫) | |||
বৃহত্তম জয় | |||
উজবেকিস্তান ২০–০ আফগানিস্তান (তাসখন্দ, উজবেকিস্তান; ২৩ নভেম্বর ২০১৮) | |||
বৃহত্তম পরাজয় | |||
জাপান ১৭–০ উজবেকিস্তান (কোটা কিনাবালু, মালয়েশিয়া; ২৭ সেপ্টেম্বর ১৯৯৫) | |||
এশিয়ান কাপ | |||
অংশগ্রহণ | ৫ (১৯৯৫-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (১৯৯৫, ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০৩) | ||
সিএএফএ চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ২ (২০১৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (২০১৮, ২০২২) |
কর্মকর্তা
সম্পাদনাপদ | নাম |
---|---|
প্রধান কোচ | মিদোরি হন্ডা |
সহকারী কোচ | তাকায়া সুৎসুমি সাইদা গালিমোভা |
ভিডিও অ্যানালিস্ট | মুখাম্মদামিনবেক মাখমুদোভ |
টেকনিক্যাল অ্যানালিস্ট | সাবির পিরনাজারোভ |
দলের ডাক্তার | রুস্তম ইউসুপোভ |
দলের অ্যাডমিনিস্ট্রেটর | ড্যাভরন কুদ্রাতুল্লায়েভ |
পরিসংখ্যান
সম্পাদনাসর্বকালের রেকর্ড:[৩]
- ১৫ এপ্রিল ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | |
---|---|---|---|---|---|---|---|
মোট | ৮২ | ৪২ | ৮ | ৩২ | ২১৯ | ১৬১ | +৫৮ |
টুর্নামেন্ট রেকর্ড
সম্পাদনা- ১৯৯৫, ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০৩: গ্রুপ পর্ব
- ২০২২: সেমি-ফাইনাল
- ২০১৮, ২০২২: চ্যাম্পিয়ন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফিফা/কোকা-কোলা মহিলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ১৫ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Perfect Uzbekistan emerge champions | Football | News |"।
- ↑ "Uzbekistan [Women] - Historical results"।
বহিঃসংযোগ
সম্পাদনা- (ইংরেজি ভাষায়) অফিসিয়াল ওয়েবসাইট
- (ইংরেজি ভাষায়) ফিফা.কম