বাংলাদেশ সিভিল সার্ভিস

বাংলাদেশ সিভিল সার্ভিস (সংক্ষিপ্ত রূপ বিসিএস নামে সর্বাধিক পরিচিতি) হলো বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস। এটি প্রাক্তন পাকিস্তানের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস থেকে উদ্ভূত হয়েছে, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ সম্রাজ্ঞী নিয়ন্ত্রিত ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল। স্বাধীনতার পর থেকে এটি সিভিল সার্ভিস অধ্যাদেশের দ্বারা বাংলাদেশ সিভিল সার্ভিস হিসাবে পরিচিতি হয়। এর মূলনীতি ও পরিচালনা পরিষদ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হয়।[] বিসিএস এর ক্যাডার সংখ্যা হলো ২৬টি।[]

ইতিহাস

সম্পাদনা

বেসামরিক আমলাতন্ত্রের এই অংশটি একটি উপনিবেশিক উত্তরাধিকার। ব্রিটিশরা ভারতীয় সিভিল সার্ভিস (আইসিএস) এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর শাসন করত এবং আইসিএসের বেশিরভাগ কর্মকর্তা ব্রিটিশ ছিলেন। এটি প্রারম্ভিক বিংশ শতাব্দীতে ছিলো যে ভারতীয়রাও ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে এবং বেশিরভাগ ভারতীয়রা আইসিএস-তে এটি নির্মাণ করে। ১৯৪৭ সালে ভারতের বিভাজনে সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিসেস শব্দটিকে পাকিস্তানে ব্যবহার করা হতো এবং সর্ব-পাকিস্তান সার্ভিসের ধারণা অব্যাহত ছিলো। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি আইন দ্বারা নবজাতক দেশের সরকার ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সিভিল সার্ভিস গঠিত হয়।

২০১৮ সালের ১৩ নভেম্বর পিএসসির সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে গেজেট প্রকাশ করে। ফলে বিসিএস ক্যাডারের সংখ্যা ২৭টি থেকে কমে ২৬টি হয়।[]

ক্যাডার

সম্পাদনা

১৪ টি সাধারণ ও ১২ টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬ টি ক্যাডার রয়েছে।[]

সাধারণ ক্যাডার
  1. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
  2. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
  3. বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
  4. বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
  5. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
  6. বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
  7. বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
  8. বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
  9. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
  10. বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
  11. বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
  12. বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
  13. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
  14. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
প্রফেশনাল ক্যাডার
  1. বিসিএস (সড়ক ও জনপথ)
  2. বিসিএস (গণপূর্ত)
  3. বিসিএস (বন)
  4. বিসিএস (স্বাস্থ্য)
  5. বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
  6. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
  7. বিসিএস (পশুসম্পদ)
  8. বিসিএস (মৎস্য)
  9. বিসিএস (কৃষি)
  10. বিসিএস (পরিসংখ্যান)
  11. বিসিএস (কারিগরি শিক্ষা)
  12. বিসিএস (সাধারণ শিক্ষা)

পরীক্ষা পদ্ধতি

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলাদেশ সরকারি কর্ম কমিশন"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৭ 
  2. "বিসিএস পরীক্ষা"www.bpsc.gov.bd। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন। ১৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  3. "তিন শর্তে প্রশাসনে বিলীন ইকোনমিক ক্যাডার"। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা