বিরোধীদলীয় নেতা (বাংলাদেশ)
বিরোধীদলীয় নেতা হলো বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদের বিরোধী দলের নেতৃত্বদানকারী ব্যক্তি। বিরোধীদলীয় নেতা সাধারণত জাতীয় সংসদের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, যা সরকারি দলের পরেই জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ, সেই বৃহত্তম দলের নেতা। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে কোন বিরোধী দলীয় নেতা ছিলেন না। দ্বিতীয় সংসদে এসে প্রথম বিরোধী দলীয় নেতা নির্বাচন করা হয় এবং জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা ছিলেন আসাদুজ্জামান খান। বিরোধীদলীয় নেতার পদটি সরকারের মন্ত্রিপরিষদের একজন পূর্ণ মন্ত্রীর সমান পদমর্যাদার অধিকারী।
বিরোধীদলীয় নেতা | |
---|---|
দায়িত্ব পদশূন্য ৬ আগস্ট ২০২৪ থেকে | |
সম্বোধনরীতি | মাননীয় |
মেয়াদকাল | ৫ বছর |
সর্বপ্রথম | আসাদুজ্জামান খান |
গঠন | ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ |
ডেপুটি | আনিসুল ইসলাম মাহমুদ |
বিরোধীদলীয় নেতাদের তালিকা
সম্পাদনাবাংলাদেশের জাতীয় সংসদের প্রথম ও যষ্ঠ মেয়াদে কোন বিরোধীদলীয় নেতা ছিলেন না। দ্বিতীয় থেকে দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাদের তালিকা উপস্থাপন করা হয়েছে:
নং | প্রতিকৃতি | বিরোধীদলীয় নেতা | দল | কার্যকাল | সংসদ | |
---|---|---|---|---|---|---|
নেই | খালি | নেই | ৭ মার্চ ১৯৭৩ | ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ | ১ম | |
১ | আসাদুজ্জামান খান | বাংলাদেশ আওয়ামী লীগ | ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ | ২৪ মার্চ ১৯৮২ | ২য় | |
২ | শেখ হাসিনা | ৭ মে ১৯৮৬ | ৩ মার্চ ১৯৮৮ | ৩য় | ||
৩ | আ. স. ম. আবদুর রব | জাতীয় সমাজতান্ত্রিক দল | ৩ মার্চ ১৯৮৮ | ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ | ৪র্থ | |
(২) | শেখ হাসিনা | বাংলাদেশ আওয়ামী লীগ | ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ | ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ | ৫ম | |
নেই | খালি | নেই | ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ | ১২ জুন ১৯৯৬ | ৬ষ্ঠ | |
৪ | খালেদা জিয়া | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ১২ জুন ১৯৯৬ | ১৫ জুলাই ২০০১ | ৭ম | |
(২) | শেখ হাসিনা | বাংলাদেশ আওয়ামী লীগ | ১ অক্টোবর ২০০১ | ২৯ অক্টোবর ২০০৬ | ৮ম | |
(৪) | খালেদা জিয়া | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ২৯ ডিসেম্বর ২০০৮ | ৯ জানুয়ারী ২০১৪ | ৯ম | |
৫ | রওশন এরশাদ | জাতীয় পার্টি | ৯ জানুয়ারী ২০১৪ | ৩ জানুয়ারী ২০১৯ | ১০ম | |
৬ | হুসেইন মুহম্মদ এরশাদ | ৩ জানুয়ারী ২০১৯ | ১৪ জুলাই ২০১৯ | ১১শ | ||
নেই | খালি | নেই | ১৪ জুলাই ২০১৯ | ৯ সেপ্টেম্বর ২০১৯ | ||
(৫) | রওশন এরশাদ | জাতীয় পার্টি | ৯ সেপ্টেম্বর ২০১৯ | ১০ জানুয়ারি ২০২৪ | ||
(৭) | গোলাম মোহাম্মদ কাদের | ২৮ জানুয়ারি ২০২৪ | ৬ আগস্ট ২০২৪ | ১২শ |