পূর্ব তিমুর ফুটবল ফেডারেশন

পূর্ব তিমুর ফুটবল ফেডারেশন (পর্তুগিজ: Federação de Futebol de Timor-Leste, ইংরেজি: East Timor Football Federation; এছাড়াও সংক্ষেপে ইটিএফএফ নামে পরিচিত) হচ্ছে পূর্ব তিমুরের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর পূর্ব তিমুরের রাজধানী দিলিতে অবস্থিত।

পূর্ব তিমুর ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত২০০২; ২২ বছর আগে (2002)[]
সদর দপ্তরদিলি, পূর্ব তিমুর
ফিফা অধিভুক্তি২০০৫[]
এএফসি অধিভুক্তি
  • ১৫ আগস্ট ২০০২; ২২ বছর আগে (2002-08-15) (সহযোগী সদস্য)[]
  • ২০০৫
সভাপতিপূর্ব তিমুর ফ্রান্সিস্কো জেরোনিমো
সহ-সভাপতি
  • পূর্ব তিমুর জেরমানো দা সিলভা
  • পূর্ব তিমুর আলেইক্সো দা সিলভা গামা
  • পূর্ব তিমুর ফালুর রাতে
ওয়েবসাইটhttp://www.fftl.tl/

এই সংস্থাটি পূর্ব তিমুরের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা ফুতবল আমাদোরা এবং নভেম্বর ১২ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে পূর্ব তিমুর ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রান্সিস্কো জেরোনিমো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নেলিও ইসাক সারমেন্তো।

কর্মকর্তা

সম্পাদনা
২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি ফ্রান্সিস্কো জেরোনিমো
সহ-সভাপতি জেরমানো দা সিলভা
আলেইক্সো দা সিলভা গামা
ফালুর রাতে
সাধারণ সম্পাদক নেলিও ইসাক সারমেন্তো
কোষাধ্যক্ষ এউলালিয়া আরাউজো দোস রেইস
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক রজেরিও পিরেস
প্রযুক্তিগত পরিচালক ফাবিও মাগ্রাও
ফুটসাল সমন্বয়কারী এনরিকে দা কোস্তা
জাতীয় দলের কোচ (পুরুষ) নরিও সুকিতাতে
জাতীয় দলের কোচ (নারী) লি চুং হো
রেফারি সমন্বয়কারী নিভিও দা কোস্তা ফের্নান্দেস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "East Timor was accepted as an associate member of the Asian Football Confederation at its 20th Congress in Kuala Lumpur, Malaysia" Associated Press

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:পূর্ব তিমুর-এ ফুটবল টেমপ্লেট:পূর্ব তিমুর ফুটবল ফেডারেশন