সংসদ উপনেতা
সংসদ উপনেতা হলেন বাংলাদেশের জাতীয় সংসদ শাসক দলের উপনেতা।[১] সংসদ উপনেতা সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন। বাংলাদেশের প্রথম সংসদ উপনেতা ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং বর্তমান সংসদ উপনেতার পদটি পদশূন্য।[২]
জাতীয় সংসদের উপনেতা | |
---|---|
দায়িত্ব পদশূন্য ৬ আগস্ট ২০২৪ থেকে | |
সম্বোধনরীতি | মাননীয় |
নিয়োগকর্তা | জাতীয় সংসদ সদস্য |
সর্বপ্রথম | সৈয়দ নজরুল ইসলাম |
গঠন | ৭ এপ্রিল ১৯৭৩ |
সংসদ উপনেতার পদটি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার সমান।
সংসদ উপনেতাদের তালিকা
সম্পাদনাসংসদ | নাম (জন্ম তারিখ) |
ছবি | সময়কাল | দল | ||
---|---|---|---|---|---|---|
১ম | সৈয়দ নজরুল ইসলাম (১৯২৫–১৯৭৫) |
৭ এপ্রিল ১৯৭৩ | ২৫ জানুয়ারি ১৯৭৫ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
২য় | মওদুদ আহমেদ (১৯৪০–২০২১) |
১৫ এপ্রিল ১৯৭৯ | ২৪ মার্চ ১৯৮২ (পদচ্যুত) |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
৩য় | কাজী জাফর আহমেদ (১৯৩৯–২০১৫) |
৯ জুলাই ১৯৮৬ | ৬ ডিসেম্বর ১৯৮৭ | জাতীয় পার্টি (এরশাদ) | ||
৪র্থ | ২৭ মার্চ ১৯৮৮ | ১২ আগস্ট ১৯৮৯ | ||||
৪র্থ | শাহ মোয়াজ্জেম হোসেন (১৯৩৯–২০২২) |
১২ আগস্ট ১৯৮৯ | ৬ ডিসেম্বর ১৯৯০ | |||
৫ম | একিউএম বদরুদ্দোজা চৌধুরী (১৯৩২–) |
২০ মার্চ ১৯৯১ | ২৪ নভেম্বর ১৯৯৫ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
৬ষ্ঠ | ১৯ মার্চ ১৯৯৬ | ৩০ মার্চ ১৯৯৬ | ||||
৭ম | জিল্লুর রহমান (১৯২৯–২০১৩) |
২৩ জুন ১৯৯৬ | ১৫ জুলাই ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
৮ম | একিউএম বদরুদ্দোজা চৌধুরী (১৯৩২–) |
১০ অক্টোবর ২০০১ | ১৪ নভেম্বর ২০০১ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
৯ম | জিল্লুর রহমান (১৯২৯–২০১৩) |
০৬ জানুয়ারি ২০০৯ | ১২ ফেব্রুয়ারি ২০০৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
৯ম | সৈয়দা সাজেদা চৌধুরী (১৯৩৫–২০২২) |
১২ ফেব্রুয়ারি ২০০৯ | ২৪ জানুয়ারি ২০১৪ | |||
১০ম | ২৯ জানুয়ারি ২০১৪ | ৩০ জানুয়ারি ২০১৯ | ||||
১১শ | ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ১১ সেপ্টেম্বর ২০২২ | ||||
১১শ | মতিয়া চৌধুরী (১৯৪২–) |
১২ জানুয়ারি ২০২৩ | ৬ আগস্ট ২০২৪ | |||
১২শ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কে হচ্ছেন সংসদ উপনেতা?"। wwww.jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৮।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৬।