২০২৩-এ বাংলাদেশ
২০২৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ও এ-সম্পর্কিত ঘটনা ও তথ্যপঞ্জি
২০২৩-এ বাংলাদেশে সংঘটিত হওয়া ঘটনাবলির সংক্ষিপ্তসার এটি।
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ২০২৩-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
এটি ১৪২৯ এবং ১৪৩০ বঙ্গাব্দ (বাংলা বছর) অনুসরণ করবে।
২০২৩ সাল বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বছর। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার পঞ্চম ও শেষ বছর এবং মোহাম্মদ আবদুল হামিদের রাষ্ট্রপতির শেষ বছর।
রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত
সম্পাদনাজাতীয়
সম্পাদনাবর্তমান
সম্পাদনারাষ্ট্রপতি | প্রধানমন্ত্রী | সংসদ স্পিকার | প্রধান বিচারপতি | মন্ত্রিপরিষদ সচিব | প্রধান নির্বাচন কমিশনার |
---|---|---|---|---|---|
মোহাম্মদ সাহাবুদ্দিন (বয়স ৭৪ ) |
শেখ হাসিনা ওয়াজেদ (বয়স ৭৬ ) |
শিরীন শারমিন চৌধুরী (বয়স ৫৭ ) |
হাসান ফয়েজ সিদ্দিক (বয়স ৬৭ ) |
মোঃ মাহবুব হোসেন (বয়স ৫৯ ) |
কাজী হাবিবুল আউয়াল (বয়স ৬৭ ) |
বাংলাদেশ আওয়ামী লীগ (২৪ এপ্রিল ২০২৩ থেকে) |
বাংলাদেশ আওয়ামী লীগ (৬ জানুয়ারি ২০০৯ থেকে) |
বাংলাদেশ আওয়ামী লীগ (১ মে ২০১৩ থেকে) |
স্বতন্ত্র (৩১ ডিসেম্বর ২০২১ থেকে) |
স্বতন্ত্র (৩ জানুয়ারি ২০২৩ থেকে) |
স্বতন্ত্র (২৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে) |
প্রাক্তন
সম্পাদনামন্ত্রিপরিষদ সচিব |
---|
কবির বিন আনোয়ার (বয়স ৫৯ ) |
স্বতন্ত্র (১৫ ডিসেম্বর ২০২২ - ৩ জানুয়ারি ২০২৩) |
- প্রধান বিচারপতি – হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)
- অ্যাটর্নি জেনারেল – আবু মোহাম্মদ আমিন উদ্দিন (১৬তম)
মন্ত্রীগণ
সম্পাদনাপ্রতিমন্ত্রীগণ
সম্পাদনাউপমন্ত্রীগণ
সম্পাদনাউপমন্ত্রী | দপ্তর | সূত্র |
---|---|---|
হাবিবুন নাহার | পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় | [৩] |
আবুল কালাম মোহাম্মদ এনামুল হক শামীম | পানি সম্পদ মন্ত্রণালয় | |
মহিবুল হাসান চৌধুরী | শিক্ষা মন্ত্রণালয় |
ঘটনা
সম্পাদনাজানুয়ারি
সম্পাদনা- ২-৫ জানুয়ারী - বাংলাদেশে প্রধানত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়। সাম্প্রতিক বছরের তুলনায় গড় তাপমাত্রা কমে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।[৪][৫][৬][৭]
- ৩ জানুয়ারী - মোঃ মাহবুব হোসেন বাংলাদেশের 24 তম মন্ত্রিপরিষদ সচিব হিসাবে নিযুক্ত হন তার পূর্বসূরি কবির বিন আনোয়ার বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব হিসাবে স্বল্পতম সময়ের জন্য অবসর-পরবর্তী ছুটিতে যাওয়ার পরে।[৮][৯]
- ৪ জানুয়ারী- গাইবান্ধা-৫ সংসদীয় আসনে 'গণ অনিয়মের' অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) স্থগিত করায় শূন্য আসনে এমপি নির্বাচনের জন্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ (আ.লীগ) সমর্থিত প্রার্থী মাহমুদ হাসান রিপন বিজয়ী হন। শৈত্যপ্রবাহের কারণে কম ভোটার-জনতার মধ্যে ভূমিধসের ব্যবধান।[১০]
- ৬ জানুয়ারি- ছাত্রলীগের (আ.লীগের ছাত্রসংগঠন) হীরক জয়ন্তী (৭৫তম বার্ষিকী) অনুষ্ঠানের মূল মঞ্চটি আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় ভীড়ের কারণে ভেঙে পড়ে, আহত হন ৫ জন।[১১] ঘটনাটি একটি ট্রল-বিষয় হয়ে ওঠে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত হয়,[১২] যখন বিরোধী রাজনীতিকরা এই ঘটনার ইঙ্গিত দিয়ে ক্ষমতাসীন দলকে 'তাদের ক্ষমতা থেকে পতন' সম্পর্কে সতর্ক করে।[১৩]
- ১৪ জানুয়ারি - দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করেন।[১৪] 2021 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর উপর মার্কিন নিষেধাজ্ঞার পর থেকে সর্বোচ্চ র্যাঙ্কিং মার্কিন সরকারী সফরে, গণতন্ত্র, নির্বাচন, শ্রম এবং মানবাধিকার ইস্যুগুলির মতো বিষয়গুলি শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা করা হয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমানোর ক্ষেত্রে র্যাবের অসাধারণ অগ্রগতিতে লু তার সন্তুষ্টি প্রকাশ করেছেন (দ্য ডেইলি স্টার)।[১৫]
- ১৯ জানুয়ারি - বিএসএমএমইউতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপন সম্পন্ন হয়। মস্তিস্ক মৃত (Brain Death) ঘোষণা করা ২০ বছর বয়সী সারাহ ইসলামের দুটি কিডনি ও দুটি কর্নিয়া চারজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়।[১৬][১৭]
আগস্ট
সম্পাদনা- ১৭ আগস্ট: সার্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন।
পূর্বাভাসিত এবং নির্ধারিত ঘটনা
সম্পাদনা- জানুয়ারী – তীব্র এবং মৃদু শৈত্যপ্রবাহ বাংলাদেশকে ঝাড়ু দেবে।
- ফেব্রুয়ারি – ২০২৩ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন।[১৮]
মৃত্যু
সম্পাদনাজানুয়ারি
সম্পাদনা- ২ জানুয়ারী – মুবাশ্বর হোসেন, ৮০, স্থপতি, ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধা ।[১৯]
- ৭ জানুয়ারী – হাবিব উল্লাহ খান, ৮৭, রাজনীতিবিদ ও কূটনীতিক, সাবেক তথ্য মন্ত্রী (১৯৭০ এর দশক) এবং পাট (১৯৮০ এর দশক), জাতীয় সংসদের সাবেক সদস্য, মায়োকার্ডিয়াল ইনফার্কশন ।[২০]
- ১১ জানুয়ারী – মোহাম্মদ এনামুল হক জোজ মিয়া, ৮৩, জাতীয় সংসদের দুই বারের প্রাক্তন সদস্য, তাঁর শেষ বছরগুলিতে একজন দরিদ্রের মতো জীবনযাপনের জন্য পরিচিত।[২১]
- ১২ জানুয়ারী -
- মুহাম্মদ দেলোয়ার হোসেন (৬৭), বরগুনাইয়া রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক সদস্য, কিডনি রোগে আক্রান্ত ।[২২]
- মোজাম্মেল হক (৬৮), বিএনপির রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক সদস্য, কার্ডিয়াক অ্যারেস্ট ।[২৩]
- ২৭ জানুয়ারি – মুফতি শহিদুল ইসলাম (৬৩), ইসলামী রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক সদস্য
ফেব্রুয়ারি
সম্পাদনা- ৬ ফেব্রুয়ারি – মোছলেম উদ্দিন আহমদ , ৭৬, আওয়ামী লীগ রাজনীতিবিদ, জাতীয় সংসদ সদস্য (২০২০-২০২৩)।
- ১৪ ফেব্রুয়ারি – রেজা আলী , ৮২, ব্যবসায়ী, আওয়ামী লীগের রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক সদস্য (২০০৯-২০১৪)।[২৪]
- ১৯ ফেব্রুয়ারি – নাজমুল হুদা , ৮০, আইনজীবী ও রাজনীতিবিদ, সাবেক তথ্য মন্ত্রী (১৯৯১-১৯৯৬) এবং যোগাযোগ (২০০১-২০০৬), জাতীয় সংসদের চার বারের (১৯৯১-২০০৮) প্রাক্তন সদস্য ।
মার্চ
সম্পাদনা- ২১ মার্চ – শামীম শিকদার , ৭০, ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ।
- ২৯ মার্চ – নূরে আলম সিদ্দিকী , ৮২, আওয়ামী লীগ রাজনীতিবিদ ও ব্যবসায়ী, যুদ্ধকালীন ছাত্রনেতা যিনি "বঙ্গবন্ধুর চার খলিফা"-এর একজন হিসেবে পরিচিত।
এপ্রিল
সম্পাদনা- ৬ এপ্রিল – রোকেয়া আফজাল রহমান , ৮২, উদ্যোক্তা, বাংলাদেশের প্রথম মহিলা ব্যাংক ব্যবস্থাপক, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা (২০০১)।
- ১১ এপ্রিল – জাফরুল্লাহ চৌধুরী , ৮২, মুক্তিযোদ্ধা, জনস্বাস্থ্য ও রাজনৈতিক কর্মী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
ডিসেম্বর
সম্পাদনা- ১৩ ডিসেম্বর - আরফানুল হক রিফাত, কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়র।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Hon'ble Ministers"। Cabinet of Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "Hon'ble Ministers of State"। Cabinet of Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "Hon'ble Deputy Ministers"। Cabinet of Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "Mild cold wave sweeps parts of Bangladesh"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৩।
- ↑ "Mild cold wave sweeps parts of Bangladesh"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "Winter chill intensifies as wild cold wave grips parts of Bangladesh"। Bdnews24.com (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "Cold wave grips parts of Bangladesh"। The Financial Express (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "Mahbub Hossain made new cabinet secretary"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ৩ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পেয়ে যা বললেন মাহবুব হোসেন"। Jugantor। ৩ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "Awami League candidate Ripon wins Gaibandha-5 by-election"। Bdnews24.com (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছিলেন, ভেঙে পড়ল মঞ্চ"। Prothom Alo। ৬ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩।
- ↑ Roy, Anupam Debasish (৯ জানুয়ারি ২০২৩)। "When too many crowd, the stage breaks down"। The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩।
- ↑ "সরকারের ক্ষমতার মঞ্চ অন্যায়ের ভারে ভেঙে পড়বে : রব"। Daily Naya Diganta। ৮ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩।
- ↑ "Assistant Secretary of State for South and Central Asian Affairs Lu's travel to India and Bangladesh"। US Department of State। ১০ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৩।
- ↑ "What's the outcome of Donald Lu's visit?"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৭ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩।
- ↑ "Sarah, young girl who paves way for posthumous organ donation in country"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৩।
- ↑ "Bangladesh's first kidney transplant from dead donor a success"। Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৩।
- ↑ Rahman, Saidur (২২ ডিসেম্বর ২০২২)। "ফেব্রুয়ারিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন"। The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "Architect Mubasshar Hussein no more"। Prothom Alo (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩।
- ↑ "Ex-minister Habib Ullah Khan dies"। New Age (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "দুইবারের এমপি জজ মিয়া মারা গেলেন উপহারের ঘরে"। Somoy TV। ১২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩।
- ↑ "সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেনের মৃত্যুতে বরগুনায় শোকের ছায়া"। Prothom Alo। ১২ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩।
- ↑ "নাটোরের সাবেক এমপি মোজাম্মেল হক আর নেই"। Kaler Kantho। ১৩ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩।
- ↑ "Veteran politician Reza Ali passes away"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৩-০২-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৩।
আরো দেখুন
সম্পাদনাউইকিসংবাদে Bangladesh সম্পর্কিত সংবাদ রয়েছে।