উত্তরবঙ্গ বলতে বাংলাদেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমবঙ্গের উত্তর অংশকে বোঝায়। বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগমালদহ বিভাগ উত্তরবঙ্গের অংশ হিসেবে অন্তর্ভুক্ত। গঙ্গা নদী দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গকে পৃথক করেছে। অর্থনৈতিক দিক থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তুলনায় পশ্চাৎপদ।

উত্তরবঙ্গের মানচিত্র। ভারত ও বাংলাদেশের জেলাগুলি পৃথক রঙে চিহ্নিত।
খ্রিস্টীয় একাদশ শতাব্দীর উত্তরবঙ্গ থেকে পাওয়া নৃত্যভঙ্গীতে গণেশের মূর্তি, এশীয় কলা জাদুঘর, বার্লিন

ইতিহাস

সম্পাদনা

অদ্ভুৎসাগর গ্রন্থে রাজা বরেন্দ্র সেন এর এর উল্লেখ রয়েছে ইন্দ্রের বরে যার জন্ম (পৌরাণিক কাহিনী অনুসারে) এবং তার রাজ্যটি বরেন্দ্র নামে পরিচিত ছিল। উত্তরবঙ্গে প্রাচীন বাংলার কয়েকটি রাজধানী অবস্থিত ছিল। বগুড়ায় মৌর্য আমলের শহর পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ রয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের মালদহ জেলার সীমান্তে গৌড় অবস্থিত, পাল শাসনামলে এই অঞ্চলটি সেন রাজাদের সামন্তরাজ্য হিসেবে পরচিত ছিল।একসময় রংপুর ও কোচবিহার কামরূপের অংশ ছিলো। গৌড়ের পরে এ অঞ্চলের সবচেয়ে পুরাতন শহর নাটোর

 
উত্তরবঙ্গের নদনদী

উত্তরবঙ্গের প্রধান নদনদী হলো তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা ইত্যাদি।

জনসংখ্যা

সম্পাদনা

উত্তরবঙ্গের ধর্ম, বাংলাদেশ (২০১১)

  ইসলাম (৮৯.৬০%)
  অন্যান্য (০.৮৩%)

উত্তরবঙ্গের ধর্ম, ভারত (২০১১)

  হিন্দুধর্ম (৬৫.৩২%)
  ইসলাম (৩০.৩৯%)
  বৌদ্ধধর্ম (১.৫২%)
  অন্যান্য (০.৫২%)

বাংলাদেশ

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুসারে এই অঞ্চলের জনসংখ্যা ৩,০২,০১,৮৭৩ (৩ কোটি)। সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা অনুসরণ করে ইসলাম, অনুসরণ করে হিন্দুধর্ম, বৃহত্তম সংখ্যালঘু।

পশ্চিমবঙ্গ

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুসারে এই অঞ্চলের জনসংখ্যা ১,৭২,১১,০১০ (১.৭ কোটি)। সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হিন্দু ধর্ম অনুসরণ করে, ইসলাম অনুসরণ করে ছোট কিন্তু উল্লেখযোগ্য জনসংখ্যা খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্ম অনুসরণ করে।

বাংলাদেশ

সম্পাদনা

বাংলাদেশের উত্তরবঙ্গ রংপুর বিভাগ এর রংপুর,দিনাজপুর,কুড়িগ্রাম, গাইবান্ধা,নীলফামারী,লালমনিরহাট, ঠাকুরগাঁও,পঞ্চগড় জেলা নিয়ে এবং রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া,সিরাজগঞ্জ,পাবনা,নাটোর,নওগাঁ,চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলা নিয়ে মোট ১৬টি জেলা দ্বারা গঠিত। বাংলাদেশের উত্তরবঙ্গের প্রধান শহর হলো রাজশাহীবগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়।

ভারতের উত্তরবঙ্গ মূলত জলপাইগুড়ি বিভাগের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ বিভাগের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে মোট ৮টি জেলা দ্বারা গঠিত। ভৌগোলিকভাবে এটি দার্জিলিং পর্বতডুয়ার্স সমভূমি দ্বারা গঠিত। মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্যে এই অঞ্চলে পর্যটন শিল্প খুবই উন্নত। শিলিগুড়ি ভারতের উত্তরবঙ্গের প্রধান শহর; এই শহর একাধারে পশ্চিমবঙ্গের তৃতীয় সবচেয়ে জনবহুল শহর এবং সমগ্র উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার।

এই অঞ্চলে বাংলা ভাষার বরেন্দ্রী উপভাষাকামতাপুরী উপভাষা দুটি কথ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা